/indian-express-bangla/media/media_files/2025/10/28/rohit-sharma-2025-10-28-11-03-46.jpg)
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা
Rohit Sharma: ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্য়ে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ শেষ হয়ে গিয়েছে। এই সিরিজে টিম ইন্ডিয়ার হয়ে খেলতে নেমেছিলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। এই সিরিজ শেষ হতে না হতেই ২০২৬ আইপিএল নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। কারণ কলকাতা নাইট রাইডার্স একটা বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে। শীঘ্রই ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে নয়া হেড কোচের নাম ঘোষণা করা হবে। পাশাপাশি শোনা যাচ্ছে, কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দলে নাকি রোহিত শর্মা যোগ দিতে চলেছেন।
Rohit Sharma Latest News: রোহিত শর্মাকে নিয়ে বড় খবর, শুনলে আত্মহারা হবেন আপনিও!
কেকেআর ব্রিগেডে যোগ দিতে পারেন রোহিত শর্মা
ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন অনুসারে, অভিষেক নায়ারকে দলের হেড কোচ হিসেবে নিয়োগ করতে পারে কলকাতা নাইট রাইডার্স। চন্দ্রকান্ত পণ্ডিতের জায়গায় তাঁকে বসানো হতে পারে। এই পরিস্থিতিতে রোহিত শর্মা কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে পারেন। কারণ, রোহিত এবং অভিষেক দুজনেই খুব ভাল বন্ধু। দুজনেই একটা সময় মুম্বইয়ের হয়ে ক্রিকেট খেলতেন। এখনও যখন রোহিত শর্মা মুম্বইয়ে থাকেন, তখন অভিষেকের তত্ত্বাবধানেই ফিটনেস ট্রেনিং করেন। সম্প্রতি অভিষেক তত্ত্বাবধানে অনুশীলন করেই রোহিত শর্মা নিজের ওজন কমিয়েছিলেন। এর পাশাপাশি অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে অভিষেকই তাঁকে ব্যাটিং প্র্যাকটিস করিয়েছিলেন।
Rohit Sharma News Update: 'এই শেষবার...', ভারতে ফিরতেই কীসের ইঙ্গিত রোহিত শর্মার?
এই পরিস্থিতিতে আশা করা হচ্ছে, অভিষেক নায়ারের পাশাপাশি রোহিত শর্মাও কলকাতা নাইট রাইডার্স দলের সদস্য হতে পারেন। ইতিপূর্বে, টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন অভিষেক নায়ার।
Rohit Sharma Retirement Speculation: "কীভাবে থামাবে এবার 'রো-কো' জুটিকে?" কাইফের নিশানায় অজিত আগরকর
ইচ্ছাপ্রকাশ করেছিলেন হিটম্য়ান
ইতিপূর্বে, কলকাতা নাইট রাইডার্সকে অধিনায়কত্ব করানোর জন্য ইচ্ছাপ্রকাশ করেছিলেন রোহিত শর্মা। সেইসময় তাঁকে প্রশ্ন করা হয়েছিল, মুম্বই ইন্ডিয়ান্স ছাড়া কোন দলের অধিনায়কত্ব গ্রহণ করতে তিনি পছন্দ করবেন? এই প্রশ্নের জবাব দিতে গিয়ে হিটম্য়ান বলেছিলেন, ইডেন গার্ডেন্স তাঁর অন্যতম প্রিয় স্টেডিয়াম। এই মাঠে খেলতে তিনি ভালবাসেন। সেকারণে কেকেআর ব্রিগেডকে তিনি নেতৃত্ব দিতে চাইবেন। রোহিতের পছন্দের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই পরিস্থিতিতে ২০২৬ আইপিএল টুর্নামেন্টে আশা করা হচ্ছে, রোহিত শর্মা কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে পারেন।
Rohit Sharma Century: সেঞ্চুরি তো সংখ্যা মাত্র! আগরকরকে যোগ্য জবাব দিলেন রোহিত?
কলকাতা নাইট রাইডার্স কী রোহিত শর্মাকে চায়?
২০২৪ আইপিএল টুর্নামেন্টে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স খেতাব জয় করেছিল। কিন্তু, ২০২৫ আইপিএল টুর্নামেন্টে তিনি কেকেআর ব্রিগেডের হাত ছেড়ে দেন। এরপর কার্যত বাধ্য হয়েই অজিঙ্কা রাহানেকে অধিনায়ক নির্বাচন করা হয়েছিল। ২০২৬ আইপিএল টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্সের কাছে আপাতত কোনও শক্তিশালী অধিনায়ক নেই। সেকারণে কেকেআর অধিনায়ক হিসেবে রোহিত শর্মা এই ব্রিগেডে যোগ দিতে পারেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us