/indian-express-bangla/media/media_files/2025/05/07/z16LfsDNae301rucanqs.jpg)
বোমা মেরি ইডেন গার্ডেন্সকে উড়িয়ে দেওয়ার হুমকি
Eden Gardens 2025 IPL: বুধবার (৭ মে) ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলে একটি হুমকি মেইল পাঠানো হয়েছে। এই মেইল দাবি করা হয়েছে, কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়াম নাকি বোমা বিস্ফোরণে (Bomb Threat) উড়িয়ে দেওয়া হবে। কে বা কারা এই হুমকি মেইল পাঠিয়েছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে গোটা ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে কলকাতা পুলিশ।
গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা চালানো হয়েছিল। এই ঘটনায় ২৬ জন নিরাপরাধ পর্যটক মারা গিয়েছিলেন। সেই হামলার যোগ্য জবাব দিতে মঙ্গলবার গভীর রাতে (৭ মে) ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের উপর এয়ার স্ট্রাইক চালায়। নাম দেওয়া হয়ে অপারেশন সিন্দুর। এই ঘটনায় ৯ জঙ্গি ঘাঁটি ধূলিস্যাৎ করা হয়েছে। এই পরিস্থিতিতে ইডেন গার্ডেন্সকে উড়িয়ে দেওয়ার যে হুমকি মেইল পাঠানো হয়েছে, সেটা একেবারেই হালকাভাবে গ্রহণ করা হচ্ছে না।
ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার দুপুরবেলা এই হুমকি মেইল এসেছিল। সেখানে বলা হয়েছিল যে বোমা হামলায় নাকি ইডেন গার্ডেন্স উড়িয়ে দেওয়া হবে। সিএবি-র মেইল আইডি-তে এই হুমকি এসেছিল। যেহেতু, এদিন আবার চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্সের (CSK vs KKR) ম্য়াচ ক্রিকেটের নন্দনকাননেই আয়োজন করা হচ্ছে, সেকারণে বাড়তি কোনও ঝুঁকি গ্রহণ করা হয়নি। গোটা বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।
এই হুমকির খবর পেয়ে কলকাতা পুলিশের পক্ষ থেকেও বাড়তি তৎপরতা দেখানো হয়েছে। নিরাপত্তা বেষ্টনীকে আরও কঠোর করে দেওয়া হয়েছে। CAB সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বললেন, 'আমরা কোনও ঝুঁকি নিতে চাইনি। পুলিশকে জানানো হয়েছে। যা ব্যবস্থা নেওয়ার, পুলিশ নিয়েছে।'
Operation Sindoor Updates: IPL-য়ে পড়ল অপারেশন সিন্দুরের প্রভাব, মোদী সরকারের পাশে দাঁড়াল BCCI
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে শুধুমাত্র ইডেন গার্ডেন্সই নয়, অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেও এসেছে এই একই হুমকি। এই ইমেলটি 'পাকিস্তান' নাম দিয়ে পাঠানো হয়েছে। গুজরাট পুলিশ এবং সাইবার ক্রাইম দল ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে। গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইতিমধ্যে এই ব্যাপারে বিসিসিআই এবং আইপিএল আয়োজন কমিটিকে জানানো হয়েছে। এই হুমকির কথা মাথায় রেখে পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তার বেষ্টনী আরও জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট আধিকারিকরা জানিয়েছেন, এই ঘটনার মোকাবিলা করতে পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করা হবে।
Operation Sindoor: পাকিস্তানের উপর চালাল ভারতীয় সেনারা, ভয়ে কাঁপছে বাংলাদেশ
কত তারিখ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আগামী ম্য়াচ খেলা হবে?
বর্তমানে ২০২৫ আইপিএল (IPL 2025) জ্বরে কাবু গোটা দেশ। আগামী ১৪ এবং ১৮ মে অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ম্য়াচ আয়োজন করা হবে। ১৪ মে গুজরাট টাইটান্স এবং লখনউ সুপার জায়ান্টস খেলতে নামবে। অন্যদিকে, ১৮ মে চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে নামবে শুভমান গিলের দল। এই দুটো ম্য়াচের আগে আশঙ্কা অনেকটাই বেড়ে গিয়েছে।