KKR vs RR Match Preview: আইপিএল ২০২৫ অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম মরশুম শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি রোমাঞ্চকর ম্য়াচের সাক্ষী হয়েছে গোটা ক্রিকেট বিশ্ব। এই টুর্নামেন্টের ষষ্ঠ ম্য়াচে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) এবং কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। আগামী বুধবার (২৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হবে।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চলতি মরশুমে দুটো দলই প্রথম ম্য়াচে হেরে গিয়েছে। কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অন্য়দিকে, সানরাইজার্স হায়দরাবাদ হারিয়েছে রাজস্থান রয়্যালসকে। এই পরিস্থিতিতে আগামী ম্য়াচে দুটো দলই জয়ের সরণীতে ফেরার চেষ্টা করবে। আসুন তাহলে জেনে নেওয়া যাক, কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালসের মধ্যে ধারে-ভারে কোন দল এগিয়ে রয়েছে? কেমনই বা হতে পারে, দুই দলের সম্ভাব্য একাদশ?
দুটো দলের হেড-টু-হেড রেকর্ড
সবার আগে জেনে নেওয়া যাক, এই দুটো দলের মধ্যে মোট কতবার লড়াই হয়েছে? আর কোন দলই বা বেশি ম্যাচে জয়লাভ করেছে? পরিসংখ্যান বলছে, কলকাতা এবং রাজস্থানের মধ্যে মোট ৩০ ম্য়াচ খেলা হয়েছে। এরমধ্যে দুটো দলই ১৪ ম্য়াচে জয়লাভ করেছে। বাকি দুটো ম্য়াচ অমীমাংসিত রয়ে গিয়েছে।
Sourav Ganguly KKR: কেকেআরের প্রথম ম্য়াচে কত রান করেছিলেন সৌরভ, মনে আছে সেকথা?
দুটো দলের মধ্যে সর্বাধিক রানের দিকে যদি চোখ বুলিয়ে নেওয়া যায়, তাহলে দেখা যাবে যে কলকাতা নাইট রাইডার্সের সর্বাধিক স্কোর ২২৩ রান। অন্যদিকে, রাজস্থান রয়্যালস করেছে ২২৪ রান। আর যদি সর্বনিম্ন স্কোরের কথা বলতে হয়, তাহলে কলকাতা নাইট রাইডার্স করেছে ১২৫ রান এবং রাজস্থান ৮১।
RCB vs KKR: ১৭ বছর পর শাপমোচন, আইপিএল ওপেনারে বিরাট ব্যাটিংয়ে পরাস্ত কেকেআর
এবার দুটো দলের সম্ভাব্য একাদশ নিয়ে আলোচনা করা যাক। কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশে থাকতে পারেন, সুনীল নারিন, কুইন্টন ডি'কক (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), রমনদীপ সিং, রিঙ্কু সিং, অঙ্গকৃশ রঘুবংশী, আন্দ্রে রাসেল, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী এবং অনরিখ নোর্খিয়া। পাশাপাশি স্পেনসার জনসন এবং বৈভব অরোরাকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে রাখা হতে পারে।
KKR vs RCB: রাহানের হাফসেঞ্চুরির পর দুরন্ত কামব্যাক আরসিবি-র, জমে উঠল ২০২৫ আইপিএলের প্রথম ম্য়াচ
গত ম্য়াচের মতো বুধবারও সুনীল নারিন নিশ্চিতভাবে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেন করবেন। তাঁর সঙ্গে জুটি বাঁধবেন দলের অপর বিদেশি তারকা কুইন্টন ডি'কক। এরপর তিন নম্বরে ব্যাট করতে আসবেন অধিনায়ক অজিঙ্কা রাহানে।
KKR vs RCB: কেকেআর বনাম আরসিবি ম্যাচ, বড় মাইলস্টোনের সামনে বিরাট কোহলি!
এবার রাজস্থান রয়্যালসের প্রথম একাদশের কথায় আসা যাক। যশস্বী জয়সওয়াল, শুভম দুবে, নীতিশ রানা, রিয়ান পরাগ (অধিনায়ক), ধ্রুব জুরেল (উইকেটকিপার), সিমরন হেটমায়ার, জোফ্রা আর্চার, মহেশ থিক্ষণা, তুষার দেশপাণ্ডে, সন্দীপ শর্মা এবং ফজলহক ফারুকি। পাশাপাশি সঞ্জু স্যামসনকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো হতে পারে।
সঞ্জু স্যামসনের অনুপস্থিতিতে রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দিচ্ছেন রিয়ান পরাগ। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে ওপেন করতে পারেন সঞ্জু স্যামসন।