কোনও ভিডিও-তে দেখা যাচ্ছে, শপিং মলে গিয়ে দরাদরি করছেন। অন্য এক ভিডিওতে আবার প্রেমিকপ্রবর সেজে বান্ধবীকে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। কখনও উদ্দাম নাচ, কখনও আবার ক্রিকেট খেলার বিশ্লেষণ। প্রতিটি ভিডিও-র কমন পয়েন্ট একটাই। তা হল, বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওয় চর্চা কেবল বিরাট কোহলিকে নিয়ে। অনেকের মনেই প্রশ্ন টিকটকে-র মতো অ্যাপ ব্যবহার করেন কোহলি?
ঘটনা হল, কস্মিনকালেও বিরাট টিকটক অ্যাপ ব্যবহার করেন না। তবে সেই ভিডিও-র ব্যক্তি স্রেফ অবিকল বিরাট কোহলির মতো চেহারা নিয়েই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন। চুলের কেতা, ভ্রু, গাল ভর্তি দাড়ি কিংবা হাঁটার স্টাইল- কে বলবে ইনি বিরাট কোহলি নন।
আরও পড়ুন স্ত্রী-দের নিয়ে এবার চূড়ান্ত সিদ্ধান্ত কোহলির! ভারতীয় ক্রিকেটে বিস্ফোরক সিদ্ধান্ত
সোশ্যাল মিডিয়ার এই বিরাট কোহলি আসলে গৌরব অরোরা। টিকটকে গৌরবঅরোরা_৫ এই অ্যাকাউন্টের এখন ফলোয়ার সংখ্যা ৪ মিলিয়ন। হার্টসের সংখ্য়া ৩৩.৩ মিলিয়ন। লাখো লাখো এই ফলোয়ার কিংবা হার্টসের নেপথ্যে একটাই বিষয়- গৌরবের চেহারার সঙ্গে বিরাট কোহলির অসম্ভব সাদৃশ্য।
আরও পড়ুন: কেন্দ্রের প্রশ্নের সঠিক উত্তর দিতে ব্যর্থ হলে ফের নিষিদ্ধ হবে টিকটক
বিশ্বকাপের সময়েই গৌরব আরও প্রচারের আলোয় এসেছেন। বিশ্বকাপে টিম ইন্ডিয়াকে সমর্থন করে যে ভিডিও পোস্ট করেছিলেন বিরাটের ডোপলেঞ্জার, সেটির লাইকের সংখ্যা ৩৮ হাজার! টিকটকে সেলিব্রিটিদের লুক-এলাইক বিরল নয়। সলমন খানের ডোপলেঞ্জার যিনি নাজিম খান, তাঁরই টিকটকে ফলোয়ার সংখ্যা ছিল ২ মিলিয়ন।
কোহলি অবশ্য সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার সংখ্যায় টেক্কা দিয়েছেন ভাইজানকে।