KL Rahul: ভারত এবং ইংল্যান্ডের (India vs England) মধ্যে আপাতত ৫ ম্য়াচের টেস্ট সিরিজ চলছে। এই সিরিজে শুভমান গিল (Shubman Gill) ইতিমধ্যে সর্বাধিক রান করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। অন্যদিকে, ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) অভিজ্ঞ ব্যাটার কেএল রাহুল কঠিন পরিস্থিতির মধ্যে যেভাবে লাগাতার গুরুত্বপূর্ণ ইনিংস খেলছেন, তা নিয়েও বইতে শুরু করেছে প্রশংসার ঝড়। এই টেস্ট সিরিজে রাহুলই যে টিম ইন্ডিয়ার 'ত্রাতা' হয়ে উঠেছেন, তা নিঃসন্দেহে বলা যেতেই পারে। এবার ম্যানচেস্টারে আয়োজিত চতুর্থ টেস্ট ম্য়াচে (IND vs ENG 4th Test Match) রাহুলের সামনে রয়েছে এক নয়া ইতিহাসের হাতছানি।
ইংল্যান্ডের মাটিতে ইতিহাস গড়তে রাহুলের দরকার আর ১১ রান
আসলে, ইংল্যান্ডের মাটিতে কেএল রাহুল টেস্ট ক্রিকেটে ১,০০০ রানের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন। যদিও তাঁকে এখনও ১১ রান করতে হবে। যদি রাহুল এই মাইলফলক স্পর্শ করতে পারেন, তাহলে চতুর্থ ভারতীয় ব্যাটার হিসেবে ইংল্যান্ডের মাটিতে তিনি এই কৃতিত্ব অর্জন করবেন।
IND vs ENG, 4th Test Playing 11: Dear Cricket থেকে আর সুযোগ নয়! লর্ডস টেস্টের পরই বিদায় ঘণ্টা বেজে গেল করুণের?
তাঁর আগে ভারতীয় ক্রিকেট দলের মাত্র ৩ ব্যাটারই এই সাফল্য অর্জন করেছিলেন। শচীন তেন্ডুলকর (১,৫৭৫ রান), রাহুল দ্রাবিড় (১,৩৭৬ রান) এবং সুনীল গাভাসকার (১,১৫২ রান)। প্রসঙ্গত, রাহুল এখনও পর্যন্ত ১২ টেস্ট ম্য়াচে ৪১.২০ গড়ে মোট ৯৮৯ রান করেছেন। এরমধ্যে ৪ শতরান রয়েছে। চতুর্থ টেস্ট ম্য়াচে একটা ছোট ইনিংসই ক্রিকেট ইতিহাসের স্পেশাল ক্লাবে নাম লেখাতে সাহায্য করবে।
IND vs ENG: চতুর্থ টেস্টের আগে বিরাট ধাক্কা টিম ইন্ডিয়ার, মারাত্মক চোটে অনিশ্চিত তারকা বোলার
চলতি সিরিজে দুর্দান্ত পারফরম্য়ান্স
চলতি ইংল্যান্ড সফরে কেএল রাহুল এখনও পর্যন্ত যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছেন। গত ৩ টেস্ট ম্য়াচে তিনি ৬২.৫০ ব্যাটিং গড়ে ৩৭৫ রান করেছেন। এই সিরিজের প্রথম ম্য়াচে (লিডস) তিনি নজরকাড়া শতরান (১০৭ রান) করেছিলেন।
IND vs ENG: সামনে থাকবেন শুধু শচীন, ম্যানচেস্টার টেস্টে ৫ মহারেকর্ডের সামনে জো রুট
এরপর এজবাস্টনের দ্বিতীয় ইনিংসেও তাঁর ব্য়াট থেকে ঝকঝকে ৫৫ রান বেরিয়ে এসেছিল। লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ১০০ রান করেন কেএল রাহুল। ১৭৭ বলে এই শতরান হাঁকান তিনি। যদিও দ্বিতীয় ইনিংসে তিনি মাত্র ৩৯ রান করেই আউট হয়ে যান। রাহুল ৫ ম্য়াচের এই টেস্ট সিরিজে এখনও পর্যন্চ ৩৭৫ রান করেছেন এবং চতুর্থ সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটার হিসেবে নাম লিখিয়ে ফেলেছেন।
IND vs ENG: হনুমান চালিসা শুনছেন সিরাজ? টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমের Video ফাঁস হতেই ব্যাপক শোরগোল
যথেষ্ট প্রত্যাশা রয়েছে রাহুলের থেকে
ভারতীয় ক্রিকেট দল চলতি টেস্ট সিরিজে এখনও পর্যন্ত ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে। আগামী ২৩ জুলাই থেকে ম্য়ানচেস্টারে চতুর্থ টেস্ট ম্য়াচ শুরু হতে চলেছে। এই ম্য়াচ জিততে পারলেই টিম ইন্ডিয়া সিরিজে সমতা ফেরাতে পারবে। সেইসঙ্গে রাহুল দাঁড়িয়ে রয়েছেন এক ঐতিহাসিক মুহূর্তের সন্ধিক্ষণে। ভারতকে চতুর্থ টেস্ট ম্য়াচ জিততে হলে রাহুলের ব্যাট থেকে আরও একটা বড় রানের ইনিংস দরকার। যাতে ইংল্যান্ডের মাটিতে টিম ইন্ডিয়া কামব্যাক করতে পারে।