/indian-express-bangla/media/media_files/2025/07/15/jay-gupta-east-bengal-2025-07-15-15-31-43.jpg)
জয় গুপ্তা আসার খবর শুনেই উচ্ছ্বসিত ইস্টবেঙ্গল সমর্থকরা
Jay Gupta: আগামী রবিবার (১৭ অগাস্ট) ডুরান্ড ডার্বিতে খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। চলতি মরশুমে ছোটদের ডার্বিতে লাল-হলুদ ব্রিগেড জয়লাভ করেছিল। এবার সিনিয়র দাদাদের কাঁধে দায়িত্ব সেই জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখা। এই পরিস্থিতিতে শুক্রবারই (১৫ অগাস্ট) অনুশীলনে নেমে পড়লেন ইস্টবেঙ্গল এফসি-র হেড স্যার অস্কার ব্রুজোঁ। কিন্তু, এ কী? ইস্টবেঙ্গল অনুশীলনে হাজির জয় গুপ্তা! হ্যাঁ, অনুশীলন দেখতে আসা লাল-হলুদ সমর্থকরা প্রথম ধাক্কায় ব্যাপারটা হজম করতে সময় নিলেও, পরে স্পষ্ট বুঝে যান যে আসন্ন ডার্বিতে 'খেলা হবে'।
East Bengal FC: কালীঘাটের বিরুদ্ধে আগুন জয়, পয়েন্ট টেবিলে উথাল-পাতাল ইস্টবেঙ্গলের
জয় গুপ্তা কবে ইস্টবেঙ্গল ক্লাবে আসবেন, তা নিয়ে গত কয়েকদিন ধরেই যথেষ্ট টালবাহানা চলছিল। শোনা যায়, দলবদলের বাজারে এফসি গোয়ার এই প্রাক্তন ফুটবলারের দিকে হাত বাড়িয়েছিল নাকি মোহনবাগান সুপার জায়ান্টও। কিন্তু, শেষপর্যন্ত অভিষেক টেকচাম সিংয়ের সঙ্গে চুক্তি পাকা হয়ে যাওয়ার কারণে জয়কে কার্যত বাধ্য হয়েই ছেড়ে দিতে হয়। আর সেই সুযোগটা হাতছাড়া করতে চায়নি মশালবাহিনী। রেকর্ড ট্রান্সফার ফি'তে তারা এই ভারতীয় ফুটবলারকে সই করিয়ে নেয়।
East Bengal FC Today Match: ইস্টবেঙ্গল এফসি-কে নিয়ে বড় খবর, চরম সিদ্ধান্ত নিলেন অস্কার ব্রুজোঁ
বেশ কয়েকটি সূত্র মারফৎ জানা গিয়েছে, জয় গুপ্তাকে সই করানোর জন্য এফসি গোয়ার হাতে তুলে দিতে হয়েছে দেড় কোটি টাকা। এর পাশাপাশি ১০ লাখ টাকা পারফরম্য়ান্স বোনাস হিসেবে যোগ করা হয়েছে। ইতিপূর্বে, এফসি গোয়া কোনও ভারতীয় ফুটবলারের জন্য এমন আকাশছোঁয়া অঙ্কের ট্রান্সফার ফি কখনও পায়নি। আইবানবাহ ডোহলিংয়ের জন্য তারা কেরালা ব্লাস্টার্সের থেকে ১.৪ কোটি টাকা ট্রান্সফার ফি পেয়েছিল। কিন্তু, এবার কেরালাকেও ছাপিয়ে গেল ইস্টবেঙ্গল এফসি।
বাস থেকে নেমে সোজা অনুশীলনে
যাইহোক, শুক্রবার নেভি ব্লু রংয়ের একটি টি-শার্ট পরে অনুশীলনে এসেছিলেন জয় গুপ্তা। পিঠে ছিল একটি ব্যাগ। টিম বাস থেকে নেমে তিনি সোজা মাঠের মধ্যে প্রবেশ করেন। আগামী ডার্বি ম্য়াচে জয় গুপ্তা খেলবেন কি না, সেই ব্যাপারে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে অস্কার তথা লাল-হলুদ ম্য়ানেজমেন্ট যদি তাঁকে মাঠে নামানোর সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/08/15/jay-gupta-2025-08-15-18-10-41.jpg)
এবারের ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল এফসি কার্যত অশ্বমেধ ঘোড়ার মতো দৌড়চ্ছে। প্রথম ম্য়াচে সাউথ ইউনাইটেড এফসি-কে তারা ৫-০ গোলে পরাস্ত করেছিল। এরপর নামধারী এফসি-কে তারা ১-০ গোলে হারায়। অবশেষে ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে ৬-১ গোলে জয়লাভ করে। কম যায় না মোহনবাগানও। তারা চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত একটাও ম্য়াচ হারেনি। এই পরিস্থিতিতে দুটো দলের মধ্যেই যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তা আশা করা যেতেই পারে।