/indian-express-bangla/media/media_files/2025/04/19/UTOMzVamukQ7jKomCGFW.jpg)
৯৭ রানে অপরাজিত রইলেন জস বাটলার
Jos Buttler: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ঘরের মাঠে ৫ উইকেটে জয়লাভ করেছে গুজরাট টাইটান্স (Gujarat Titans)। শনিবার (১৯ এপ্রিল) অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) এই ম্য়াচ আয়োজন করা হয়েছিল। তবে ম্যাচের শেষে প্রচারের যাবতীয় আলো কেড়ে নিলেন গুজরাটের তারকা ব্যাটার জস বাটলার। এই ম্য়াচে ৯৭ রানে অপরাজিত থাকেন তিনি।
ম্য়াচের শেষ ওভারে দরকার ছিল ১০ রান। মিচেল স্টার্কের (Mitchell Starc) সামনে দাঁড়িয়ে রাহুল তেওয়াটিয়া (Rahul Tewatia)। উলটোদিকে তখন ৯৭ রানে দাঁড়িয়ে বাটলার। অপেক্ষা করছেন শতরানের। শনিবারের ম্য়াচে যদি সেঞ্চুরিটা করতে পারতেন, তাহলে আইপিএল টুর্নামেন্টে অষ্টম শতরানের মালিক হতেন তিনি। এই পরিস্থিতিতে অনেকেই আশা করেছিলেন, প্রথম বলেই হয়ত সিঙ্গল নিয়ে বাটলারকে স্ট্রাইক দেবেন রাহুল। কারণ বাটলার যে মেজাজে ব্য়াট করছিলেন, নিঃসন্দেহে এই ম্য়াচটা তিনি জেতাতে পারতেন। সিঙ্গল নিলেও পরিসংখ্যান দাঁড়াত ৯ বলে ৫ রান।
এই পরিস্থিতিতে ওভারের প্রথম বলেই বিশাল একটা ছক্কা হাঁকালেন রাহুল তেওয়াটিয়া। ডিপ মিড উইকেটের উপর দিয়ে বলটা যখন বাউন্ডারির বাইরে বেরিয়ে যাচ্ছিল, সেইসময় কার্যত শূন্য চোখে তা তাকিয়ে দেখছিলেন স্টার্ক। বিশ্বের বাঘা-বাঘা ব্যাটারদের যিনি শায়েস্তা করেছেন, রাহুলের মতো একজন তরুণ ব্যাটার যে প্রথম বলেই তাঁকে ওভার বাউন্ডারি হাঁকাবেন, সেটা যেন বিশ্বাসই করতে পারছিলেন না। এর ঠিক উলটো ছবিটা দেখতে পাওয়া গেল জস বাটলারের মুখে। তিনি বরং রাহুলকে পরামর্শ দেন, সুযোগ পেলে ম্য়াচটা জিতিয়ে মাঠ ছাড়ার জন্য। সেক্ষেত্রে তাঁর শতরানের তোয়াক্কা না করলেও চলবে!
কিন্তু, সব পরামর্শ যে অক্ষরে-অক্ষরে পালন করতে হবে, এমন কথা তো আর কোথাও লেখা নেই। ওই ছক্কা হাঁকানোর পর গুজরাটের সামনে জয়ের জন্য ৫ বলে মাত্র ৪ রান দরকার ছিল। এই পরিস্থিতিতেও যদি একটা সিঙ্গল নিয়ে স্ট্রাইকটা রোটেট করতেন রাহুল, তাহলেও সেঞ্চুরিটা করে ফেলতেন বাটলার। কিন্তু, ওই যে কপাল! দ্বিতীয় ডেলিভারিটা ইয়র্ক করেন স্টার্ক। বলটা রাহুলের ব্যাটে ভিতরের কানা লাগে। আর বলটা বিদ্যুৎ গতিতে বাউন্ডারির বাইরে বেরিয়ে যায়। আর সেইসঙ্গে অধরা থাকে বাটলারের শতরান।
অনেকেই বলছেন, বাটলার শতরান মিস করলেও ক্রিকেট সমর্থকদের হৃদয় জয় করেছেন। গুজরাট টাইটান্স জয়লাভের পর যেভাবে তিনি রাহুলের দিকে দৌড়ে আসেন, সেখানে সেঞ্চুরি হাতছাড়া করার কোনও আক্ষেপ দেখতে পাওয়া যায়নি। দৌড়ে এসে জড়িয়ে ধরেন রাহুলকে। ব্যক্তিগত স্বার্থের তুলনায় দলের জয়টা যে কতখানি গুরুত্বপূর্ণ, সেটা আরও একবার প্রমাণ করে দেন। সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
Jos Buttler: জস ইজ দ্য বস, বেঙ্গালুরুকে একাই দুরমুশ করলেন বাটলার
দেখুন সেই ভিডিও:
Jos Buttler brother, Rajasthan Royals miss you a lot. You left it wrong pic.twitter.com/4bZc3nBMNx
— Devilal Bangra (@devilalbangra3) April 19, 2025
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গুজরাট টাইটান্স টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। নির্ধারিত ২০ ওভারে তারা ৮ উইকেট হারিয়ে ২০৩ রান তোলে। তবে গুজরাট টাইটান্স ৪ বল বাকি থাকতেই সাত উইকেটে এই ম্য়াচটা নিজেদের পকেটে পুরে নেয়। আর সেইসঙ্গে পয়েন্টস টেবিলের শীর্ষস্থানেও তারা উঠে এসেছে।