KL Rahul Century: বিধ্বংসী শতরান রাহুলের, ভয়ে কাঁপছে ক্যারিবিয়ান ব্রিগেড

KL Rahul Century: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অহমেদাবাদ টেস্ট ম্য়াচে দুরন্ত শতরান হাঁকালেন কেএল রাহুল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি ১০০ রানে ব্যাট করছেন। ইতিমধ্যে তাঁর ব্য়াট থেকে ১২ চার বেরিয়ে এসেছে।

KL Rahul Century: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অহমেদাবাদ টেস্ট ম্য়াচে দুরন্ত শতরান হাঁকালেন কেএল রাহুল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি ১০০ রানে ব্যাট করছেন। ইতিমধ্যে তাঁর ব্য়াট থেকে ১২ চার বেরিয়ে এসেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
KL rahul Century (1)

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্দান্ত শতরান হাঁকালেন কেএল রাহুল

KL Rahul: ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) বিরুদ্ধে অহমেদাবাদ টেস্ট ম্য়াচে বিধ্বংসী ব্যাটিং করছেন কেএল রাহুল। যে অভিজ্ঞতার কারণে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে রাহুলকে জায়গা দেওয়া হয়েছে, সেটার ভরপুর ফায়দা তুললেন ভারতের (Indian Cricket Team) এই তারকা ব্যাটার। ১৯০ বলে রাহুলের ব্যাট থেকে বেরিয়ে এল একটি ঝকঝকে শতরান। এই ইনিংসে তিনি এক ডজন বাউন্ডারি হাঁকিয়েছেন। গোটা দেশ আপাতত রাহুলের প্রশংসায় মেতে উঠেছে। আর ভারতীয় ক্রিকেট দল আপাতত ৩ উইকেট হারিয়ে ২১৪ রান করে ফেলেছে। ওয়েস্ট ইন্ডিজের থেকে তারা ৫১ রানে এগিয়ে রয়েছে।

Advertisment

KL Rahul Century: বিধ্বংসী শতরান রাহুলের, ভয়ে কাঁপছে ক্যারিবিয়ান ব্রিগেড

শুধুমাত্র শতরানই নয়, আরও একটি রেকর্ড কায়েম করেছেন কেএল রাহুল। ২০২৫ সালটা রাহুলের জন্য বেশ ভালই কাটছে। চলতি বছর ওপেনিং ব্যাটার হিসেবে তিনি সর্বাধিক রানের রেকর্ডও কায়েম করে ফেলেছেন। ইতিপূর্বে এই রেকর্ডটি ইংল্যান্ডের ক্রিকেটার বেন ডাকেটের দখলে ছিল। তবে রাহুল সেটা ব্রিটিশ ওপেনারের থেকে ইতিমধ্যেই ছিনিয়ে নিয়েছেন।

Advertisment

IND vs ENG 5th Test KL Rahul Record: ২২ বছর পর বদলাল ইতিহাস, ওভাল টেস্টে কোন রেকর্ড গড়লেন রাহুল?

দুর্দান্ত পারফরম্য়ান্স রাহুলের

২০২৫ সালে কেএল রাহুল দুর্দান্ত পারফরম্য়ান্স করেছেন। প্রত্যেকটা ম্য়াচেই তিনি ভারতীয় ক্রিকেট দলের হয়ে শুরুটা বেশ ভাল করছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অহমেদাবাদ টেস্ট ম্য়াচেও কোনও অন্যথা হল না। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি ১০০ রানে ব্যাট করছেন। এই ইনিংস চলাকালীন তিনি ইংল্যান্ডের তারকা ওপেনার বেন ডাকেটের একটি রেকর্ড ভেঙে দিলেন। ২০২৫ সালে সর্বাধিক রান সংগ্রহকারী ওপেনারের তালিকায় শীর্ষস্থান দখল করলেন। প্রথমে এই তালিকায় এক নম্বরে ছিলেন বেন ডাকেট। তিনি ৬ ম্য়াচে ৬০২ রান করেছিলেন। এবার রাহুল তাঁকে টপকে নাম্বার ওয়ানের ব্যাটন নিজের হাতে তুলে নিলেন।

KL Rahul Test record: ইতিহাসের দোরগোড়ায় কেএল রাহুল, ম্যানচেস্টার টেস্টেই মালিক হবেন এই বিরল কীর্তির

টেস্ট ক্রিকেটে সর্বাধিক রানের তালিকায় তৃতীয় ব্যাটার

ওপেনিং ব্যাটারদের তালিকায় এই বছর সবথেকে বেশি রান করা ক্রিকেটারদের মধ্যে শীর্ষস্থান দখল করেছিল কেএল রাহুল। অন্যদিকে, ২০২৫ সালে সর্বাধিক রানের তালিকায় তৃতীয় ব্যাটার হিসেবে নাম লিখিয়েছেন এই ভারতীয়। এই তালিকায় আবার সবার উপরে রয়েছেন শুভমান গিল। তিনি ৭ ম্যাচে ৮০০-র বেশি রান করেছেন। অহমেদাবাদ টেস্টে ৫০ রান করে তিনি অবশ্য আউট হয়ে গিয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন জিম্বাবোয়ের সীন উইলিয়ামস। তিনি ৮ ম্য়াচে মোট ৬৪৮ রান করেছেন।

KL Rahul India vs West Indies Indian Cricket Team