/indian-express-bangla/media/media_files/2025/10/30/abhishek-nayar-2025-10-30-16-50-44.jpg)
কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ অভিষেক নায়ার
Kolkata Knight Riders: ২০২৬ আইপিএল টুর্নামেন্টের জন্য ইতিমধ্যে নিলাম প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তবে এই নিলাম পর্বের আগে একটা বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করল কলকাতা নাইট রাইডার্স। দলের নয়া হেড কোচ হিসেবে নিয়োগ করা হল টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার অভিষেক নায়ারকে (Abhishek Nayar)। ২০২২ সালে চন্দ্রকান্ত পণ্ডিতকে হেড কোচ হিসেবে নিয়োগ করা হয়েছিল। ২০২৪ সালে তাঁর কোচিংয়ে আইপিএল খেতাবও জিতেছিল কেকেআর ব্রিগেড। কিন্তু, এবার তাঁকে বিদায় জানানো হল। প্রসঙ্গত, দলের হেড কোচ হওয়ার আগেও অভিষেক নায়ার কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত ছিলেন।
Rohit Sharma in KKR: KKR-য়ে যোগ দিচ্ছেন রোহিত শর্মা? সামনে এল চাঞ্চল্যকর খবর
২০২৬ আইপিএল-এর আগেই কোচ বদল কেকেআর ব্রিগেডে
২০২৬ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে এখনও অনেকটা সময় বাকি রয়েছে। KKR-এর হেড কোচের পদ থেকে আগেই ইস্তফা দিয়েছিলেন চন্দ্রকান্ত পণ্ডিত। শাহরুখ খানের দলের জন্য একজন নয়া কোচ দরকারই ছিল। আর সেই দায়িত্বটা শেষপর্যন্ত অভিষেক শর্মার হাতে তুলে দেওয়া হল। ২০১৮ সাল থেকে কলকাতা নাইট রাইডার্স দলের সঙ্গে যুক্ত রয়েছেন অভিষেক। এবার তাঁকে হেড কোচের ভূমিকায় দেখতে পাওয়া যাবে। ইতিপূর্বে তিনি KKR ব্রিগেডে সহকারি কোচের ভূমিকায় দায়িত্ব পালন করেছেন। একদিক থেকে যে তাঁর পদোন্নতি হল, তা বলা যেতেই পারে।
Kolkata Knight Riders: মাত্র ১৯ বলে হাফসেঞ্চুরি, ব্যাট হাতে তাণ্ডব চালালেন KKR-এর তারকা পেসার!
অভিষেকের হাতে দায়িত্ব দিয়ে কী বললেন কলকাতা নাইট রাইডার্সের CEO?
কলকাতা নাইট রাইডার্সের CEO ভেঙ্কি মাইসোর এই ব্যাপারে মুখ খুলেছেন। তিনি বললেন, '২০১৮ সাল থেকেই কলকাতা নাইট রাইডার্স পরিবারে গুরুত্বপূর্ণ একজন সদস্য অভিষেক নায়ার। মাঠের ভিতরে হোক কিংবা বাইরে, ও আমাদের দলে ক্রিকেটার তৈরি করে। খেলাটা খুব ভাল বোঝে। সেকারণে ক্রিকেটারদের সঙ্গেও যথেষ্ট ভাল সম্পর্ক রয়েছে। ফলত, ওকে হেড কোচ হিসেবে নিয়োগ করতে পেরে আমরা সত্যিই খুব খুশি। আশা করি, কেরিয়ারের এই নতুন অধ্যায়ে KKR-এর জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারবেন।'
Abhishek Nayar KKR: BCCI ছাঁটাই করতেই অভিষেক নায়ারকে নিয়ে তোলপাড়, কী দাবি জানালেন KKR ফ্যানরা?
রোহিত শর্মার সঙ্গেও কাজ করছেন অভিষেক নায়ার
রোহিত এবং অভিষেক দুজনেই খুব ভাল বন্ধু। দুজনেই একটা সময় মুম্বইয়ের হয়ে ক্রিকেট খেলতেন। এখনও যখন রোহিত শর্মা মুম্বইয়ে থাকেন, তখন অভিষেকের তত্ত্বাবধানেই ফিটনেস ট্রেনিং করেন। সম্প্রতি অভিষেক তত্ত্বাবধানে অনুশীলন করেই রোহিত শর্মা নিজের ওজন কমিয়েছিলেন। এর পাশাপাশি অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে অভিষেকই তাঁকে ব্যাটিং প্র্যাকটিস করিয়েছিলেন। এবার নায়ারের কাঁধে আরও একটি নতুন দায়িত্ব তুলে দেওয়া হল।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us