/indian-express-bangla/media/media_files/2025/08/19/shivam-mavi-2025-08-19-01-32-21.jpg)
বিধ্বংসী হাফসেঞ্চুরি করলেন শিবম মাভি
Kolkata Knight Riders: ইতিমধ্যে বেশ জমে উঠেছে ইউপি টি-২০ লিগ। এই টুর্নামেন্টে কাশী রুদ্রাস এবং গৌর গোরক্ষপুর লায়ন্সের মধ্যে একটি ম্য়াচের আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে কাশী রুদ্রাস ৫০ রানে জয়লাভ করেছে। কাশী রুদ্রাসের হয়ে দুর্দান্ত ব্যাটিং পারফরম্য়ান্স করলেন শিবম মাভি (Shivam Mavi)। বোলিং পারফরম্য়ান্সের কারণেই ভারতীয় ক্রিকেটে সুপরিচিত শিবম। আইপিএল টুর্নামেন্টে কেকেআর (KKR) ব্রিগেডের হয়েও খেলেছেন তিনি। কিন্তু, এই ম্য়াচে তিনি ব্যাট হাতে তাণ্ডবলীলা চালালেন। মাত্র ১৯ বলে হাঁকালেন দুরন্ত হাফসেঞ্চুরি।
Shubman Gill KKR: কেন কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিলেন শুভমান গিল? কারণ শুনলে চমকে উঠবেন
শিবম মাভির বিধ্বংসী ব্যাটিং
কাশী রুদ্রাস দলের হয়ে শিবম মাভি ২১ বলে ৫৪ রান করেছেন। ইতিমধ্যে ৬ ছক্কা হাঁকিয়েছেন তিনি। ব্যাট হাতে নামতে না নামতেই তাণ্ডবলীলা শুরু করেন শিবম। সত্যি কথা বলতে কী, তাঁর থেকে কেউ এমন ব্যাটিং পারফরম্য়ান্সের প্রত্যাশা করেননি। ১৮ ওভারে ব্যাট করার সময় শিবম দুটো বিশাল বড় বড় ছক্কা হাঁকান। এই ম্য়াচে মাভি মাত্র ১৯ বলেই নিজের হাফসেঞ্চুরি পূরণ করেছেন।
Lucknow Super Giants: শাহরুখের KKR ছেড়ে গোয়েনকার লখনউতে! কোন তারকাকে সই করাল LSG?
শুরুটা খারাপ হলেও হাল ধরেন শিবম
কাশী রুদ্রাসের জন্য শুরুটা বেশ খারাপই হয়েছিল। অভিষেক গোস্বামী মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর করণ শর্মাও মাত্র ৩৯ রান করেন। উবৈশ আহমেদের ব্যাট থেকে বেরিয়ে আসে ৫ রান। উইকেটকিপার উপেন্দ্র যাদবও খুব বেশিক্ষণ ক্রিজে সময় কাটাতে পারেননি। তিনি ১৮ রান করেন। কাশীর এই দলটি ৮৯ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ফেলে। একটা সময় তাদের দেখে মনে হচ্ছিল, যথেষ্ট বেকায়দায় পড়ে গিয়েছে। এরপর শিবম মাভির বিধ্বংসী ব্যাটিং যাবতীয় সংকটের মেঘ সরিয়ে দেয়। হয়ে ওঠেন ম্য়াচ উইনার। তিনি দলের স্কোর ১৭৮ পর্যন্ত নিয়ে যান।
KKR Coach: চরম দুঃসংবাদে ছারখার KKR শিবির! দায়িত্ব ছাড়লেন শাহরুখের টিমের হেড কোচ
শিবম মাভি শিকার করেন তিন উইকেট
এরপর ব্যাট করতে নামে গৌর গোরক্ষপুর লায়ন্স। শুরুটা বেশ ভালই করেন আকাশ দীপ নাথ (৩৪ রান) এবং প্রিন্স যাদব (৪৯ রান)। কিন্তু, বাকি ক্রিকেটারদের রান করতে বেশ সংঘর্ষ করতে হয়ে। আর সেকারণে ১৯,১ ওভারে তারা মাত্র ১২৬ রান করতে পারে। আর সঙ্গে ৫০ রানে ম্য়াচটা হেরেও যায়। ব্যাটিংয়ের পর বল হাতেও আগুন ঝরালেন শিবম মাভি। তিনি ৩.১ ওভারে মাত্র ২৪ রান দিয়ে তিনটে গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। আর সেইসঙ্গে গৌর গোরক্ষপুর লায়ন্সকে দ্রুত অলআউট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন।