/indian-express-bangla/media/media_files/2025/08/24/mohun-bagan-super-giant-8-2025-08-24-19-00-24.jpg)
বিএসএস-এর বিরুদ্ধে দুর্দান্ত জয়লাভ করল মোহনবাগান সুপার জায়ান্ট
Mohun Bagan Super Giant: কলকাতা ফুটবল লিগে (CFL 2025-26) আবারও চেনা ছন্দে দেখতে পাওয়া গেল মোহনবাগান সুপার জায়ান্টকে। রবিবার বেহালা এসএস ক্লাবের বিরুদ্ধে খেলতে নেমেছিল সবুজ-মেরুন ব্রিগেড। নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে আয়োজিত এই ম্য়াচে ডেগি কার্ডেজোর দল ৫-২ গোলে জয়লাভ করেছে। এই জয়ের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করলেন শিবম মুণ্ডা। তিনি এই ম্যাচে হ্যাটট্রিক করলেন।
Mohun Bagan Super Giant: 'সিগন্যাল এবার মানতে হবে...', বাঘা ডিফেন্ডার আসতেই উচ্ছ্বাস বাগান শিবিরে
রবিবাসরীয় ম্য়াচের শুরু থেকেই একেবারে আক্রমণাত্মক মেজাজে মাঠে নেমেছিল মেরিনার্সরা। প্রথমার্ধে তারা বেহালা এসএস ক্লাবকে যথেষ্ট চাপে রাখে। ম্যাচের ২৯ মিনিটে বাগানের হয়ে গোলের দরজা খুলে দেন শিবম। এরপর ৪১ মিনিটে দ্বিতীয় গোলটাও তাঁর পা থেকেই বেরিয়ে আসে। তবে এই দ্বিতীয় গোলের ক্ষেত্রে আলাদা করে নজর কাড়লেন তিনি। একেবারে কর্নার থেকে সোজা বলটা বিপক্ষের জালে জড়িয়ে যায়। ফুটবলের পরিভাষায় এমন গোলকে 'অলিম্পিকো' বলা হয়ে থাকে। কলকাতা ফুটবল লিগ সাক্ষী থাকল এমন বিশ্বমানের গোলের। যাইহোক, ম্য়াচের প্রথমার্ধে মোহনবাগান ২-০ গোলে এগিয়ে মাঠ ছাড়ে।
সবুজ-মেরুন ব্রিগেড এই ম্য়াচটা যতটা সহজে জিতবে বলে মনে করেছিল, দ্বিতীয়ার্ধের শুরুতে কিছুটা হলেও রং ফিকে হয়ে যায়। ৪৯ মিনিটে বেহালা এসএস ক্লাবের হয়ে প্রথম গোলটা শোধ করেন রোমিন গোলদার। ঠিক পরের মিনিটেই এই ম্যাচে সমতা ফেরান তুহিন পোড়েল। ২-২ গোলে ম্যাচে সমতা ফিরলেও দমে যায়নি মোহনবাগান। ফের জ্বলে উঠলেন শিবম। ৫৪ মিনিটে তাঁর পা থেকে বাগানের তৃতীয় গোলটি বেরিয়ে আসে। আর সেইসঙ্গে শিবম তাঁর হ্যাটট্রিক পূরণ করলেন। এরপর মোহনবাগানকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। ৬৩ মিনিটে বাগানে চতুর্থ ফুল ফোটালেন আদিত্য অধিকারী। আর একেবারে শেষবেলায় ফাইভ স্টার গোলটি এল ৮৯ মিনিটে। শেষপর্যন্ত মোহনবাগান সুপার জায়ান্ট এই ম্যাচে ৫-২ গোলে হেসেখেলে জিতল।
East Bengal vs Mohun Bagan Highlights: মশালের আগুনের ছারখার সাধের বাগান, ডার্বির রং লাল-হলুদ
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত ম্যাচে সুরুচি সংঘের বিরুদ্ধে ড্র করেছিল সবুজ-মেরুন ব্রিগেড। তা নিয়ে অবশ্য কম সমালোচনা হয়নি। এমনকী, ডেগি কার্ডেজোর রণনীতি নিয়েও অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন। শেষপর্যন্ত আবারও জয়ের সরণীতে ফিরে সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন বাগান কোচ। ম্যাচের শেষে হ্যাটট্রিকের মালিক শিবম মুন্ডা বললেন, 'মোহনবাগানের জন্য নিজের সেরাটা দিতে পেরেছি। দলের জয়ে সাহায্য করতে পেরেছি। এটা ভেবেই ভাল লাগছে। তবে আমাকে নিজের পারফরম্য়ান্স আরও উন্নত করতে হবে। এরপর ধীরে ধীরে মোহনবাগানের সিনিয়র দলে নিজেকে নিয়ে যেতে চাই। এবার আমরা প্রত্যেকটা ম্য়াচ ধরে ধরে এগোতে চাই।'