CSK Loss in IPL 2025: পঞ্জাবের বিরুদ্ধেও লজ্জার হার, কার ঘাড়ে দোষ চাপালেন চেন্নাই কোচ?

Chennai Super Kings: চলতি আইপিএল মরশুমে চেন্নাই এই নিয়ে টানা চতুর্থ ম্য়াচে পরাজয় স্বীকার করল। এই হারের পর চেন্নাইয়ের হেড কোচ স্টিফেন ফ্লেমিং দলের ক্রিকেটারদের উপর রীতিমতো ক্ষোভ উগরে দিলেন।

Chennai Super Kings: চলতি আইপিএল মরশুমে চেন্নাই এই নিয়ে টানা চতুর্থ ম্য়াচে পরাজয় স্বীকার করল। এই হারের পর চেন্নাইয়ের হেড কোচ স্টিফেন ফ্লেমিং দলের ক্রিকেটারদের উপর রীতিমতো ক্ষোভ উগরে দিলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
MS Dhoni and Stephen Fleming

মহেন্দ্র সিং ধোনি এবং স্টিফেন ফ্লেমিং

ইতিমধ্যে জমে উঠেছে ২০২৫ আইপিএল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের ২২ নম্বর ম্য়াচে দুই রাজার যুদ্ধ দেখতে পাওয়া গেল। একদিকে পঞ্জাব কিংস এবং অন্যদিকে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। এই ম্য়াচে পঞ্জাব দুর্দান্ত পারফরম্য়ান্স করে এবং ১৮ রানে সিএসকে ব্রিগেডকে হারিয়ে দেয়। 

Advertisment

চলতি আইপিএল মরশুমে চেন্নাই এই নিয়ে টানা চতুর্থ ম্য়াচে পরাজয় স্বীকার করল। এই হারের পর চেন্নাইয়ের হেড কোচ স্টিফেন ফ্লেমিং (Stephen Fleming) দলের ক্রিকেটারদের উপর রীতিমতো ক্ষোভ উগরে দিলেন। সঙ্গে এও যোগ করলেন যে এই ম্য়াচের কোন জায়গায় পিছিয়ে পড়ল চেন্নাই সুপার কিংস।

MS Dhoni Retirement: অবসরের ঘোষণা করে ফেললেন ধোনি? CSK কোচের বিতর্কিত মন্তব্য

Advertisment

স্টিফেন ফ্লেমিংয়ের বড় মন্তব্য

এই পরাজয়ের পর সাংবাদিক বৈঠক করতে এসেছিলেন স্টিফেন ফ্লেমিং। সেখানেই তিনি বলেন, একটা বড় রানের টার্গেট তাড়া করতে নেমে আমরা ১৮ রানে পিছিয়ে পড়লাম। আর তিনটে ছক্কা হাঁকাতে পারলেই আমাদের লক্ষ্য পূরণ হয়ে যেত। আইপিএল ইতিহাসে এটাই আমাদের সবথেকে খারাপ মরশুম।

CSK MS Dhoni: পরাজয়ের মধ্যেও ইতিহাস, সিএসকের সর্বোচ্চ রান সংগ্রাহক মহেন্দ্র সিং ধোনি

ফ্লেমিংয়ের কথায়, 'আমরা গুরুত্বপূর্ণ ক্যাচ নিতে ব্যর্থ হয়েছি। কিন্তু, এই সমস্যায় আজ দুটো দলকেই সমানভাবে পড়তে হয়েছে। স্টেডিয়ামের আলোর জন্যই কি এই সমস্যাটা হচ্ছিল, সেটা আমি বলতে পারব না। কিন্তু, এটা যে গভীর চিন্তার একটি বিষয়, সেটা আর আলাদা করে বলার দরকার নেই।'

MS Dhoni IPL 2025: বয়স ৪৩, তাতে কী! অবিশ্বাস্য রেকর্ড গড়লেন মহেন্দ্র সিং ধোনি

সঙ্গে ফ্লেমিং এও স্বীকার করেছেন যে এই ম্য়াচে চেন্নাই সুপার কিংসের ক্রিকেটাররা যথেষ্ট খারাপ ফিল্ডিং করেছেন। তিনি বলেন, ময়দানি খেলায় আমরা হেরে গিয়েছিল। আমার মনে হয়, ফিল্ডিংয়ে আমাদের যথেষ্ট দুর্বলতা ছিলেন। বেশ কিছুদিন ধরে চাপের কারণেও আমরা নিখুঁত ফিল্ডিং করতে পারছি না। প্রিয়াংশ আর্যর দুর্দান্ত ইনিংসের পর আমরা যথেষ্ট চাপে পড়ে গিয়েছিলাম। কিন্তু, এই ডিপার্টমেন্টে আমাদের আরও উন্নত পারফরম্য়ান্স করতে হবে। এই একটা কারণের জন্যই আমরা ম্য়াচটা হেরে গেলাম।

জেনে নিন ম্য়াচের হাল-হকিকত

এই ম্য়াচে পঞ্জাব কিংস প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে মোট ২১৯ রান করে। পঞ্জাবের হয়ে প্রিয়াংশ আর্য ৪২ বলে ১০৩ রান করেন। এই ইনিংসে তিনি ৭ চার এবং ৯ ছক্কা হাঁকিয়েছেন। এর পাশাপাশি শশাঙ্ক সিংও ৩৬ বলে ৫২ রানের একটি ঝোড়ো ইনিংস উপহার দেন।

MS Dhoni Retirement: ধোনির অবসর প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য মনোজের, এই ভয়টাই পাচ্ছেন বাংলার প্রাক্তন ক্রিকেটার

এই টার্গেট তাড়া করতে নেমে সিএসকে-র শুরুটা বেশ ভাল হয়েছিল। কিন্তু মিডল ওভারে দ্রুতগতিতে রান তুলতে পারেনি। চেন্নাই ওপেনার ডেভন কনওয়ে ৪৯ বলে ৬৯ রান করলেও যথেষ্ট ধীরগতিতে ব্যাট করেন তিনি। এছাড়া ধোনি ১২ বলে ২৭ রান করেন। কিন্তু, চেন্নাইকে জেতানোর জন্য এই রানটা যথেষ্ট ছিল না। অবশেষে সিএসকে ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২০১ রান করতে পারে।

Chennai Super Kings MS DHONI Stephen Fleming IPL 2025