East Bengal FC Today Match: ইস্টবেঙ্গল এফসি-কে নিয়ে বড় খবর, চরম সিদ্ধান্ত নিলেন অস্কার ব্রুজোঁ

East Bengal FC: রবিবাসরীয় সন্ধ্যায় আয়োজিত এই গুরুত্বপূর্ণ ম্য়াচে দুটো ভিন্ন ছবি কিশোরভারতী স্টেডিয়ামে দেখতে পাওয়া যাবে। একদিকে খেলতে নামবে নকআউট পর্বের যোগ্যতা অর্জন করে ফেলা ইস্টবেঙ্গল এফসি। অন্যদিকে, এখনও পর্যন্ত স্ট্রাগল করা ইন্ডিয়ান এয়ারফোর্স এফটি।

East Bengal FC: রবিবাসরীয় সন্ধ্যায় আয়োজিত এই গুরুত্বপূর্ণ ম্য়াচে দুটো ভিন্ন ছবি কিশোরভারতী স্টেডিয়ামে দেখতে পাওয়া যাবে। একদিকে খেলতে নামবে নকআউট পর্বের যোগ্যতা অর্জন করে ফেলা ইস্টবেঙ্গল এফসি। অন্যদিকে, এখনও পর্যন্ত স্ট্রাগল করা ইন্ডিয়ান এয়ারফোর্স এফটি।

author-image
Koushik Biswas
New Update
East Bengal FC Oscar Bruzon

অস্কারের প্রতিজ্ঞা, অপরাজেয় থাকতে চায় ইস্টবেঙ্গল

Durand Cup 2025: ২০২৫ ডুরান্ড কাপ আপাতত একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। নকআউটে কোন-কোন দল যোগ্যতা অর্জন করেছে, সেই ছবিটা ইতিমধ্যে পরিষ্কার হয়ে গিয়েছে। এই টুর্নামেন্টের গ্রুপ এ'তে রয়েছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। গত ২ ম্যাচে সাউথ ইউনাইটেড এবং নামধারীকে হারানোর পর তারা নকআউটের যোগ্যতা অর্জন করেই ফেলেছে। এবার লাল-হলুদ ব্রিগেডের লক্ষ্য, অপরাজেয় থেকেই তারা কোয়ার্টার ফাইনালে পা রাখতে চায়। আর সেকারণে তারা রবিবার (১০ অগাস্ট) কলকাতার কিশোরভারতী স্টেডিয়ামে ইন্ডিয়ান এয়ারফোর্স ফুটবল দলের বিরুদ্ধে খেলতে নামছে। এই ম্যাচে জয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী ইস্টবেঙ্গল দলের হেড কোচ অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon)।

Advertisment

ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে অস্কার বললেন, 'আমরা এই জয়ের ধারা অব্যাহত রাখতে চাই। নকআউট পর্বের আগে আমাদের দলে যে ভুলভ্রান্তি রয়েছে, সেগুলো মেরামত করে ফেলতে চাই। ডুরান্ড কাপে ভুল করার কোনও জায়গা থাকে না। সেকারণে আগামী রাউন্ডের যোগ্যতা অর্জন করলেও, আমরা নিজেদের লক্ষ্যে অবিচল থাকতে চাই।'

East Bengal FC: কালীঘাটের বিরুদ্ধে আগুন জয়, পয়েন্ট টেবিলে উথাল-পাতাল ইস্টবেঙ্গলের

Advertisment

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, সন্ধ্যা ৭টা থেকে এই ম্য়াচটি শুরু হবে। আপনারা সোনি স্পোর্টস নেটওয়ার্কে এই ম্য়াচের সরাসরি সম্প্রচার দেখতে পাবেন। এছাড়া সোনি লিভ ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পাবেন ম্য়াচের লাইভ স্ট্রিমিং।

East Bengal FC: 'জিততে হবে, এটাই চ্যালেঞ্জ...', কালীঘাটের বিরুদ্ধে নামার আগে হুঙ্কার ইস্টবেঙ্গল কোচের

গ্রুপ পর্বে অপরাজেয় থাকতে চায় ইস্টবেঙ্গল

রবিবাসরীয় সন্ধ্যায় আয়োজিত এই গুরুত্বপূর্ণ ম্য়াচে দুটো ভিন্ন ছবি কিশোরভারতী স্টেডিয়ামে দেখতে পাওয়া যাবে। একদিকে খেলতে নামবে ইতিমধ্যে নকআউট পর্বের যোগ্যতা অর্জন করে ফেলা ইস্টবেঙ্গল এফসি। অন্যদিকে, এখনও পর্যন্ত স্ট্রাগল করা ইন্ডিয়ান এয়ারফোর্স এফটি। এই ম্য়াচে লাল-হলুদ ব্রিগেড কিছুটা হলেও স্বস্তিতে থাকবে। তাদের দলে অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশ্রন দেখা যেতে পারে।

East Bengal FC Win: 'হামিদের খেলা মনে দাগ কাটতে পারেনি...', ইস্টবেঙ্গলের জয়ের দিনে এ কী বললেন প্রাক্তন তারকা?

এই টুর্নামেন্টে অস্কার ব্রুজোঁর দল এখনও পর্যন্ত নজরকাড়া পারফরম্য়ান্স করেছে। টুর্নামেন্টের প্রথম ম্য়াচে তারা সাউথ ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে ৫-০ গোলে জয়লাভ করেছিল। একেবারে দলগত পারফরম্য়ান্স বলতে যা বোঝায়, সেটাই করে দেখিয়েছিল ইস্টবেঙ্গল। এরপর তারা নামধারী এফসি-র বিরুদ্ধে খেলতে নামে। এই গুরুত্বপূর্ণ ম্যাচে তারা গ্রুপ টপারদের ১-০ গোলে পরাস্ত করে।

Hamid Ahadad East Bengal: হামিদই লাল-হলুদের নয়া 'মুসাফির'! ঘোরাতে পারবেন ইস্টবেঙ্গলের ভাগ্যের চাকা?

লাল-হলুদের এই স্প্যানিশ চাণক্য এই টুর্নামেন্টে দলগঠনের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাঁর দলে রয়েছেন সল ক্রেসপো, দিমিত্রিয়স দিয়ামান্তাকোস এবং অধিনায়ক নাওরেম মহেশ সিংয়ের মতো অভিজ্ঞ ফুটবলার। অন্যদিকে, দলের প্রথম একাদশে বেশ কয়েকজন নতুন ফুটবলারকেও সুযোগ দেওয়া হয়েছে। গত ম্য়াচে নামধারীর বিরুদ্ধে ডেবিউ করেছিলেন মরক্কোর স্ট্রাইকার হামিদ আহদাদ। প্রথম ম্য়াচেই দুর্ধর্ষ একটি হেডে গোল করেন তিনি। আশা করা যায়, টুর্নামেন্টের নকআউট পর্বেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারবেন।

East Bengal FC Oscar Bruzon Durand Cup 2025