IND W vs AUS W Catch Controversy: আউট না নট-আউট? সেমিফাইনালে চরম বিতর্ক! কাঠগড়ায় আম্পায়ার

IND W vs AUS W: ২০২৫ মহিলা ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচে টিম ইন্ডিয়া খেলতে নেমেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। টস জিতে ক্যাঙারু ব্রিগেড প্রথমে ব্যাট করতে নেমেছিল। অস্ট্রেলিয়া শেষপর্যন্ত ৩৩৮ রানে অলআউট হয়ে যায়।

IND W vs AUS W: ২০২৫ মহিলা ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচে টিম ইন্ডিয়া খেলতে নেমেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। টস জিতে ক্যাঙারু ব্রিগেড প্রথমে ব্যাট করতে নেমেছিল। অস্ট্রেলিয়া শেষপর্যন্ত ৩৩৮ রানে অলআউট হয়ে যায়।

author-image
Koushik Biswas
New Update
IND W vs AUS W Catch Controversy

লিচফিল্ডের ক্যাচ আউট নিয়ে বিতর্ক

IND W vs AUS W: ২০২৫ মহিলা ওয়ানডে বিশ্বকাপের (Women's ODI World Cup 2025) দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচে টিম ইন্ডিয়া (Indian Women Cricket Team) খেলতে নেমেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। টস জিতে ক্যাঙারু ব্রিগেড প্রথমে ব্যাট করতে নেমেছিল। তাদের এই সিদ্ধান্ত একেবারে সঠিক ছিল। ব্যাট হাতে যথেষ্ট নজর কাড়লেন ফোয়েবে লিচফিল্ড (Phoebe Litchfield) এবং এলিসা পেরি। সেমিফাইনাল ম্য়াচে টিম ইন্ডিয়ার কাছে সবথেকে বড় মাথাব্যথা হয়ে উঠলেন লিচফিল্ড।

Advertisment

IND W vs AUS W Semifinal Live Cricket Score: এবার ফিরলেন স্মৃতি, ভারতের দ্বিতীয় উইকেটের পতন

খেলা চলাকালীন একটা সময় টিম ইন্ডিয়ার মনে হয়েছিল, লিচফিল্ড বোধহয় আউট হয়ে গিয়েছেন। কিন্তু, তৃতীয় আম্পায়ার হস্তক্ষেপ করতেই সিদ্ধান্ত বদলে যায়। লিচফিল্ডের ক্যাচ নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। অন-ফিল্ড আম্পায়ার প্রথমে ক্য়াঙারু ওপেনারকে আউট দিয়েই দিয়েছিলেন। এমনকী, লিচফিল্ড প্যাভিলিয়নের দিকে হাঁটাও শুরু করেন। এমন সময় তাঁকে ফিরে আসতে বলা হয়। 

Advertisment

IND W vs AUS W: 'আমাকে ঈশ্বর পাঠিয়েছেন...', দাবি এই ভারতীয় ক্রিকেটারের

লিচফিল্ডের ক্যাচ নিয়ে বিতর্ক

আসলে, লিচফিল্ড এবং পেরি দুর্ধর্ষ ব্যাটিং করছিলেন। অস্ট্রেলিয়াও বেশ শক্ত ভিতের উপর দাঁড়িয়ে ছিল। দলের স্কোর ১০০ টপকে গিয়েছিল। টিম ইন্ডিয়া দ্বিতীয় উইকেটের জন্য হন্যে হয়ে যাচ্ছিল। ইনিংসের ১৬ ওভার করতে এসেছিলেন শ্রী চরণী। ওভারের শেষ বলে লিচফিল্ড সুইপ শট খেলতে যান। বলটা সোজা ফিল্ডারের হাতে জমা পড়ে। এরপর ভারতীয় ক্রিকেটাররা আউটের জন্য আবেদন করেন। আম্পায়ারও আঙুল তুলে দিয়েছিলেন। এরপর প্যাভিলিয়নের দিকে পা বাড়ান লিচফিল্ড।

IND W vs AUS W Semifinal: সেমির লড়াইয়ে নামার আগেই 'দুঃসংবাদ' টিম ইন্ডিয়ায়, জানেন ব্যাপারটা কী?

এমন সময় উল্টোদিকে দাঁড়িয়ে থাকা এলিসা পেরি এই সিদ্ধান্তের বিরোধিতা করেন। অন-ফিল্ড আম্পায়ার এই সিদ্ধান্ত তৃতীয় আম্পায়ারের কাছে পাঠিয়ে দেন। রিপ্লে-তে দেখা যায়, বলটা লিচফিল্ডের ব্য়াটে লাগার পর মাটি স্পর্শ করেছিল। এরপর সেটা ফিল্ডারের হাতে জমা পড়ে। আর সেকারণেই লিচফিল্ডকে শেষপর্যন্ত নট আউট দেওয়া হয়। ভারতীয় ক্রিকেট দল উইকেট শিকারের জন্য আনন্দ করছিল। মুহূর্তের মধ্যে তাদের মুখ ফ্যাকাসে হয়ে যায়।

IND W vs AUS W Semifinal, Weather Update: বৃষ্টিতে যদি ভেস্তে যায় ভারত অস্ট্রেলিয়া ম্যাচ, কারা উঠবে ফাইনালে?

শতরান করলেন লিচফিল্ড

সেমিফাইনাল ম্য়াচে ফোয়েবে লিচফিল্ডের ব্যাট কার্যত গর্জন করল। দুর্দান্ত ব্যাটিংয়ের দৌলতে তিনি মাত্র ৭৭ বলে নিজের শতরান পূরণ করেন। লিচফিল্ডের সামনে ভারতীয় বোলাররা স্পষ্টতই নতিস্বীকার করেছিল। ওয়ানডে বিশ্বকাপে এটা লিচফিল্ডের প্রথম শতরান। ২২ বছর বয়সি এই ব্যাটার শ্রী চরণীর বলে বাউন্ডারি হাঁকিয়ে নিজের শতরান পূরণ করলেন। অস্ট্রেলিয়া শেষপর্যন্ত ৩৩৮ রানে অলআউট হয়ে যায়।

Phoebe Litchfield Women’s ODI World Cup 2025 Indian Cricket Team IND W vs AUS W