নিলাম চলাকালীন গোটা বিশ্বের নজরে থাকে আইপিএলের মেগা ইভেন্ট। বরাবরের মত এবারেও তার ব্যতিক্রম ঘটেনি। মেগা নিলামের প্ৰথম দিনেই সমস্ত ফ্র্যাঞ্চাইজি সাধ্য মত দল গড়ার কাজ চালিয়ে গিয়েছে।
এর মধ্যেই শিরোনামে ঈশান কিষান। দলের ছেড়ে দেওয়া তারকাকে ফেরাতে মুম্বই ইন্ডিয়ান্স ১৫.২৫ কোটি পর্যন্ত অর্থ খরচ করল। এই প্ৰথমবার মুম্বই ইন্ডিয়ান্স কোনও এক ক্রিকেটারের জন্য নিলামে ১০ কোটির বেশি অর্থ খরচ করল। যুবরাজ সিংয়ের (২০১৬, আরসিবিতে ১৬ কোটি) পরে নিলামে কোনও ভারতীয়র এটাই দ্বিতীয় সর্বোচ্চ আয়।
আরও পড়ুন: KKR কিনল না নিলামে, পুরোনো দলেই ফিরে গেলেন কার্তিক
তবে নিলামের প্ৰথম দিনে চারজন ফাস্ট বোলার ১০ কোটির বেশি অর্থ পেল। গতবারের বেগুনি টুপির মালিক হর্ষল প্যাটেল আরসিবিতে গেলেন ১০.৭৫ কোটি টাকায়। এরপরে সিএসকে নিজেদের ইতিহাসে সবথেকে বেশি খরচের নজির রেখে দীপক চাহারকে কেনে ১৪ কোটিতে। প্রসিদ্ধ কৃষ্ণ এবং শার্দূল ঠাকুর যথাক্রমে ১০ এবং ১০.৭৫ কোটি পেয়ে গেলেন রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালসে।
আরও পড়ুন: টুর্নামেন্টের ইতিহাসে নিজেদের সর্বাধিক অর্থ খরচ করল CSK! ১৪ কোটিতে রেকর্ড তারকার
নিলামের বিশাল অর্থ খরচের বহর দেখে জসপ্রীত বুমরা ইঙ্গিতবাহী টুইট করেন। টুইটারে জোড়া ইমোজি পোস্ট করেন তারকা পেসার। ঈশান কিষানের বিশাল অর্থ পাওয়ার জন্যই কি টুইট, জল্পনা শুরু ক্রিকেট মহলে।
মুম্বই ইন্ডিয়ান্স জসপ্রীত বুমরাকে রিটেন করেছে ১২ কোটিতে। বুমরার সঙ্গেই মুম্বই রিটেন করেছে পোলার্ড, সূর্যকুমার যাদব এবং রোহিত শর্মাকে।
Follow IPL Live updates