KKR vs RR Pitch Report: রানের বন্যা না বোলিং দাপট, রাজস্থানের বিরুদ্ধে কেমন উইকেটে খেলবে কেকেআর?

KKR vs RR Pitch Report: রাজস্থান এবং কেকেআর-এর মধ্যে এই রোমাঞ্চকর ম্যাচটি গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। এই উইকেটে সচরাচর রানের বন্যা দেখতে পাওয়া যায়।

KKR vs RR Pitch Report: রাজস্থান এবং কেকেআর-এর মধ্যে এই রোমাঞ্চকর ম্যাচটি গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। এই উইকেটে সচরাচর রানের বন্যা দেখতে পাওয়া যায়।

author-image
IE Bangla Sports Desk
New Update
KKR vs RR Pitch Report

গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে কেকেআর বনাম রাজস্থান রয়্যালস খেলতে নামবে Photograph: (কৌশিক বিশ্বাস)

KKR vs RR: ২০২৫ আইপিএল টুর্নামেন্টের প্রথম ম্যাচটা হেরে গিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে কার্যত একতরফাভাবে হেরে গিয়েছে কেকেআর ব্রিগেড। কলকাতার মতোই করুণ দশা রাজস্থান রয়্যালসেরও।

Advertisment

IPL KKR: রাজস্থান ম্যাচে ট্যাকটিকস বদলাচ্ছে কেকেআর, কী জানালেন কোচ ভরত অরুণ?

রিয়ান পরাগের নেতৃত্বে রাজস্থানের রয়্যালবাহিনী (Rajasthan Royals) খেলতে নেমেছিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। তবে এই ম্যাচে ঈশান কিষানের শতরান রাজস্থানের যাবতীয় পরিকল্পনা ভেস্তে দেয়। এবার গুয়াহাটিতে এই দুটো দল (কলকাতা এবং রাজস্থান) একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। চলতি টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচে কোন দলের মুখে শেষপর্যন্ত জয়ের হাসি লেগে থাকে, সেটাই আপাতত দেখার।

KKR vs RR, IPL 2025: কলকাতা বনাম রাজস্থান, ভয়ঙ্কর খেলার বাজিগর কে?

Advertisment

কেমন হতে চলেছে গুয়াহাটির উইকেট

রাজস্থান এবং কেকেআর-এর মধ্যে এই রোমাঞ্চকর ম্যাচটি গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। এই উইকেটে সচরাচর রানের বন্যা দেখতে পাওয়া যায়। অনেকে তো আবার ব্যাটারদের স্বর্গোদ্যান বলেও উল্লেখ করেন। অর্থাৎ, বুধবারের (২৬ মার্চ) ম্যাচে যে চার-ছক্কার বন্যা দেখতে পাওয়া যাবে, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই।

RCB vs KKR: ১৭ বছর পর শাপমোচন, আইপিএল ওপেনারে বিরাট ব্যাটিংয়ে পরাস্ত কেকেআর

প্রসঙ্গত, এই উইকেটে যথেষ্ট বাউন্স রয়েছে। সেকারণে বল খুব সহজেই ব্য়াটারদের কাছে আসে। আর তাই ব্যাটারদের পক্ষেও সেই বলের উপর বাউন্ডারির ঠিকানা লিখতে খুব বেশি অসুবিধা হয় না। অন্য়দিকে, রান আটকানোর জন্য বরং বোলারদের যথেষ্ট কাঠখড় পোড়াতে হবে। রাজস্থান এবং কলকাতার স্কোয়াডে 'এক সে বঢ়কর এক' ব্যাটার রয়েছে। মোটের উপর ভারতীয় ক্রিকেট সমর্থকরা একেবারে পয়সা উসুল পারফরম্যান্স দেখতে পাবেন।

KKR vs RCB: রাহানের হাফসেঞ্চুরির পর দুরন্ত কামব্যাক আরসিবি-র, জমে উঠল ২০২৫ আইপিএলের প্রথম ম্য়াচ

গুয়াহাটির এই স্টেডিয়ামে এখনও পর্যন্ত মোট তিনটে ম্যাচ আয়োজন করা হয়েছে। এরমধ্যে দুটো ম্যাচে যে দল প্রথমে ব্যাট করতে নেমেছে, তারা জয়লাভ করেছে। আর বাকি একটি ম্যাচ জিতেছে যে দল রান তাড়া করছিল। 

এই মাঠে প্রথম ইনিংসে গড়পড়তা ১৮০ রান ওঠে। ফলে আপনারা খুব সহজেই অনুমান করতে পারবেন যে ব্যাটারদের ঠিক কতটা দাপট দেখতে পাওয়া যায়। বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে সর্বাধিক ১৯৯ রান উঠেছে। কেকেআর এবং রাজস্থান একে অপরের বিরুদ্ধে মোট ২৯ বার লড়াইয়ে নেমেছে। এরমধ্যে ১৪ ম্যাচে জয়লাভ করেছে কলকাতা নাইট রাইডার্স। 

Rajasthan Royals IPL KKR Kolkata Knight Riders