Pakistan Cricket Team: চরম দুঃসংবাদ পাকিস্তান ক্রিকেটে, নিজেদের দোষেই শেষ সবকিছু!

Pakistan Cricket Team: আর কত নীচে নামবে পাকিস্তান ক্রিকেট দল। আপাতত মেন ইন গ্রিনের আকাশে আপাতত দুর্যোগের ঘনঘটা দেখতে পাওয়া যাচ্ছে। আসুন, ব্যাপারটা তাহলে জেনে নেওয়া যাক।

Pakistan Cricket Team: আর কত নীচে নামবে পাকিস্তান ক্রিকেট দল। আপাতত মেন ইন গ্রিনের আকাশে আপাতত দুর্যোগের ঘনঘটা দেখতে পাওয়া যাচ্ছে। আসুন, ব্যাপারটা তাহলে জেনে নেওয়া যাক।

author-image
IE Bangla Sports Desk
New Update
Pakistan Cricket Team

পাকিস্তান ক্রিকেট দল

Pakistan Cricket Team: চ্যাম্পিয়ন্স ট্রফি পর কয়েকটি দল আবারও ওয়ানডে ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে। আর সেইসঙ্গে আইসিসি-র ওয়ানডে ব়্যাঙ্কিংয়েও ভরপুর বদলের আশা করা হচ্ছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে পাকিস্তান ক্রিকেট দলের আকাশে আপাতত দুর্যোগের ঘনঘটা দেখতে পাওয়া যাচ্ছে। বর্তমানে পাকিস্তান ক্রিকেট দল কোনও ওয়ানডে খেলতে নামছে না। কিন্তু, অন্য দলগুলোর মধ্যে যে সিরিজের আয়োজন করা হবে, তাতে পাকিস্তান ক্রিকেট দলের উপর সরাসরি প্রভাব পড়বে।

Advertisment

Pakistan Cricket: আনন্দের দিনেই চরম দুঃসংবাদ, হাহাকার পাকিস্তান ক্রিকেটে

আইসিসি ওয়ানডে ব়্যাঙ্কিংয়ে আপাতত শীর্ষে ইন্ডিয়া

যদি ওয়ানডে ক্রিকেট ব়্যাঙ্কিং নিয়ে আলোচনা করা হয়, তাহলে টিম ইন্ডিয়া আপাতত শীর্ষস্থানে রাজত্ব করছে। ভারতের ঝুলিতে রয়েছে ১২৪ রেটিং পয়েন্ট। ১০৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। একই রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কা রয়েছে চতুর্থ নম্বরে। তাদের হাতে রয়েছে ১০৩ পয়েন্ট। আর ১০০ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তান আপাতত ৫ নম্বরে দাঁড়িয়ে রয়েছে। ৯৬ রেটিং পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে দক্ষিণ আফ্রিকা।

Advertisment

Pakistan Cricket Board: আর কোনওদিন খেলবে না পাকিস্তান! হেরে গিয়েই নাকে কান্না পাক ক্রিকেট বোর্ডের

অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ওয়ানডে সিরিজেই হবে বদল

আসুন, এবার বুঝে নেওয়া যাক গোটা সমীকরণটা। আসলে, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ শুরু হতে চলেছে। যদি এই তিনটে ম্য়াচের মধ্যে তিনটেতেই দক্ষিণ আফ্রিকা জিতে যায়, তাহলে ৫ নম্বর কুর্সি পাকিস্তানের হাতছাড়া হয়ে যাবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচ জিতলেই দক্ষিণ আফ্রিকার রেটিং বেড়ে ১০১ হয়ে যাবে। পাকিস্তানের ১০০ রেটিং পয়েন্টকে তা টপকে যাবে। কিন্তু, যদি এই সিরিজে ২ ম্য়াচ দক্ষিণ আফ্রিকা জিততে পারে তাহলে পাকিস্তান এবং সাউথ আফ্রিকা দুই দলেরই রেটিং পয়েন্ট ১০০ দাঁড়াবে। অর্থাৎ পাকিস্তান ক্রিকেট দলের পরবর্তী রেটিং পয়েন্ট কত হবে, সেই সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার জয় পরাজয়ের উপর নির্ভর করছে।

Pakistan Cricket Team Controversy: তুলনা হত 'কিং' কোহলির সঙ্গে, সেই বাবরকে এবার 'ঘাড়ধাক্কা' পাকিস্তানের!

টিম ইন্ডিয়ার ব়্যাঙ্কিংয়ে অবশ্য কোনও প্রভাব পড়বে না

তবে সবথেকে ভাল খবর এটাই যে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজের কোনও প্রভাব ভারতীয় ক্রিকেট দলের রেটিংয়ে পড়বে না। যে দলই জিতুক না কেন, ভারত ১২৪ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরেই বহাল তবিয়তে থাকবে। আশা করি, গোটা সমীকরণটা আপনারা বুঝে গিয়েছেন। তবে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা যেমন লড়াকু দল, তাতে কেউ কাউকে 'সূচাগ্র মেদিনী' ছাড়বে না। এই পরিস্থিতিতে সিরিজ যে জমে উঠবে, তা বলা যেতেই পারে।

Pakistan Cricket Team