/indian-express-bangla/media/media_files/2025/08/30/mohun-bagan-vs-pathachakra-2025-08-30-18-39-22.jpg)
পাঠচক্রের বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন করণ রাই
Mohun Bagan Super Giant: চলতি কলকাতা ফুটবল লিগে আবারও জয়ের সরণীতে ফিরল মোহনবাগান সুপার জায়ান্ট। শনিবার (৩০ অগাস্ট) পাঠচক্রের বিরুদ্ধে তারা খেলতে নেমেছিল। নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে আয়োজিত এই ম্য়াচে মেরিনার্সরা ৫-২ গোলে জয়লাভ করল। আপাতত মোহনবাগান সিএফএল (CFL 2025-26) পয়েন্টস টেবিলে পঞ্চম স্থানে উঠে এসেছে। কিন্তু, মেসারার্স ম্য়াচের ভাগ্য এখনও পর্যন্ত নির্ধারিত হয়নি। এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গল এফসি এই টুর্নামেন্টে সুপার সিক্সের টিকিট কনফার্ম করে ফেললেও, বাগানের ভাগ্য আপাতত ঝুলেই রইল।
এবার ম্য়াচের কথায় আসা যাক। গ্রুপ পর্বের শেষ খেলায় শুরু থেকেই আক্রমণের মেজাজে দেখতে পাওয়া গেল মোহনবাগান সুপার জায়ান্টকে। ৬ মিনিটের মাথায় পাসাং দোরজি তামাংয়ের গোল থেকে লিড পায় মোহনবাগান সুপার জায়ান্ট। যদি ১৫ মিনিটের মধ্যে সেই গোল পাঠচক্র পরিশোধ করে দেয়। ২৪ মিনিটে বাগানকে ২-১ গোলে এগিয়ে দিলেন করণ রাই। প্রথমার্ধের একেবারে শেষবেলায় বাগানের হয়ে ব্যবধান বাড়ালেন পীষূষ।
Mohun Bagan Super Giant: বেহালায় বাজল বিষাদের সুর, পাঁচ গোলের মালা পরিয়ে জয় মোহনবাগানের
হ্যাটট্রিক করণ রাইয়ের
ম্য়াচের দ্বিতীয়ার্ধেও বাগানের আক্রমণের ঝাঁঝ অব্যাহত থাকে। প্রথমে ৪৮ মিনিটে এবং তারপর ৬৫ মিনিটে পরপর দুটো গোল করলেন করণ রাই। আর সেইসঙ্গে নিজের হ্যাটট্রিক পূরণ করেন তিনি। এরপর ম্যাচের ৬৯ মিনিটে কিছুটা হলেও সম্মান বাঁচায় পাঠচক্র। একটা গোল তারা শোধ করে। কিন্তু, ম্যাচের ফলাফল তাতে একেবারেই বদলায়নি। অবশেষে ৫-২ গোলে হই-হই করে জয়লাভ করে মোহনবাগান।
Mohun Bagan Super Giant: 'সিগন্যাল এবার মানতে হবে...', বাঘা ডিফেন্ডার আসতেই উচ্ছ্বাস বাগান শিবিরে
ঝুলে মেসারার্স ম্যাচের ভাগ্য
গত ম্য়াচে ডেগি কার্ডেজোর দল ক্যালকাটা কাস্টমসের কাছে হেরে গিয়েছিল। তা নিয়ে অবশ্য কম সমালোচনা হয়নি। শেষপর্যন্ত পাঠচক্রকে পাঁচ গোলের মালা পরিয়ে সমালোচকদের যোগ্য জবাব দিল মোহনবাগান। কিন্তু, মেসারার্স ম্যাচটাই আপাতত বাগানের গলায় কাঁটা হয়ে বিঁধে থাকল। প্রসঙ্গত, গত ১৩ অগাস্ট মেসারার্সের বিরুদ্ধে দল নামায়নি সবুজ-মেরুন ব্রিগেড। বাগান ম্য়ানেজমেন্টের দাবি ছিল, ডুরান্ড কাপে ফুটবলাররা অংশগ্রহণ করছে বলে কলকাতা ফুটবল লিগের ওই বিশেষ ম্য়াচ খেলতে পারবে না। এরপর মেসারার্স দল মাঠে এলেও, দেখা মেলেনি বাগান ফুটবলারদের। আপাতত মোহনবাগান ১০ ম্য়াচে ১৭ পয়েন্ট সংগ্রহ করেছে।