Jose Ramirez Barreto: সবুজ তোতার জন্মদিনে বিশেষ শুভেচ্ছা, এক পোস্টেই মেরিনার্সদের হৃদয় জিতলেন রবিনহো

Jose Ramirez Barreto: একটা সময় মোহনবাগান শিবিরে কান পাতলে দুটো লাইন হামেশাই শুনতে পাওয়া যেত। 'শীত-গ্রীষ্ম-বর্ষা, ব্যারেটোই আমাদের ভরসা।' তাঁর খেলা চাক্ষুষ করার জন্য বাংলার দুর-দুরান্ত থেকে সমর্থকরা দৌড়ে আসতেন।

Jose Ramirez Barreto: একটা সময় মোহনবাগান শিবিরে কান পাতলে দুটো লাইন হামেশাই শুনতে পাওয়া যেত। 'শীত-গ্রীষ্ম-বর্ষা, ব্যারেটোই আমাদের ভরসা।' তাঁর খেলা চাক্ষুষ করার জন্য বাংলার দুর-দুরান্ত থেকে সমর্থকরা দৌড়ে আসতেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Jose Barreto and Robson Robinho

হোসে ব়্যামিরেজ ব্যারেটো

Jose Ramirez Barreto: একটা সময় মোহনবাগান শিবিরে কান পাতলে দুটো লাইন হামেশাই শুনতে পাওয়া যেত। 'শীত-গ্রীষ্ম-বর্ষা, ব্যারেটোই আমাদের ভরসা।' তাঁর খেলা চাক্ষুষ করার জন্য বাংলার দুর-দুরান্ত থেকে সমর্থকরা দৌড়ে আসতেন। কখনও যুবভারতী স্টেডিয়ামে, কখনও আবার মোহনবাগান মাঠে। আজ সময় বদলেছে। কর্পোরেটের আভিজাত্যে মুড়ে ফেলা হয়েছে মোহনবাগানীদের আবেগ। কিন্তু, ব্যারেটোর প্রতি মেরিনার্সদের ভালবাসা আজও অকৃত্রিম, অবিনশ্বর। বুধবার (৩ সেপ্টেম্বর) এই ব্রাজিলিয়ান ফুটবলার ৪৯ বছর বয়সে পা দিয়েছেন। আর সবুজ-তোতার জন্মদিনে শুভেচ্ছার বন্যা বইয়ে দিচ্ছেন সবুজ-মেরুন সমর্থকরা।

Advertisment

Robson Robinho Mohun Bagan: কলকাতায় পা রাখলেন রবসন, উচ্ছ্বসিত মোহনবাগান সমর্থকরা

ব্যারেটোর জন্মদিনে মোহনবাগান সুপার জায়ান্ট ক্লাবের (Mohun Bagan Super Giant) পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। আর শুভেচ্ছাবার্তায় লেখা হয়েছে, 'শুভ জন্মদিন স্বপ্নের জাদুকর, আমাদের সবুজ তোতা। আমাদের প্রিয় - হোসে ব়্যামিরেজ ব্যারেটো।' আলাদা করে বলার দরকার নেই যে এই পোস্টটি চোখের নিমেষে ভাইরাল হয়ে গিয়েছে। আসতে শুরু করেছে কমেন্টের বন্যাও। তবে শুভেচ্ছার ভিড়ে একটি কমেন্ট সকলেরই নজর কেড়েছে। নজর কাড়ারই কথা! কারণ শুভেচ্ছা বার্তাটি বাগানের নতুন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন রবিনহোর (Robson Robinho)।

Advertisment

Mohun Bagan Super Giant: বাগানে ফের ফুটল ফুল, পাঠচক্রের বিরুদ্ধে দুরন্ত জয় মেরিনার্সদের

তিনি লিখেছেন, 'শুভ জন্মদিন হোসে ব়্যামিরেজ ব্যারেটো। আগামী জীবনের জন্য আন্তরিক শুভেচ্ছা জানাই।' এই একটা কমেন্টই ইতিমধ্যে মেরিনার্সদের হৃদয় জয় করেছে। কেউ লিখেছেন, 'এবার তোমার সময়। সমস্ত উজাড় করে দিও।' কেউ আবার লিখেছেন, 'এবার তোমার পালা। বাগানের সাম্বা ঐতিহ্যকে এগিয়ে নিয়ে চলো।' অনেকে তাঁকে ইতিমধ্যে মোহনবাগানের নতুন 'ম্যাজিশিয়ন' বলতে শুরু করেছেন।

দেখে নিন শুভেচ্ছা বার্তা:

Robinho Wishes Barreto

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ১৯৯৯ সালে হোসে ব়্যামিরেজ ব্যারেটো মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবে যোগ দিয়েছেন। ২০০৬ সালে মাহিন্দ্রা ইউনাইটেড থেকে তিনি আবারও মোহনবাগানে ফিরে আসেন। সেইসময় ভারতীয় ফুটবলে কার্যত রেকর্ড কায়েম করে ৬০ লাখ টাকা ট্রান্সফার ফি দিয়েছিল মোহনবাগান।

Mohun Bagan Super Giant: বেহালায় বাজল বিষাদের সুর, পাঁচ গোলের মালা পরিয়ে জয় মোহনবাগানের

২০১২ সালের ৬ মে মোহনবাগানের হয়ে শেষ ম্য়াচ খেলেছিলেন তিনি। আই-লিগের অন্তিম রাউন্ডে তিনি পুনে এফসি-র বিরুদ্ধে খেলেছিলেন। মেরিনার্স ব্রিগেডের হয়ে তিনি মোট ৩৯৮ ম্য়াচ খেলেছিলেন। উল্লেখ্য, জাতীয় ফুটবল লিগ কিংবা আই-লিগে ব্যারেটো মোট ১০১ গোল করেছিলেন। এরমধ্যে ৯৪ গোল করেছিলেন মোহনবাগানের হয়েই। এর পাশাপাশি ফেডারেশন কাপেও তিনি সর্বাধিক গোলদাতার (২৭ গোল) তকমা অর্জন করেছিলেন।

Mohun Bagan Super Giant Robson Robinho Jose Ramirez Barreto