India vs England 4th Test Match: টিম ইন্ডিয়ার তারকা পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে (IND vs ENG) এক বড় রেকর্ড নিজের নামে করার দোরগোড়ায় রয়েছেন। যদি তাঁকে চতুর্থ টেস্টে কোচ গৌতম গম্ভীর প্লেয়িং ইলেভেনে রাখেন, তবে তিনি অস্ট্রেলিয়ার কিংবদন্তি ডেনিস লিলিকে আন্তর্জাতিক উইকেটের তালিকায় টপকে যেতে পারেন। বর্তমানে সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারত। তাই ম্যানচেস্টারে হতে চলা এই ম্যাচটি (IND vs ENG 4th Test Match) দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভারত ও ইংল্যান্ডের (India vs England) মধ্যে চতুর্থ টেস্ট ম্যাচ ২৩ থেকে ২৭ জুলাই পর্যন্ত ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত হবে। সফরের শুরুতে কোচ গম্ভীর জানিয়েছিলেন, বুমরাহ পাঁচটির মধ্যে মাত্র তিনটি টেস্ট খেলবেন। তাই চতুর্থ টেস্টে তাঁর খেলা নিশ্চিত ছিল না। তবে আকাশদীপ ও আর্শদীপ সিং চোট পেয়ে ছিটকে যাওয়ায় বুমরাহর খেলা এখন অনেকটাই নিশ্চিত।
আরও পড়ুন গুরুত্বপূর্ণ ম্য়াচে কেন বিশ্রাম বুমরাহকে? গম্ভীরের 'তুঘলকি' সিদ্ধান্তে চটে লাল শাস্ত্রী-গাভাসকার
ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে জানিয়েছেন, “আমরা ম্যানচেস্টারে বসেই সিদ্ধান্ত নেব। আমাদের জানা আছে শেষ দুই টেস্টের মধ্যে যেকোনও একটিতে বুমরাহকে পাওয়া যাবে। যেহেতু সিরিজের ফলাফল অনেকটাই এই ম্যাচের উপর নির্ভর করছে, তাই তাঁর খেলার সম্ভাবনা বেশি।”
ডানহাতি এই পেসার আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় ডেনিস লিলিকে টপকে যেতে মাত্র ৪ উইকেট দূরে রয়েছেন। লিলি তাঁর কেরিয়ারে ১৩৩টি আন্তর্জাতিক ম্যাচে ৪৫৮ উইকেট নিয়েছিলেন। এর মধ্যে ৩৫৫টি টেস্টে এবং ১০৩টি ওয়ানডেতে।
আরও পড়ুন ব্যালকনিতে টেনে নিয়ে যান বুমরাহ, তারপর...! সেই রাতে কী হয়েছিল জানালেন সঞ্জনা
অন্যদিকে, বুমরাহর ঝুলিতে এখন পর্যন্ত রয়েছে ৪৫৫ উইকেট। টেস্টে ২১৭, ওয়ানডেতে ১৪৯ এবং T20 ফরম্যাটে ৮৯ উইকেট। চতুর্থ টেস্টে খেললে তিনি এই মাইলফলক স্পর্শ করতে পারেন।
আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড রয়েছে শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুথাইয়া মুরলিধরনের দখলে। তিনি তাঁর কেরিয়ারে ১৩৪৭টি উইকেট নিয়েছেন, যার মধ্যে টেস্টেই রয়েছে ৮০০টি। তাঁর পরে আছেন অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন (১০০১ উইকেট)। তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন, যিনি ৪০১ ম্যাচে ৯৯১টি উইকেট নিয়ে ফাস্ট বোলারদের মধ্যে শীর্ষে রয়েছেন। এই তালিকায় অনেক পিছনে রয়েছেন বুমরাহ।
আরও পড়ুন 'স্ত্রী'র ফোন, তবে আমি ধরব না!' কেন একথা বললেন বুমরাহ?