/indian-express-bangla/media/media_files/2025/08/22/kibu-vicuna-2025-08-22-23-07-39.jpg)
ডায়মন্ড হারবার এফসি দলের হেড কোচ কিবু ভিকুনা
Durand Cup 2025: ২০২৫ ডুরান্ড কাপ আপাতত গোধূলিলগ্নে দাঁড়িয়ে রয়েছে। এই টুর্নামেন্টে ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC) যেভাবে এগিয়েছে, সেটা রূপকথার থেকে কোনও অংশে কম নয়। স্প্যানিশ হেড কোচ কিবু ভিকুনার (Kibu Vicuna) তত্ত্বাবধানে আজ তারা ডুরান্ডের ফাইনাল ম্য়াচ খেলতে নামবে। মাত্র পাঁচ বছর আগে যে ফুটবল ক্লাবটা জন্মগ্রহণ করেছে, আজ তারাই এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট খেলতে নামছে। এর থেকে বড় সাফল্য আর কীই বা হতে পারে!
আজ ইতিহাসের সাক্ষী হতে চলেছে ডায়মন্ড হারবার এফসি। ফাইনালে ওঠার পথে তাদের ৪ আইএসএল ক্লাবের বিরুদ্ধে খেলতে হয়েছে। এরমধ্যে তিনটে ক্লাবকে তারা হারিয়েছে। ভিকুনার কথায়, এটাই তো সবথেকে বড় গর্বের বিষয়। তবে লড়াই এখনও বাকি রয়েছে। বললেন, 'ফাইনালে উঠতে পেরে আমরা সত্যিই খুব খুশি। তবে এই লড়াইটা আমরা জারি রাখতে চাই। ফাইনালে নিজেদের ১০০ শতাংশ উজাড় করে দেব।'
সেমিফাইনাল পর্বে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয় ডায়মন্ড হারবার এফসি-র আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে। দলের ফুটবলারদের প্রশংসা করে ভিকুনা বললেন, 'ইস্টবেঙ্গল এই টুর্নামেন্টের অন্যতম সেরা দল ছিল। ওদের দলে একদিকে যেমন ছিল তারকা ফুটবলার, তেমনই ঝাঁ-চকচকে কোচিং স্টাফ। আমরা ওদের হারালেও, দলটাকে যথেষ্ট সম্মান করি।'
কোথায় আলাদা ডায়মন্ড হারবার এফসি?
বাকি দলগুলোর থেকে কোথায় আলাদা ডায়মন্ড হারবার এফসি? এই স্প্যানিশ কোচের কথায়, দলটার মধ্যে শুধুমাত্র যে প্রতিভা রয়েছে, তা একেবারেই নয়। এই দলের মানসিকতা, জেতার খিদে এবং একটা বাকি দলগুলোর থেকে আলাদা করেছে। পাশাপাশি গোটা প্রতিযোগিতায় দলটা মাটিতে পা রেখেই এগোতে চেয়েছে। ভিকুনা বললেন, 'অনেক সময় মাঠে রণনীতির তুলনায় ড্রেসিংরুমে শৃঙ্খলা এবং হাসিখুশি পরিবেশ একটা ম্য়াচের ফলাফল নির্ধারণ করতে পারে।'
Mohammedan SC vs Diamond Harbour FC: অবিশ্বাস্য লড়াইয়ের পরও হল না শেষরক্ষা, শেষবেলায় হার মহমেডানের
ভিকুনার কথায়, এই দলটার মধ্যে অভিজ্ঞতার অভাব থাকলেও যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে। আর এই আত্মবিশ্বাসই বড় মঞ্চে কাজে লাগে। তিনি বললেন, 'জীবনে চলার পথে আত্মবিশ্বাসটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। হতে পারে ওরা একেবারে নতুন ফুটবলার, তা বলে যে খারাপ ফুটবল খেলে, এমনটা ভাবার কোনও কারণ নেই। প্রত্যেকদিন ওরা নিজেদের উন্নত করতে চায়। সবথেকে বড় মঞ্চে যে লড়াই করতে প্রস্তুত, সেটা প্রমাণ করতে চায়।'
ইতিহাস গড়েছে ডায়মন্ড হারবার এফসি
একথা বলা যেতেই পারে, ডায়মন্ড হারবার এফসি-র যাত্রা সবেমাত্র শুরু হয়েছে। এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলতে নামা ইতিহাসের থেকে কোনও অংশে কম নয়। তবে এটাও সত্যি, কিবু ভিকুনার জীবন দর্শন ছাড়া এই সাফল্য কোনওদিন সম্ভব ছিল না। এই দলের রন্ধ্রে-রন্ধ্রে যে শৃঙ্খলা এবং বিশ্বাস কিবু ভিকুনা ঢুকিয়ে দিয়েছেন, তা আজীবনের সম্পদ হয়ে থাকবে। খেলায় হার-জিত থাকবেই। শনিবাসরীয় ম্য়াচের ফলাফল যাই হোক না কেন, ভারতীয় ফুটবলের রূপকথায় ডায়মন্ড হারবার এফসি এক নয়া অধ্যায় সংযোজিত করেছে।