Ishan Kishan: ম্যানচেস্টার টেস্টের প্রথম দিনই গুরুতর চোট পেয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)। এই চোটের কারণে চলতি টেস্ট সিরিজের (IND vs ENG 4th Test Match) শেষ ম্য়াচে খেলতে পারবেন না পন্থ। এই পরিস্থিতিতে বিসিসিআই আপাতত ঋষভের রিপ্লেসমেন্ট খুঁজতে শুরু করে দিয়েছে।
অনেকেই আশা করেছিলেন, এমন কঠিন পরিস্থিতিতে হয়ত ঈশান কিষানের উপর ভরসা রাখতে পারবেন ভারতীয় ক্রিকেট দলের নির্বাচকরা। কিন্তু সর্বশেষ পাওয়া খবর অনুসারে, ঈশানকে দলে নেওয়ার প্রতি কোনও আগ্রহই নাকি টিম ইন্ডিয়ার নির্বাচকরা প্রকাশ করেননি। উল্লেখ্য, গত ২ বছর ধরে ভারতীয় ক্রিকেট দলে কামব্যাক করার জন্য অপেক্ষা করছেন ঈশান। কিন্তু, নির্বাচকরা কেন বারংবার ঈশানের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন? এই একটা প্রশ্নই আপাতত ভারতীয় ক্রিকেট সমর্থকদের মনে ঘুরপাক খেতে শুরু করেছে। এবার যাবতীয় প্রশ্নের উত্তর পাওয়া গেল।
কেন টিম ইন্ডিয়ায় সুযোগ পেলেন না ঈশান কিষান?
ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট ম্য়াচ খেলার জন্য টিম ইন্ডিয়ার নির্বাচকরা আপাতত একজন উইকেটকিপার খুঁজছেন। আর সকলের পছন্দের তালিকায় প্রথম স্থানে ছিলেন ঈশান কিষান। কিন্তু, বিসিসিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ঈশান কিষানকে আপাতত নির্বাচন করা যাবে না। টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি ঈশান কিষান নাকি স্কুটি থেকে পড়ে গিয়েছিলেন। সেকারণে তাঁর বাঁ-পায়ে ১০ সেলাই পড়েছে।
IND vs ENG 4th Test: বিপদকালে নারায়ণ শরণে টিম ইন্ডিয়া, পন্থের চোটে কপাল খুলতে পারে CSK তারকার
বৃহস্পতিবারই (২৪ জুলাই) তাঁর সেলাই কাটা হয়েছে। কিন্তু, বাঁ পায়ের গোড়ালিতে এখনও প্লাস্টার রয়েছে। সেকারণে ২ বছর পর টিম ইন্ডিয়ায় কামব্যাকের সুযোগ এলেও, আপাতত ঈশান কিষান প্রত্যাবর্তন করতে পারছেন না। কিষানের জায়গায় আপাতত তামিলনাড়ুর ক্রিকেটার এন জগদীশনকে প্রথমবার টিম ইন্ডিয়ায় সুযোগ দেওয়া হতে পারে।
IND vs ENG 4th Test: ভাঙা পায়েই ফিফটি, ইংরেজদের চোখে চোখ রেখে সাহস দেখালেন ঋষভ পন্থ
আপাতত ঈশান কিষানের সামনে প্রত্যাবর্তনের রাস্তা বেশ কঠিন
চোটের কারণে এই সুযোগটা ইতিমধ্যে হাতছাড়া হয়ে গিয়েছে ঈশান কিষানের। আগামী দিন যে তাঁর সামনে আরও কঠিন হতে চলেছে, তা নিঃসন্দেহে বলা যেতেই পারে। ওয়ানডে এবং টি-২০ ক্রিকেটে ঋষভ পন্থ আপাতত খেলতে পারবেন বলে মনে হচ্ছে না। এই পরিস্থিতিতে ঈশান কিষানের প্রত্যাবর্তন হবে বলে দুরদুরান্ত পর্যন্ত মনে হচ্ছে না।
IND vs ENG 4th Test: ভাঙা পায়েই খেলা হবে পন্থের, ওল্ড ট্রাফোর্ডে অবাক দৃশ্য, স্টোকসদের মুখের হাসি গায়েব
টি-২০ ক্রিকেটে সঞ্জু স্যামসন এবং ওয়ানডে-তে কেএল রাহুলই টিম ম্য়ানেজমেন্টের প্রথম পছন্দ। টি-২০ ক্রিকেটে ব্যাকআপ হিসেবে জীতেশ শর্মা এবং ওয়ানডে ক্রিকেটে ঋষভ পন্থ থাকবেন বলে আশা করা হচ্ছে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর ঈশান কিষান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটে টি-২০ ম্য়াচ খেলেছিলেন। এরপর থেকে টিম ইন্ডিয়ার হয়ে আর কোনও ম্য়াচ খেলেননি তিনি।