KKR vs RR, IPL 2008: সেদিন সৌরভের হাফসেঞ্চুরিও করতে পারেনি মানরক্ষা, কী হয়েছিল প্রথম কলকাতা-রাজস্থান ম্য়াচের ফলাফল?

KKR vs RR, IPL 2008: ২০০৮ সালে আইপিএল টুর্নামেন্ট শুরু হয়েছিল। সেই বছর ১ মে খেলতে নেমেছিল কলতাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস। এই ম্য়াচে কেকেআর ৪৫ রানে হেরে যায়।

KKR vs RR, IPL 2008: ২০০৮ সালে আইপিএল টুর্নামেন্ট শুরু হয়েছিল। সেই বছর ১ মে খেলতে নেমেছিল কলতাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস। এই ম্য়াচে কেকেআর ৪৫ রানে হেরে যায়।

author-image
Koushik Biswas
New Update
Sourav Ganguly KKR (1)

কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়

KKR vs RR First IPL Match: ইতিমধ্যে জমে উঠেছে ২০২৫ আইপিএল টুর্নামেন্ট। বুধবার (২৬ মার্চ) গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে এই টুর্নামেন্টের ষষ্ঠ ম্য়াচ আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবং রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাবে। 

Advertisment

চলতি টুর্নামেন্টের প্রথম ম্য়াচে হেরে গিয়েছে কলকাতা এবং রাজস্থান। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ৭ উইকেটে হেরে গিয়েছে কেকেআর ব্রিগেড। অন্যদিকে, রাজস্থান রয়্যালসকে ৪৪ রানে হারিয়ে দিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ ব্রিগেড। এই পরিস্থিতিতে বুধবারের ম্য়াচে যে দলই জয়লাভ করুক না কেন, চলতি টুর্নামেন্টে প্রথম ম্য়াচ জিততে পারবে।

KKR vs RR Live Score, IPL 2025: জিততে মরিয়া নাইট ব্রিগেড, দলের প্রথম একাদশে আসছে বড়সড় রদ-বদল?

আপনারা সকলেই জানেন যে ২০০৮ সালে আইপিএল টুর্নামেন্ট শুরু হয়েছিল। প্রথম বছর থেকেই এই টুর্নামেন্টের উন্মাদনা ছিল আকাশছোঁয়া। উদ্বোধনী মরশুমে অবশ্য কলকাতা নাইট রাইডার্সকে দুরমুশ করেছিল রাজস্থানের রয়্যালস বাহিনী। ২০০৮ সালের ১ মে এই দুটো দল প্রথমবার একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। সেইসময় কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

Advertisment

KKR vs RR Weather-Pitch Report: ভয়ঙ্কর বৃষ্টিতে ভেস্তে যাবে ম্য়াচ! কেমন থাকবে গুয়াহাটির আকাশ? দেখে নিন ওয়েদার রিপোর্ট

রাজস্থান রয়্যালসের তৎকালীন অধিনায়ক শেন ওয়ার্ন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে শুরু হল খেলা। শুরুতেই রাজস্থানের ওপেনার গ্রেম স্মিথ (২) ফিরে যাওয়ার পর নাইট শিবিরে যথেষ্ট উচ্ছ্বাস দেখা গিয়েছিল।

KKR vs RR Dream 11 Prediction: এই ফর্মুলাতেই বানান নিজের ফ্যান্টাসি টিম, এই ১১ ক্রিকেটারকে দিন সুযোগ

কিন্তু, স্বপ্নীল আসনোদকারের ৬০ এবং ইউসুফ পাঠানের ৫৫ রান নাইট শিবিরের যাবতীয় উচ্ছ্বাসে জল ঢেলে দিয়েছিল। তাঁদের দুজনের মধ্যে ২৭ বলে ৫৩ রানের পার্টনারশিপও গড়ে ওঠে। এছাড়া মহম্মদ কাইফ (২১) এবং রবীন্দ্র জাদেজা (৩৩) নিজেদের সাধ্যমতো রান করার চেষ্টা করেছিলেন। নির্ধারিত ২০ ওভারে রাজস্থান ৭ উইকেট হারিয়ে ১৯৬ রান করেছিল। কেকেআর ব্রিগেডের হয়ে সর্বাধিক ৩ উইকেট শিকার করেছিলেন উমর গুল।

RCB vs KKR: ১৭ বছর পর শাপমোচন, আইপিএল ওপেনারে বিরাট ব্যাটিংয়ে পরাস্ত কেকেআর

জয়ের জন্য ১৯৭ রান তাড়া করতে নেমে কলকাতা নাইট রাইডার্সের শুরুটাও অবশ্য খুব একটা ভাল হয়নি। শুরুতেই ফিরে যান সলমান বাট (৭)। এরপর সৌরভ গঙ্গোপাধ্যায় এবং অজিত আগরকরের মধ্যে ১৯ বলে ২৯ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। ২০ রান করে ফিরে যান আগরকর। চতুর্থ উইকেটে ডেভিড হাসির সঙ্গে সৌরভের যুগলবন্দী নাইট সমর্থকদের আশার প্রদীপটা আরও একবার জ্বালিয়ে দিয়েছিল। তাঁদের মধ্যে ৪৭ বলে ৬৮ রানের পার্টনারশিপ গড়ে ওঠে।

হাফসেঞ্চুরি করেছিলেন সৌরভ

কিন্তু, সৌরভ ৫১ রানে আউট হতেই গোটা নাইট ব্রিগেড কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। সৌরভের ইনিংসে ৪ চার এবং ২ ছক্কা ছিল। ১৩১-এর স্ট্রাইক রেটে ব্যাট করেও দলের মানরক্ষা করতে পারেননি তিনি। শেষপর্যন্ত কেকেআর পাঁচ বল বাকি থাকতেই ১৫১ রানে অলআউট হয়ে যায়। স্বপ্নীলের হাতে তুলে দেওয়া হয়েছিল ম্য়াচ সেরার পুরস্কার।

KKR Sourav Ganguly IPL Rajasthan Royals Kolkata Knight Riders