KKR vs RR Weather-Pitch Report: ভয়ঙ্কর বৃষ্টিতে ভেস্তে যাবে ম্য়াচ! কেমন থাকবে গুয়াহাটির আকাশ? দেখে নিন ওয়েদার রিপোর্ট

Kolkata Knight Riders vs Rajasthan Royals Today Match Pitch weather updates : সিরিজের উদ্বোধনী খেলায় কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্য়াচটি ইডেন গার্ডেন্সে আয়োজন করা হয়েছিল। ওই দিনও কলকাতায় টানা বৃষ্টিপাত হয়েছিল।

Kolkata Knight Riders vs Rajasthan Royals Today Match Pitch weather updates : সিরিজের উদ্বোধনী খেলায় কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্য়াচটি ইডেন গার্ডেন্সে আয়োজন করা হয়েছিল। ওই দিনও কলকাতায় টানা বৃষ্টিপাত হয়েছিল।

author-image
IE Bangla Sports Desk
New Update
KKR vs RR Weather Report

কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস ওয়েদার রিপোর্ট

Rajasthan Royals vs Kolkata Knight Riders Weather-Pitch Report: ২০২৫ আইপিএল (IPL) টুর্নামেন্টে বুধবার (২৬ মার্চ) কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং রাজস্থান রয়্যালসের মধ্যে লড়াই দেখতে পাওয়া যাবে। এই ম্য়াচটি গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হয়ে যাবে। আর ম্য়াচ শুরুর আধঘণ্টা আগে অর্থাৎ সন্ধ্যা ৭টায় টস হবে।

Advertisment

কিন্তু, এই ম্য়াচে ভিলেন হবে বৃষ্টি? আপাতত এই আশঙ্কাতেই সময় কাটছে ভারতীয় ক্রিকেট সমর্থকদের। আসলে, সিরিজের উদ্বোধনী ম্য়াচে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্য়াচটি ইডেন গার্ডেন্সে আয়োজন করা হয়েছিল। ওই দিনও কলকাতায় টানা বৃষ্টিপাত হয়েছিল। যদিও ম্য়াচের উপর বৃষ্টিপাতের কোনও প্রভাব পড়েনি। তবে বুধবার গুয়াহাটিতে কি বরুণদেবই হতে চলেছেন পথের কাঁটা? আসুন, জেনে নেওয়া যাক ওয়েদার রিপোর্ট।

KKR vs RR Dream 11 Prediction: এই ফর্মুলাতেই বানান নিজের ফ্যান্টাসি টিম, এই ১১ ক্রিকেটারকে দিন সুযোগ

কেমন থাকবে আজ গুয়াহাটির আবহাওয়া?

Advertisment

প্রথমেই জানিয়ে রাখি, সমর্থকদের মন খারাপ করার কোনও দরকার নেই। আজ গুয়াহাটিতে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বললেই চলে। তবে ম্যাচ চলাকালীন আবহাওয়া যে যথেষ্ট গরম থাকবে, তা বলা যেতে পারে। এর পাশাপাশি ঘণ্টায় ৯ কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে। ক্রিকেট ফ্যানদের কাছে সবথেকে বড় স্বস্তির খবর, ম্য়াচ চলাকালীন আকাশ একেবারে পরিষ্কার থাকবে। একফোঁটা বৃষ্টিও পড়বে না।

KKR vs RR Pitch Report: রানের বন্যা না বোলিং দাপট, রাজস্থানের বিরুদ্ধে কেমন উইকেটে খেলবে কেকেআর?

বর্ষাপাড়ায় মেগা স্কোরের আশা

এবার প্রশ্ন হল, এই উইকেটে সহজেই রান করা যাবে? না, দেখতে পাওয়া যাবে বোলারদের দাপট? পরিসংখ্যান বলছে, গুয়াহাটির উইকেট ব্যাটারদের কাছে একেবারে স্বর্গোদ্যান হয়ে উঠবে। এই উইকেটে বড় স্কোর দেখা যেতেই পারে। যে দল টস জিতবে, তারা প্রথমে বল করার সিদ্ধান্ত নেবে বলেই আশা করা হচ্ছে। কারণ, রাতের দিকে শিশির একটা বড় ভূমিকা পালন করতে পারে। সেইসময় বল করতে কিছুটা হলেও সমস্যা হবে।

KKR vs RR, IPL 2025: কলকাতা বনাম রাজস্থান, ভয়ঙ্কর খেলার বাজিগর কে?

রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ -

যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ (অধিনায়ক), নীতিশ রানা, ধ্রুব জুরেল (উইকেটকিপার), শিমরন হেটমায়ার, শুভম দুবে, জোফ্রা আর্চার, মহেশ থিক্ষণা, তুষার দেশপাণ্ডে, ফজলহক ফারুকি।

ইমপ্যাক্ট প্লেয়ার - সন্দীপ শর্মা

IPL KKR: রাজস্থান ম্যাচে ট্যাকটিকস বদলাচ্ছে কেকেআর, কী জানালেন কোচ ভরত অরুণ?

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ -

সুনীল নারিন, কুইন্টন ডি কক, অজিঙ্কা রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, অঙ্গকৃশ রঘুবংশী, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, হর্ষিত রানা, স্পেনসর জনসন, বরুণ চক্রবর্তী।

ইমপ্যাক্ট প্লেয়ার - বৈভব অরোরা।