Jorge Costa Passed Away: ছিল মোরিনহোকে 'না' বলার দুঃসাহস! হার্ট অ্যাটাকে মৃত্যু তারকা ফুটবলারের

Jorge Costa death: আইরিশ সান পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, অলিভালে অবস্থিত পোর্টো-র ট্রেনিং সেন্টারে আচমকা হৃদরোগে আক্রান্ত হন জর্জ কোস্টা। গুরুতর অবস্থায় তাঁকে সাও জোয়াও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Jorge Costa death: আইরিশ সান পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, অলিভালে অবস্থিত পোর্টো-র ট্রেনিং সেন্টারে আচমকা হৃদরোগে আক্রান্ত হন জর্জ কোস্টা। গুরুতর অবস্থায় তাঁকে সাও জোয়াও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

author-image
IE Bangla Sports Desk
New Update
Jorge Costa

জর্জ কোস্টা এবং হোসে মরিনহো

Jorge Costa: বিশ্ব ফুটবল আজ শোকস্তব্ধ। হৃদরোগে আক্রান্ত হয়ে আচমকা মারা (Footballer Death) গিয়েছে এফসি পোর্টো-র প্রাক্তন অধিনায়ক জর্জ কোস্টা। ২০০৪ সালে হোসে মরিনহো (Jose Mourinho) যেবার চ্যাম্পিয়ন্স লিগের খেতাব জয় করল, সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। জানা গিয়েছে, মঙ্গলবার (৫ অগাস্ট) অলিভালে অবস্থিত পোর্টো-র ট্রেনিং সেন্টারে আচমকা হৃদরোগে আক্রান্ত হন তিনি। বয়স হয়েছিল মাত্র ৫৩ বছর।

Advertisment

Footballer Death: আচমকা হার্ট অ্যাটাকেই শেষ সবকিছু, না ফেরার দেশে কিংবদন্তী ফুটবলার

গোটা ফুটবল বিশ্ব আপাতত শোকের সাগরে ডুবতে বসেছে। ইতিমধ্যে মরিনহোর একটি পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। কোস্টার মধ্যে একটা বিরল এবং অপ্রতিরোধ্য নেতৃত্ব গুণ ছিল। সেটাকেই আসলে তুলে ধরতে চেয়েছিলেন মরিনহো।

Advertisment

'বাইরে দাঁড়ান', হোসে মরিনহোকে স্পষ্ট বলেছিলেন জর্জ কোস্টা

এই ভিডিও ক্লিপে হোসে মরিনহো এমন একটি ম্য়াচের কথা উল্লেখ করছেন, যেখানে তাঁর দল বেলেনেনসেসের বিরুদ্ধে হাফটাইমে ২-০ গোলে পিছিয়ে ছিল। তো, এই ফলাফল দেখে মরিনহো রেগেমেগে ফায়ার হয়ে ছিলেন। ঝড়ের গতিতে এগিয়ে আসছিলেন লকার রুমের দিকে। মনে মনে ঠিক করেছিলেন, ফুটবলারদের যা নয় তাই বলবেন। 

Footballer Death News: মাত্র ২৮-য়েই থামল পথচলা, মৃত ফুটবলারের জন্য 'মানবিক সিদ্ধান্ত' নিল ক্লাব কর্তৃপক্ষ

কিন্তু, দরজার বাইরে জর্জ কোস্টা তাঁকে থামিয়ে দেন। কিংবদন্তী ফুটবল কোচ হোসে মরিনহোকে কোস্টা বলেন, '২ মিনিট বাইরে দাঁড়ান।' এরপর তিনি নিজের ঘরের ভিতর ঢুকে যান এবং দরজাটা বন্ধ করে দেন। ফুটবলারদের উপর নিজেই চিৎকার চেঁচামেচি করেন। কিছুক্ষণ পর দরজাটা খুলে দেন কোস্টা। বলেন, 'এবার আমাদের কোচ বলবেন।'

দেখে নিন ভিডিও:

মজার ব্যাপার হল, এই ম্য়াচে পোর্টো ৩-২ গোলে জয়লাভ করেছিল। আর দলের সেন্টার-ব্যাক কোস্টা নিজে ২ গোল করেছিলেন।

Footballer Death: মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন তারকা ফুটবলার, আজও বুকফাটা আর্তনাদ শোনা যায় ভারতীয় সমর্থকদের

পরবর্তীকালে এই ব্যাপারে কথা বলতে গিয়ে মরিনহো বলেছিলেন, 'ও শুধুমাত্র একজন ক্যাপ্টেন নয়, একজন সত্যিকারের লিডার।' সঙ্গে তিনি আরও যোগ করেছিলেন, একজন ক্যাপ্টেন এবং লিডারের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। 'লিডারকে কোনওদিন অর্থ দিয়ে কেনা সম্ভব নয়। ওঁদের কখনও তৈরিও করা যায় না। কিন্তু, একটা দলে যদি এমন ফুটবলার থাকে, তাহলে সেই দলটা বাকিদের থেকে এক কদম এগিয়ে থাকবে।'

Footballer Death: আত্মঘাতী গোলই কাড়ল প্রাণ, গুলিতে ঝাঁঝরা তারকা ফুটবলার

৫৩ বছর বয়সে মারা গেলেন জর্জ কোস্টা

আইরিশ সান পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, অলিভালে অবস্থিত পোর্টো-র ট্রেনিং সেন্টারে আচমকা হৃদরোগে আক্রান্ত হন জর্জ কোস্টা। গুরুতর অবস্থায় তাঁকে সাও জোয়াও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

ওই প্রতিবেদনে আরও যোগ করা হয়েছে, সকাল থেকেই কোস্টা শারীরিক অস্বস্তি অনুভব করছিলেন। অ্যাম্বুলেন্স আসার আগে পর্যন্ত ক্লাবের চিকিৎসকরাই তাঁর দেখভাল করছিলেন।

Jose Mourinho Footballer Death Jorge Costa