New Update
/indian-express-bangla/media/media_files/2025/08/06/jorge-costa-2025-08-06-01-01-38.jpg)
জর্জ কোস্টা এবং হোসে মরিনহো
Jorge Costa death: আইরিশ সান পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, অলিভালে অবস্থিত পোর্টো-র ট্রেনিং সেন্টারে আচমকা হৃদরোগে আক্রান্ত হন জর্জ কোস্টা। গুরুতর অবস্থায় তাঁকে সাও জোয়াও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জর্জ কোস্টা এবং হোসে মরিনহো
Jorge Costa: বিশ্ব ফুটবল আজ শোকস্তব্ধ। হৃদরোগে আক্রান্ত হয়ে আচমকা মারা (Footballer Death) গিয়েছে এফসি পোর্টো-র প্রাক্তন অধিনায়ক জর্জ কোস্টা। ২০০৪ সালে হোসে মরিনহো (Jose Mourinho) যেবার চ্যাম্পিয়ন্স লিগের খেতাব জয় করল, সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। জানা গিয়েছে, মঙ্গলবার (৫ অগাস্ট) অলিভালে অবস্থিত পোর্টো-র ট্রেনিং সেন্টারে আচমকা হৃদরোগে আক্রান্ত হন তিনি। বয়স হয়েছিল মাত্র ৫৩ বছর।
Footballer Death: আচমকা হার্ট অ্যাটাকেই শেষ সবকিছু, না ফেরার দেশে কিংবদন্তী ফুটবলার
গোটা ফুটবল বিশ্ব আপাতত শোকের সাগরে ডুবতে বসেছে। ইতিমধ্যে মরিনহোর একটি পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। কোস্টার মধ্যে একটা বিরল এবং অপ্রতিরোধ্য নেতৃত্ব গুণ ছিল। সেটাকেই আসলে তুলে ধরতে চেয়েছিলেন মরিনহো।
এই ভিডিও ক্লিপে হোসে মরিনহো এমন একটি ম্য়াচের কথা উল্লেখ করছেন, যেখানে তাঁর দল বেলেনেনসেসের বিরুদ্ধে হাফটাইমে ২-০ গোলে পিছিয়ে ছিল। তো, এই ফলাফল দেখে মরিনহো রেগেমেগে ফায়ার হয়ে ছিলেন। ঝড়ের গতিতে এগিয়ে আসছিলেন লকার রুমের দিকে। মনে মনে ঠিক করেছিলেন, ফুটবলারদের যা নয় তাই বলবেন।
কিন্তু, দরজার বাইরে জর্জ কোস্টা তাঁকে থামিয়ে দেন। কিংবদন্তী ফুটবল কোচ হোসে মরিনহোকে কোস্টা বলেন, '২ মিনিট বাইরে দাঁড়ান।' এরপর তিনি নিজের ঘরের ভিতর ঢুকে যান এবং দরজাটা বন্ধ করে দেন। ফুটবলারদের উপর নিজেই চিৎকার চেঁচামেচি করেন। কিছুক্ষণ পর দরজাটা খুলে দেন কোস্টা। বলেন, 'এবার আমাদের কোচ বলবেন।'
🎙️ José Mourinho on the difference between a captain and a leader. 👏
— Football Tweet ⚽ (@Football__Tweet) October 10, 2022
Wait for the stray bullet at the end of the conversation..
Who do you think he's talking about? 🤔pic.twitter.com/tF7VUETw5h
মজার ব্যাপার হল, এই ম্য়াচে পোর্টো ৩-২ গোলে জয়লাভ করেছিল। আর দলের সেন্টার-ব্যাক কোস্টা নিজে ২ গোল করেছিলেন।
পরবর্তীকালে এই ব্যাপারে কথা বলতে গিয়ে মরিনহো বলেছিলেন, 'ও শুধুমাত্র একজন ক্যাপ্টেন নয়, একজন সত্যিকারের লিডার।' সঙ্গে তিনি আরও যোগ করেছিলেন, একজন ক্যাপ্টেন এবং লিডারের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। 'লিডারকে কোনওদিন অর্থ দিয়ে কেনা সম্ভব নয়। ওঁদের কখনও তৈরিও করা যায় না। কিন্তু, একটা দলে যদি এমন ফুটবলার থাকে, তাহলে সেই দলটা বাকিদের থেকে এক কদম এগিয়ে থাকবে।'
Footballer Death: আত্মঘাতী গোলই কাড়ল প্রাণ, গুলিতে ঝাঁঝরা তারকা ফুটবলার
আইরিশ সান পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, অলিভালে অবস্থিত পোর্টো-র ট্রেনিং সেন্টারে আচমকা হৃদরোগে আক্রান্ত হন জর্জ কোস্টা। গুরুতর অবস্থায় তাঁকে সাও জোয়াও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ওই প্রতিবেদনে আরও যোগ করা হয়েছে, সকাল থেকেই কোস্টা শারীরিক অস্বস্তি অনুভব করছিলেন। অ্যাম্বুলেন্স আসার আগে পর্যন্ত ক্লাবের চিকিৎসকরাই তাঁর দেখভাল করছিলেন।