RCB vs KKR: শেষ হল ২০২৫ আইপিএল টুর্নামেন্টের প্রথম ম্যাচ। এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৭ উইকেটে জয়লাভ করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১৭ বছর আগে এমনই এক আইপিএল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে খেলতে নেমেছিল কেকেআর এবং আরসিবি। সেই ম্যাচে ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন ব্রেন্ডন ম্যাককুলাম। সেদিন বিরাট কোহলিকে কার্যত নির্বাক হয়ে কলকাতার জয় হজম করতে হয়েছিল। তবে শনিবার (২২ মার্চ) তিনি ৫৯ রানে অপরাজিত থেকে আরসিবি ব্রিগেডের শাপমোচন ঘটালেন।
KKR vs RCB Live Score, IPL 2025: কলকাতার বিরুদ্ধে ৭ উইকেটে জয় বেঙ্গালুরুর, অপরাজিত কোহলি
শনিবাসরীয় ইডেনে আদৌ প্রথম ম্যাচ আয়োজন করা সম্ভব হবে কি না, তা নিয়ে বিস্তর জল্পনা শুরু হয়েছিল। কিন্তু, ম্যাচ শুরুর ঠিক আগেই আকাশ একেবারে পরিষ্কার হয়ে যায়। যেন বরুণদেব স্বয়ং চাইছিলেন, এই ম্যাচ যেন কোনও কারণে বিঘ্নিত না হতে পারে। তবে এই জয়ের নেপথ্যে বিরাট কোহলি ছাড়া আরও একজনের কথা উল্লেখ করতে হবে। তিনি কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন ক্রিকেটার ফিল সল্ট। এই ব্রিটিশ ক্রিকেটারের হাফসেঞ্চুরি আরসিবি-র জয়ের রাস্তা মসৃণ করে দেয়।
Virat Kohli Dance: 'ঝুমে জো পাঠান', শাহরুখের গানে নাচলেন বিরাট! দেখে নিন ভিডিও
তবে শুধুমাত্র ব্যাটিং প্রশংসা করলেই হবে না। আরসিবি বোলিং ডিপার্টমেন্টও এই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছে। আলাদা করে নজর কাড়লেন ক্রুনাল পান্ডিয়া। ২৯ রান খরচ করে তিনি তিনটে উইকেট তুলে নেন। পাশাপাশি জোড়া উইকেট শিকার করেছেন জস হ্যাজেলউড। আর সেকারণে কেকেআর বাহিনী ৮ উইকেট হারিয়ে মাত্র ১৭৪ রানেই আটকে যায়। উল্লেখ্য, টস জিতে আরসিবি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল।
Rinku Singh Viral Video: কিং কোহলিকে ইগনোর করলেন রকেট রিঙ্কু? IPL-এর শুরুতেই দানা বাঁধল বিতর্ক, ভাইরাল ভিডিও
কেকেআর ব্যাটারদের মধ্যে একমাত্র নজর কাড়লেন অধিনায়ক অজিঙ্কা রাহানে। তিনি ২৫ বলে হাফসেঞ্চুরি করে দলের জন্য বড় রানের একটা ভিত তৈরি করে দিয়েছিলেন। এমনকী, সুনীল নারিনের সঙ্গে দ্বিতীয় উইকেটে তিনি শতরানের একটা পার্টনারশিপও করেন। কিন্তু, সেই মঞ্চটা কাজে লাগাতে পারলেন না দলের বাকি ব্যাটাররা। আরসিবি বোলারদের স্লো ডেলিভারিতে অধিকাংশ ব্য়াটারই পরাস্ত হলেন।
Virat Kohli Half Century: রাজার মেজাজে ব্যাটিং কোহলির, বিধ্বংসী হাফসেঞ্চুরি ইডেন গার্ডেন্সে
গত মরশুমে কলকাতা নাইট রাইডার্স আইপিএল খেতাব জয় করেছিলেন। অন্যদিকে, আরসিবি টুর্নামেন্টের শুরুটা খুব খারাপ করেছিল। যদিও তারা শেষপর্যন্ত প্লে-অফের যোগ্যতা অর্জন করে। এই মরশুমে দুটো দলের স্কোয়াডেই একাধিক বদল করা হয়েছে। সেকারণে প্রথম ম্যাচের দিকে সকলেই তাকিয়ে ছিলেন। শেষপর্যন্ত আরসিবি এই ম্যাচে বাজিমাত করে বেরিয়ে গেল।