/indian-express-bangla/media/media_files/2025/04/27/xBXOR8fPZNXUl00Vh0xw.jpg)
নয়া রেকর্ড কায়েম করলেন সূর্যকুমার যাদব
Suryakumar Yadav records IPL: মুম্বই ইন্ডিয়ান্সের তারকা ব্যাটার সূর্যকুমার যাদব আইপিএল (IPL 2025) ইতিহাসে আরও একটি অসাধারণ মাইলফলক স্পর্শ করলেন। এই টুর্নামেন্টের দ্রুততম ভারতীয় ক্রিকেটার হিসেবে চার হাজার রানের নজির কায়েম করেন। মাত্র ২৭১৪ বল খেলে এই ৪,০০০ রান করলেন সূর্য। রবিবার (২৭ এপ্রিল) লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নেমেছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজিত এই ম্য়াচেই রেকর্ডটা গড়লেন মুম্বইয়ের এই ব্য়াটার।
এই রেকর্ডের পাশাপাশি তিনি বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মার (Rohit Sharma) মতো কিংবদন্তীদেরও হেলায় টেক্কা দিলেন। মোটের উপর সূর্যকুমার এখন তৃতীয় স্থানে রয়েছেন। তাঁর সামনে রয়েছেন শুধুমাত্র এবি ডি ভিলিয়ার্স (২,৬৫৮ বল) এবং ক্রিস গেইল (২,৬৫৮ বল)। সূর্যকুমারের পরে রয়েছেন ডেভিড ওয়ার্নার (২,৮০৯ বল) এবং সুরেশ রায়না (২,৮৮১ বল)।
দরকার ছিল মাত্র ৩৩ রান
এই ম্য়াচের আগে সূর্যকুমারের কাছে এই রেকর্ড অর্জন করার জন্য মাত্র ৩৩ রান দরকার ছিল। অবশেষে ১৩ নম্বর ওভারে আভেশ খানের ডেলিভারিতে একটি দৃষ্টিনন্দন বাউন্ডারি হাঁকান। আর সেইসঙ্গে তিনি নিজের ৪,০০০ রান পূরণ করেন। এখন পর্যন্ত ১৬০ আইপিএল ম্যাচে (১৪৫টি ইনিংসে) তিনি জোড়া সেঞ্চুরি ও ২৬ হাফসেঞ্চুরি করেছেন। তার স্ট্রাইক রেট ১৪৬-এরও বেশি। উল্লেখ্য, যে ভারতীয় ব্যাটাররা এখনও পর্যন্ত আইপিএল টুর্নামেন্টে ৪,০০০-এর বেশি রান করেছেন, তাঁদের মধ্যে এটাই সর্বাধিক স্ট্রাইক রেট।
আন্তর্জাতিক ক্রিকেটারদের (চার হাজারের বেশি রান) মধ্যে সূর্যের থেকে স্ট্রাইক রেটে এগিয়ে রয়েছেন এবি ডি ভিলিয়ার্স (১৫১.৬৮) এবং ক্রিস গেইল (১৪৮.৯৬)।
পাশাপাশি আরও একটি মাইলফলক স্পর্শ করলেন সূর্যকুমার যাদব। এক্ষেত্রে তিনি ক্যারিবিয়ান ক্রিকেটার কায়রন পোলার্ডের রেকর্ড ভেঙে দিয়েছেন। কী সেই রেকর্ড? হিটম্য়ান রোহিত শর্মা এবং এবং পোলার্ড দুজনেই মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে তিন হাজারের বেশি রান করেছেন। এবার সেই তালিকায় সূর্যকুমার যাদবের নামও যুক্ত হয়ে গেল। পাশাপাশি আইপিএল টুর্নামেন্টে তিনি ১৫০ ছক্কার রেকর্ডও হাসিল করে ফেলেছেন।