Sanjay Sen on Khalid Jamil: 'এটা অবশ্যই ইতিবাচক দিক...', খালিদ প্রসঙ্গে মুখ খুললেন সঞ্জয় সেন

Khalid Jamil India coach: সম্প্রতি সর্বভারতীয় ফুটবল ফেডারশন (এআইএফএফ) খালিদ জামিলকে টিম ইন্ডিয়ার নয়া কোচ নিয়োগ করেছে। গত ১ অগাস্ট (শুক্রবার) এই ঘোষণা করা হয়েছে।

Khalid Jamil India coach: সম্প্রতি সর্বভারতীয় ফুটবল ফেডারশন (এআইএফএফ) খালিদ জামিলকে টিম ইন্ডিয়ার নয়া কোচ নিয়োগ করেছে। গত ১ অগাস্ট (শুক্রবার) এই ঘোষণা করা হয়েছে।

author-image
Koushik Biswas
New Update
Sanjay Sen and Khalid Jamil

সঞ্জয় সেন এবং খালিদ জামিল

Khalid Jamil: সম্প্রতি সর্বভারতীয় ফুটবল ফেডারশন (এআইএফএফ) খালিদ জামিলকে টিম ইন্ডিয়ার (Indian Football) নয়া কোচ নিয়োগ করেছে। গত ১ অগাস্ট (শুক্রবার) এই ঘোষণা করা হয়েছে। ২০১৭ সালে খালিদের কোচিংয়ে আইজল ফুটবল ক্লাব আই-লিগ খেতাব জয় করেছিল। ১৩ বছর পর এই প্রথমবার টিম ইন্ডিয়ায় কোনও ভারতীয় ফুটবল কোচ নিয়োগ করা হল।  

Advertisment

৩ জনের মধ্যে হয়েছে নির্বাচন

ভারতীয় ফুটবল দলের কোচ কে হবেন, তা নিয়ে ইতিমধ্যে একাধিক জল্পনা হয়েছে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কার্যকরী সমিতি শেষপর্যন্ত তিনজনকে চূড়ান্ত তালিকায় বেছে নিয়েছিল। এই তিনজনের মধ্যে থেকে ভারতীয় ফুটবল দলের প্রাক্তন খেলোয়াড় তথা ইন্ডিয়ান সুপার লিগের দল জামশেদপুর এফসি-র ম্য়ানেজার খালিদ জামিলকে নির্বাচন করা হয়। ভারতীয় ফুটবল কোচের জন্য় বাকি ২ দাবিদার ছিলেন, স্টিফেন কনস্ট্যানটাইন এবং স্টিফেন টারকোভিচ। টারকোভিচ ইতিপূর্বে স্লোভাকিয়া জাতীয় দলের কোচ ছিলেন।

Advertisment

Sanjay Sen East Bengal: 'সুদে-আসলে মিটিয়ে দেব...', ইস্টবেঙ্গলে সম্মান পেয়ে আবেগে ভাসলেন সঞ্জয়

খালিদ জামিলকে নিয়ে মুখ খুললেন সঞ্জয় সেন

মঙ্গলবার (৫ অগাস্ট) ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে সঞ্জয় সেন (Sanjay Sen) বললেন, 'এটা খুবই ভাল সিদ্ধান্ত। ভারতীয় ফুটবলের জন্য এটা খুবই ইতিবাচক একটা দিক। আমি ভারতীয় কোচেদের সবসময়ই সাপোর্ট করি।' সঙ্গে তিনি আরও যোগ করলেন, 'এতদিন ধরে তো বিদেশি কোচের উপর দায়িত্ব দিয়ে দেখা হল। আখেরে লাভ তো কিছু হল না। সেই জায়গায় দাঁড়িয়ে এবার ভারতীয় কোচের উপর দায়িত্ব দেওয়া হয়েছে, এর থেকে ভাল সিদ্ধান্ত আর কীই বা হতে পারে?'

Khalid Jamil: যাবতীয় জল্পনার অবসান, ভারতীয় ফুটবলে নয়া কোচের নাম ঘোষণা

তবে সঞ্জয় সেন আরও জানালেন, 'এখানে আরও একটা ব্যাপার রয়েছে। ওদের মধ্যে কী কথা হয়েছে, কী চুক্তি হয়েছে; সেই ব্য়াপারে কিছু জানি না। এমনকী, খালিদ জামিলের সঙ্গে কী কথা হয়েছে এবং ওর ফুটবল দর্শনটাই বা কী, সেটাও জানার কোনও উপায় নেই। কতদিনের জন্য এই চুক্তি সম্পন্ন হয়েছে, সেই ব্যাপারেও যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। আসলে যে প্রসেস ফলো করা উচিত ছিল, সেটা এখানে করা হয়নি। তবে আমি আবারও বলব, ভারতীয় ফুটবলের স্বার্থে এটা অত্য়ন্ত ইতিবাচক একটা দিক। একজন ভারতীয় কোচকে যে নিয়োগ করা হয়েছে, এই সিদ্ধান্তে আমি অত্যন্ত খুশি।'

Khalid Jamil Controversy: জাতীয় দলের কোচ হয়েও গুরুত্ব ক্লাব ফুটবলকে? খালিদের বেফাঁস মন্তব্যে বিতর্কের ঝড়

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় পুরুষ ফুটবল দলকে শেষবার যে ভারতীয় কোচের হাতে তুলে দেওয়া হয়েছিল, তাঁর নাম স্য়াবিও মেডেইরা। ২০১১ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি এই দায়িত্ব সামলেছিলেন। আশা করা হচ্ছে, খালিদ জামিলের কোচিংয়ে টিম ইন্ডিয়া সেন্ট্রাল এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন নেশনস কাপ খেলতে নামবে। আগামী ২৯ অগাস্ট থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। তাজিকিস্তান এবং উজবেকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া।

Indian Football Sanjay Sen Khalid Jamil