Boxer Joe Bugner Passed Away: বক্সিং দুনিয়ায় শোকের ছায়া, চিরনিদ্রার দেশে তারকা বক্সার

Joe Bugner Death: গোটা বক্সিং দুনিয়া আর শোকের ছায়ায় ডুবতে বসেছে। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জো বাগনার। বয়স হয়েছিল ৭৫ বছর। ব্রিটিশ বক্সিং বোর্ডের পক্ষ থেকে ইতিমধ্যে বাগনারের মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে।

Joe Bugner Death: গোটা বক্সিং দুনিয়া আর শোকের ছায়ায় ডুবতে বসেছে। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জো বাগনার। বয়স হয়েছিল ৭৫ বছর। ব্রিটিশ বক্সিং বোর্ডের পক্ষ থেকে ইতিমধ্যে বাগনারের মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Boxer Death

ছবিটি প্রতীকী

Joe Bugner Death: গোটা বক্সিং দুনিয়া আর শোকের ছায়ায় ডুবতে বসেছে। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জো বাগনার। বয়স হয়েছিল ৭৫ বছর।

Advertisment

ব্রিটিশ, ইউরোপিয়ান এবং কমনওয়েলথ হেভিওয়েট খেতাব জয় করার পর বাগনার রাতারাতি তারকা হয়ে উঠেছিলেন। ২০০৯ সালে তিনি 'আই অ্যাম সেলেব'-এও এসেছিলেন।

লড়েছিলেন মহম্মদ আলির বিরুদ্ধে

প্রসঙ্গত, কিংবদন্তী বক্সার মহম্মদ আলির বিপক্ষেও দু'বার বক্সিং রিংয়ে নেমেছিলেন বাগনার। প্রথমবার ১৯৭৩ সালে লাস ভেগাসে এবং তারপর ১৯৭৫ সালে কুয়ালালামপুরে। দ্বিতীয়বার তো ১৫ রাউন্ডের বাউট পর্যন্ত লড়াই চলেছিল।

যাইহোক দু'বারই বাগনার বিচারকদের সর্বসম্মত সিদ্ধান্তে হেরে গিয়েছিলেন।

Advertisment

মহম্মদ আলির বিরুদ্ধে প্রথমবার পরাজয়ের পর বাগনার আবার জো ফ্রেজিয়ারের কাছেও পরাস্ত হয়েছিল। এই ম্য়াচটি লন্ডনের আর্লস কোর্টে আয়োজন করা হয়েছিল।

New Rule For Cricketer Death: ভারতীয় ক্রিকেটারদের নিয়ে বড় সিদ্ধান্ত, মৃতদের পরিবারকে দেওয়া হবে ১ লাখ টাকা!

তবে ১৯৭১ সালে হাঙ্গেরিয়ার এই ব্রিটিশ-অস্ট্রেলিয়ান বংশোদ্ভুত বক্সার হেনরি কুপারকে পরাস্ত করেছিলেন। আর সেইসঙ্গে হয়েছিলেন ব্রিটিশ, ইউরোপিয়ান এবং কমনওয়েলথ চ্যাম্পিয়ন।

এই সাফল্যের দু'মাস পর জারগেন ব্লিনের বিরুদ্ধে লড়াইয়ে নামেন। সেখানে তিনি ইউরোপিয়ান হেভিওয়েট খেতাব ধরে রাখেন। এরপর সেপ্টেম্বর মাসে আবারও জ্য়াক বোডেলের কাছে তিনি পরাস্ত হল।

Cricketer Death: মর্মান্তিক! ছক্কা হাঁকিয়েই সব শেষ, মৃত্যুর কোলে ঢলে পড়লেন তরুণ ক্রিকেটার

ব্রিটিশ বক্সিং বোর্ড নিশ্চিত করেছে খবর

ব্রিটিশ বক্সিং বোর্ডের পক্ষ থেকে ইতিমধ্যে বাগনারের মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে। পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী মেলোডি এবং তিন সন্তান।

একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, 'অত্যন্ত দুঃখের সঙ্গে একথা জানানো হচ্ছে যে প্রাক্তন ব্রিটিশ, ইউরোপিয়ান এবং কমনওয়েলথ হেভিওয়েট চ্যাম্পিয়ন তথা বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রতিযোগী জো বাগনার মারা গিয়েছে। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে আয়োজিত নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।'

Australian Cricketer Death: অস্ট্রেলিয়া ক্রিকেটে নক্ষত্র পতন, চিরনিদ্রার দেশে বিশ্বকাপজয়ী ক্রিকেটার

সঙ্গে ওই বিবৃতিতে আরও যোগ করা হয়েছে, 'ব্রিটিশ বক্সিং বোর্ডের পক্ষ থেকে জো'র পরিবারকে এই কঠিন সময়ে গভীর সমবেদনা জানানো হচ্ছে।'

আর্নি শেভারসের মতো বক্সারের বিরুদ্ধেও লড়াই করেছেন বাগনার। বক্সিং রিংয়ে তিনি ভবিষ্যতের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রাঙ্ক ব্রুনোর বিরুদ্ধেও নেমেছিলেন। গোটা কেরিয়ারে জো বাগনার ৬৯ ম্যাচে জয়লাভ করেছেন। এছাড়া ৪১ নকআউট, ১৩ পরাজয় এবং একটি ড্রয়ের সাক্ষী হয়েছিলেন তিনি।

Joe Bugner Death