/indian-express-bangla/media/media_files/2025/05/09/PXM9OHNcLGZpEe4HjJHn.jpg)
ভারতীয় সেনাবাহিনীর উপর ভরসা ক্রিকেট সমর্থকের
Operation Sindoor: ভারত এবং পাকিস্তানের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন ইতিমধ্যে বেড়েই চলেছে। পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি ইতিমধ্যেই নিকেশ করেছে ভারতীয় সেনাবাহিনী। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার (৮ মে) ধরমশালায় পঞ্জাব কিংস (Punjab Kings) বনাম দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ম্য়াচের আয়োজন করা হয়েছিল। ম্য়াচ চলাকালীন আচমকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আর সেকারণেই একে একে বন্ধ হয়ে যায় মাঠের ফ্লাডলাইটও। এই পরিস্থিতিতে ক্রিকেটাররা ড্রেসিংরুমে ফিরে যান এবং দর্শকদেরও স্টেডিয়াম ফাঁকা করার নির্দেশ দেওয়া হয়।
ইতিমধ্যে সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে একজন সমর্থককে প্রশ্ন করা হয়েছিল, এই পরিস্থিতিতে কোথাও কি কোনও ভয় লাগবে। জবাবে ওই সমর্থক বলেন, 'আমরা কেন ভয় পেতে যাব? আমরা তো নিজেদের দেশেই রয়েছি। যদি কাউকে ভয় পেতেই হয়, তাহলে সেটা পাকিস্তান পাবে। জয় হিন্দ।' ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। আসতে শুরু করেছে কমেন্টের বন্যাাও।
Eden Gardens Bomb Threat: 'বোমা মেরে উড়িয়ে দেব...', ভরা ইডেনে এল চাঞ্চল্যকর হুমকি
দেখে নিন সেই ভিডিও
A FAN LEAVING DHARAMSHALA:
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 8, 2025
"What do we have to be afraid of? We are in our country. If anyone, it should be Pakistan who should be afraid. Bharat Mata ki Jai". pic.twitter.com/YYNI942A0X
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ম্য়াচ চলাকালীন আচমকা গোটা স্টেডিয়ামের লাইট বন্ধ হয়ে যায়। প্রথম ইনিংসের ১০.১ ওভারের পর বাতিল ঘোষণা করা হয়েছে। বিসিসিআই-কে উদ্ধৃত করে অফিশিয়াল ব্রডকাস্টাররা জানিয়েছেন, ধর্মশালার এইচপিসিএ স্টেডিয়ামে 'গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সমস্যা' দেখা দেওয়ায় ম্যাচটি স্থগিত করা হয়েছে।
Operation Sindoor 2025: 'অপারেশন সিন্দুর'-এর পর বন্ধ হয়ে যাবে আইপিএল? বড় আপডেট দিল বিসিসিআই
অরুণ ধুমালের ভিডিও ভাইরাল
পঞ্জাব বনাম দিল্লি ম্য়াচের আসর হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে বসেছিল। এই ম্য়াচ চলাকালীন আচমকা স্টেডিয়ামের সব আলো বন্ধ হয়ে যায়। সেকারণে কার্যত বাধ্য হয়েই ম্য়াচটি মাঝপথে বন্ধ করে দিতে হয়।
IPL Chairman (Arun Dhumal) Requesting Fans To Leave Dharamshala Stadium.#PBKSvDCpic.twitter.com/kGFXXUqt61
— Pratiek Singh🇮🇳 (@RomanEmpireUce) May 8, 2025
ইতিমধ্যে অরুণ ধুমালের একটি ভিডিও সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিওয় দেখতে পাওয়া যাচ্ছে, অরুণ ধুমাল স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের যতটা দ্রুত সম্ভব মাঠ ছাড়ার অনুরোধ করছেন। ক্রিকেটারদের পাশাপাশি দর্শকদেরও নিরাপদভাবে স্টেডিয়াম থেকে বের করে আনা সম্ভব হয়েছে।
ক্রিকেটারদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করবে বিসিসিআই
টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, আইপিএল টুর্নামেন্টে (IPL 2025) চলাকালীন প্রত্য়েক ক্রিকেটারের নিরাপত্তা যথেষ্ট গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ক্রিকেটারদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সহ সভাপতি জানিয়েছেন, ক্রিকেটার এবং স্টাফদের সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা বিশেষ ট্রেনের ব্যবস্থা করছি। আপাতত ম্য়াচ বাতিল করা হয়েছে। স্টেডিয়াম খালি করা হয়েছে। আইপিএল টুর্নামেন্ট আদৌ চলবে কি না, সেই ব্যাপারে আমরা আগামীকাল সিদ্ধান্ত গ্রহণ করব। আপাতত ক্রিকেটারদের নিরাপত্তা আমাদের কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ।