/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/08/kkr.jpg)
কেকেআর দলের দুই তারকা ছাড়তে পারেন দল (কেকেআর ওয়েবসাইট)
কয়েকমাস আগে শেষ হয়ে যাওয়া আইপিএলে কেকেআরের জার্সিতে দেখা গিয়েছিল তাঁকে। তারপরে বিশ্বকাপে দারুণ বোলিং করেছিলেন। দলকে ফাইনালে তুলতেও মুখ্য ভূমিকা নিয়েছিলেন তিনি। সেই লকি ফার্গুসনকে এবার সম্ভবত হারাতে পারে কেকেআর। জাতীয় স্তরের এক প্রচারমাধ্যমে খবর এমনটাই। তাঁর পরবর্তী গন্তব্য় হতে পারে ধোনির চেন্নাই সুপার কিংস। গত মরশুমে পুরো টুর্নামেন্ট জুড়েই বিদেশি পেসারদের সহায়তা পায়নি সিএসকে। লুঙ্গি এনগিডি চোটের জন্য ছিটকে গিয়েছিলেন। ডেভিড উইলিকেও খেলাতে পারেনি সিএসকে। তাই আগামী মরশুমে বিদেশি পেসারদের উপর জোর দিতে পারে চেন্নাই সুপার কিংস। সেক্ষেত্রে তাঁরা লকি ফার্গুসনের দিকে হাত বাড়াতে পারে।
জাতীয় দলের জার্সিতে দারুণ পারফরম্যান্স মেলে ধরলেও লকি ফার্গুসন অবশ্য আইপিএলে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছিলেন। ৫ ম্যাচে মাত্র ২ উইকেট নিতে পেরেছিলেন মাত্র। ওভার পিছু রান দিয়েছিলেন ১০-এরও বেশি। তবে বিশ্বকাপে অনবদ্য পারফরম্যান্স তাঁর। ৯ ম্যাচে ২১ উইকেট ঝুলিতে পুরেছিলেন তিনি। পেসে ব্য়াটসম্যানদের বিব্রত করেছেন সারা টুর্নামেন্টে। তবে ধোনির সঙ্গে আগেও খেলেছেন ফার্গুসন। পুণে সুপারজায়ান্টস দলে ধোনির সঙ্গেই ছিলেন তিনি। সিএসকে-র কোচ স্টিফেন ফ্লেমিং ব্যক্তিগতভাবে পছন্দ করেন স্বদেশীয় পেসারকে।
বিশ্বকাপ মাতিয়েছেন লকি ফার্গুসন (আইপিএল ওয়েবসাইট)আরও পড়ুন কেকেআরের ‘বিষনজরে’ তিন তারকা! শীঘ্রই হতে চলেছে ছাঁটাই
১২ বছর পর কেকেআর ত্যাগ সৌরভের বন্ধু-র! নাইট সংসার ভেঙে চুরমার
কেকেআর মাতাবেন এবার এই কন্যে! বলিউড কানেকশন আরও জোরদার
লকি ফার্গুসনের পাশাপাশি এবার কেকেআর-ছাড়া হতে পারেন কার্লোস ব্রেথওয়েটও। বেন স্টোকসে ছক্কার পর ছক্কা হাকিয়ে ইডেনে টি টোয়েন্টিতে নিজের আবির্ভাব ঘোষণা করেছিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। তাঁকে গতবারের নিলামে ৫ কোটি টাকা দিয়ে কেনে কেকেআর। তবে কেকেআরের জার্সিতে সেই দুরন্ত ফর্ম দেখাতে পারেননি তিনি। টুর্নামেন্টে তিনি এখনও পর্যন্ত ১৬টি ম্যাচ খেলেছেন। ব্যাটিং গড় একদমই শোচনীয়, ১৪-রও কম। সেই তুলনায় বল হাতে বরং মন্দের ভাল। ১৩টি উইকেট দখল করেছেন তিনি। কেকেআরের জার্সিতে গতবার অধিকাংশ ম্যাচেই রিজার্ভে বসেছিলেন। গত মরশুমে কিংস ইলেভেন পাঞ্জাব ব্রেথওয়েটকে পেতে আগ্রহী ছিল। কেকেআর ব্রেথওয়েটকে রিলিজ করলে ফের একবার প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি ক্যারিবিয়ান তারকার প্রতি আগ্রহ দেখাতে পারে।
স্বদেশীয় নারিনের সঙ্গে কেকেআরের অনুশীলনে কার্লোস ব্রেথওয়েট (এক্সপ্রেস ফোটো)অবশ্য শুধু লকি ফার্গুসন কিংবা ব্রেথওয়েট-ই নন, আরও বেশ কিছু দলবদল দেখতে পারে পরবর্তী আইপিএল। দেখে নেওয়া যাক পরপর।
শিবম দুবেঃ গত আইপিএলের আগে বেশ চর্চায় ছিলেন শিবম দুবে। মুম্বইয়ের হার্ড হিটিং অলরাউন্ডারকে অনেক আশা করে কিনেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে সেভাবে নজর কাড়তে পারননি উঠতি প্রতিভা। ৪ ম্যাচে মাত্র ৪০ রান করার পাশাপাশি কোনও উইকেটও দখল করতে পারেননি তিনি। নিলামে আরসিবি ছেড়ে দিতে পারে দুবে-কে। সেক্ষেত্রে আরসিবি-র কাছ থেকে দুবেকে ছিনিয়ে নিতে পারে মুম্বই ইন্ডিয়ান্স। নিজের শহরের ক্রিকেটারকে গত নিলামে হারিয়েছিল মুম্বই। বর্তমানে ভারত-এ দলের হয়ে ফর্মে রয়েছেন দুবে। এবার তাই মুম্বইয়ের হয়ে খেলতে দেখা যেতে পারে দুবে-কে।
করুণ নায়ার (আইপিএল ওয়েবসাইট)করুণ নায়ারঃ আন্তর্জাতিক ক্রিকেটের শুরুটা অনেক প্রতিশ্রুতি জাগিয়ে হয়েছিল। তবে তারপরে ঠিকমতো নিজেকে মেলে ধরতে পারেননি করুণ নায়ার। আন্তর্জাতিক ক্রিকেটে খেই হারিয়ে ফেলা নায়ারের আইপিএল কেরিয়ারও ধাক্কা খেয়েছে। করুণ নায়ার একসময় জাতীয় দলের সম্ভবনাময় তরুণ ক্রিকেটার ছিলেন। আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস দলের অধিনায়কত্বও করেছেন। ২০১৮ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলে ১৩ ম্যাচে ৩০০ রানও করেছিলেন। ২০১৯ সালে নিকোলাস পুরান এবং মনদীপ সিংয়ের অন্তর্ভূক্তির পরে প্রথম একাদশে অনেকটাই ব্রাত্য় হয়ে পড়েছেন। নিয়মিত সুযোগ মেলেনি গত আইপিএলে। সানরাইজার্স হায়দরাবাদ সেক্ষেত্রে নায়ারকে নিজেদের স্কোয়াডে নিতে চাইতে পারে। গত আইপিএলে দেশীয় তারকা ব্যাটসম্যানরা সেভাবে মেলে ধরতে পারেনি হায়দরাবাদের জার্সিতে। নায়ারকে সেই মিসিং পাজল হিসেবে ধরছে সানরাইজার্স।
ডেভিড মিলারের গন্তব্য হতে পারে ব্যাঙ্গালোর (আইপিএল)ডেভিড মিলারঃ ডেভিড মিলারকে আইপিএলে দেখা গিয়েছে একটি দলের হয়েই। তা হল কিংস ইলেভেন পাঞ্জাব। বিগ হিটার প্রোটিয়াজ তারকা অনেক ম্যাচে কিংস ব্রিগেডকে জয় এনে দিয়েছেন। তবে শেষ কয়েকবছরে কিলার মিলার মোটেই নিজের সেরা ছন্দে নেই। ৩০ বছরের তারকা শেষ দু-বছরে মাত্র ১৩বার প্রথম একাদশে সুযোগ পেয়েছেন। তাঁকে নিতে পারে বিরাট কোহলির আরসিবি। আরসিবি-র ব্যাটিংয়ে সেই ঝাঁঝটাই নেই। কিলার মিলারকে নিয়ে লোয়ার অর্ডারে নিজেদের ব্যাটিং শক্তি বাড়াতে পারে কোহলির আরসিবি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us