Karim Bencherifa Mohun Bagan: বাগানের প্রাক্তন 'হেডস্যার', ঝুলিতে এসেছিল একাধিক সাফল্য! আজ কী করছেন করিম বেঞ্চারিফা?

Karim Bencherifa: সবুজ-মেরুন ব্রিগেডে কার্যত ধুমকেতুর মতো আবির্ভাব হয়েছিল এক মরোক্কান ফুটবল কোচের। নাম করিম বেঞ্চারিফা। একটা সময় মোহনবাগান ক্লাবের যখন কার্যত দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল, সেইসময় তিনি ঘুরে দাঁড়াতে শিখিয়েছিলেন।

Karim Bencherifa: সবুজ-মেরুন ব্রিগেডে কার্যত ধুমকেতুর মতো আবির্ভাব হয়েছিল এক মরোক্কান ফুটবল কোচের। নাম করিম বেঞ্চারিফা। একটা সময় মোহনবাগান ক্লাবের যখন কার্যত দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল, সেইসময় তিনি ঘুরে দাঁড়াতে শিখিয়েছিলেন।

author-image
Koushik Biswas
New Update
Karim Bencherifa Mohun Bagan

মোহনবাগানের প্রাক্তন কোচ করিম বেঞ্চারিফা

Karim Bencherifa: তখন বাংলার ফুটবল বাজারে আই-লিগের রমরমা। মোহনবাগান (Mohun Bagan), ইস্টবেঙ্গল এবং মহমেডান তিনটে ক্লাবই কার্যত অশ্বমেধ ঘোড়ার মতো দৌড়চ্ছে। সালটা ছিল ২০০৮। সবুজ-মেরুন ব্রিগেডে কার্যত ধুমকেতুর মতো আবির্ভাব হয়েছিল এক মরোক্কান ফুটবল কোচের। নাম করিম বেঞ্চারিফা। একটা সময় মোহনবাগান ক্লাবের যখন কার্যত দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল, সেইসময় তিনি ঘুরে দাঁড়াতে শিখিয়েছিলেন। আজ কোথায় সেই স্বনামধন্য কোচ? কী করছেন তিনি? আসুন, বিস্তারিত জেনে নেওয়া যাক।

Advertisment

Robson Robinho Mohun Bagan: কলকাতায় পা রাখলেন রবসন, উচ্ছ্বসিত মোহনবাগান সমর্থকরা

মোহনবাগানের প্রাক্তন কোচ

এই প্রসঙ্গে আপনদের জানিয়ে রাখি, ২০০৮-০৯ মরশুমে প্রথমবার মোহনবাগানের কোচ হিসেবে যোগ দিয়েছিলেন করিম বেঞ্চারিফা। সেইসময় একাধিক সাফল্য তাঁর ঝুলিতে এসে জমা হয়েছিল। কলকাতা ফুটবল লিগ এবং ফেডারেশন কাপ জেতানোর পাশাপাশি বেঞ্চারিফার কোচিংয়েই মোহনবাগান এএফসি কাপে নিজেদের টিকিট কনফার্ম করেছিল। সবথেকে বড় কথা, আই-লিগ টুর্নামেন্টে টানা ১০ ম্য়াচ জয়ের নজির কায়েম করেছিল মেরিনার্স ব্রিগেড। 

Advertisment

Jose Ramirez Barreto: সবুজ তোতার জন্মদিনে বিশেষ শুভেচ্ছা, এক পোস্টেই মেরিনার্সদের হৃদয় জিতলেন রবিনহো

২০১০ সালে তিনি মোহনবাগান ছেড়ে সালগাঁওকরে যোগ দিয়েছিলেন। কিন্তু, গোয়ার এই ফুটবল ক্লাবে এক মরশুম কাটতে না কাটতেই তিনি ফের ২০১২ সালে মোহনবাগান ক্লাবে যোগ দিয়েছিলেন। যদিও বাগান কোচিংয়ের সেকেন্ড হাফ তাঁর কাছে একেবারেই সুখকর হয়নি। ৪৮ ম্যাচের মধ্যে মাত্র ১৭ ম্য়াচে জয়লাভ করেছিল মোহনবাগান। হেরেছিল ১৩ ম্য়াচে। ২০১৫ সালের পর থেকে আর ভারতীয় ফুটবলে কোচিং করাননি করিম বেঞ্চারিফা।

Mohun Bagan Super Giant: বাগানে ফের ফুটল ফুল, পাঠচক্রের বিরুদ্ধে দুরন্ত জয় মেরিনার্সদের

এখন কী করছেন করিম বেঞ্চারিফা?

তারপর থেকে কেটে গিয়েছে ১০ বছর। বর্তমানে কি করছেন মোহনবাগানের এই প্রাক্তন কোচ? আপনারা শুনলে হয়ত কিছুটা অবাকই হবেন, বর্তমানে এই মরোক্কান সিঙ্গাপুর জাতীয় মহিলা দলকে কোচিং করাচ্ছেন। ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত তাঁর চুক্তি রয়েছে। ফিফা ক্রমতালিকায় বেঞ্চারিফার দল ১৪৯ নম্বরে দাঁড়িয়ে রয়েছে। দলের সাফল্য একেবারে নেই বললেই চলে। শেষ পাঁচটা ম্য়াচের মধ্যে তারা একটাতেও জিততে পারেনি। তবে করিমের কোচিং কেরিয়ার যে চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে, তা বলা যেতেই পারে।

Mohun Bagan Karim Bencherifa