/indian-express-bangla/media/media_files/2025/09/01/robson-robinho-2025-09-01-08-58-13.jpg)
কলকাতায় পা রাখলেন রবসন রবিনহো
Robson Robinho: জল্পনা অনেকদিন ধরেই চলছিল। কিন্তু কবে যে তিনি কলকাতায় আসবেন, তা নিয়ে অপেক্ষার পারদ ক্রমশ উর্ধ্বমুখী হচ্ছিল। অবশেষে তিনি এলেন। কলকাতায় পা রাখলেন ব্রাজিলিয়ান ফুটবলার রবসন রবিনহো। তাঁকে দেখা মাত্রই মোহনবাগান (Mohun Bagan Super Giant) সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের জোয়ার বইতে শুরু করেছে।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, একটা সময় ব্রাজিলিয়ান সিরি এ ক্লাবের জার্সিতে খেলেছেন রবসন। তবে সম্প্রতি রবিনহো ইসি আগুয়া স্যান্টা (এসপি) ক্লাবের হয়ে খেলছিলেন। সাও পাওলোর এই ক্লাবটি তৃতীয় ডিভিশনে ফুটবল খেলে। সেখান থেকেই এবার মোহনবাগান সুপার জায়ান্ট দলে যোগ দিয়েছেন তিনি। সূত্রের খবর, কলকাতার এই শতাব্দী প্রাচীন ফুটবল ক্লাবের সঙ্গে নাকি তাঁর ২ বছরের চুক্তি হয়েছে।
Mohun Bagan Super Giant: বাগানে ফের ফুটল ফুল, পাঠচক্রের বিরুদ্ধে দুরন্ত জয় মেরিনার্সদের
কলকাতায় পা রাখলেন রবসন
যাইহোক, সোমবার সকাল ৮ বেজে ১৫ মিনিটে কলকাতায় আসার কথায় ছিল রবসনের। নির্ধারিত সময়েই বিমান এসে পৌঁছয়। সাড়ে আটটা নাগাদ তিনি বিমানবন্দরের বাইরে বেরিয়ে আসেন। সপ্তাহের প্রথম দিন হলেও রবসনকে অভ্যর্থনা জানানোর জন্য বেশ কয়েকজন বাগান সমর্থক বিমানবন্দরে উপস্থিত ছিলেন। তাঁর গায়ে কালো রংয়ের একটি টি-শার্ট ছিল। পুষ্পস্তবক দিয়ে তাঁকে স্বাগত জানানো হয়। এরপর রবসনও মোহনবাগান সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিনন্দন কুড়িয়ে নেন।
বসুন্ধরা কিংসের হয়ে রবসনের পারফরম্য়ান্স
বাংলাদেশের এই ফুটবল দলের হয়ে রবসন রবিনহো মোট সাতটি ট্রফি জয় করেছেন। ৯৭ ম্য়াচে তিনি মোট ৬৪ গোল করেছেন। এর পাশাপাশি ৪৯ গোলের ক্ষেত্রে অ্যাসিস্টও করেছেন তিনি।
Mohun Bagan Super Giant: 'সিগন্যাল এবার মানতে হবে...', বাঘা ডিফেন্ডার আসতেই উচ্ছ্বাস বাগান শিবিরে
কয়েকদিন আগে রবসন বলেছিলেন, 'ইতিপূর্বে আমি মোহনবাগানের বিরুদ্ধে খেলেছি। সেইসময় আমি বসুন্ধরা কিংসের হয়ে খেলতাম। আমি তখনই জানতাম যে ভারতের সফলতম ক্লাব হল এই মোহনবাগান। ওই ম্য়াচে আমি কেমন খেলেছিলাম, আশা করি, সকলেই সেটা মনে রেখেছেন। আশা করছি, এবারও তেমনই সাফল্য অর্জন করতে পারব। আপাতত অপেক্ষা করুন এবং দেখতে থাকুন।'
Mohun Bagan Super Giant: বেহালায় বাজল বিষাদের সুর, পাঁচ গোলের মালা পরিয়ে জয় মোহনবাগানের
একটা ব্যাপার আপনাদের মনে রাখতে হবে, রবসন যখন বসুন্ধরা কিংসের হয়ে খেলতেন, সেইসময় বাংলাদেশের এই ফুটবল ক্লাবটির কোচ ছিলেন অস্কার ব্রুজোঁ। অস্কার এখন ইস্টবেঙ্গল এফসি-র হেড স্যার। শোনা যায়, তিনি নাকি আপ্রাণ চেষ্টা করেছিলেন, ব্রাজিলের এই ফুটবল তারকা যেন লাল-হলুদ ব্রিগেডেই সই করেন। কিন্তু, শেষপর্যন্ত যাবতীয় আশঙ্কাকে দুরে সরিয়ে রেখে মোহনবাগানেই যোগ দিলেন নেইমারের সঙ্গে খেলা এই ফুটবলার। আসন্ন সুপার কাপে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। সেখানে রবসন ধামাকা দেখার অপেক্ষায় সবুজ-মেরুন সমর্থকরা।