Kuldeep Yadav 5 Wickets: 'খুবই দুর্ভাগ্যজনক...', কুলদীপকে নিয়ে 'বড় কথা' কুম্বলের! কোন দিকে ইশারা?

Kuldeep Yadav 5 Wickets: দিল্লি টেস্ট ম্য়াচের প্রথম ইনিংসে ক্যারিবিয়ান ব্য়াটাররা মাত্র ২৪৮ রানে অলআউট হয়ে যায়। আর এই ধ্বংসের নেপথ্যে নায়ক হলেন টিম ইন্ডিয়ার রিস্ট স্পিনার কুলদীপ যাদব। প্রথম ইনিংসে কুলদীপ মোট ৫ উইকেট শিকার করলেন।

Kuldeep Yadav 5 Wickets: দিল্লি টেস্ট ম্য়াচের প্রথম ইনিংসে ক্যারিবিয়ান ব্য়াটাররা মাত্র ২৪৮ রানে অলআউট হয়ে যায়। আর এই ধ্বংসের নেপথ্যে নায়ক হলেন টিম ইন্ডিয়ার রিস্ট স্পিনার কুলদীপ যাদব। প্রথম ইনিংসে কুলদীপ মোট ৫ উইকেট শিকার করলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Kuldeep Yadav and Anil Kumble

কুলদীপ যাদব এবং অনিল কুম্বলে

India vs West Indies: দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আপাতত ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট ম্য়াচ খেলা হচ্ছে। এই ম্য়াচে টিম ইন্ডিয়া আপাতত যথেষ্টই ফ্রন্ট-ফুটে রয়েছে। প্রথম ইনিংসে ক্যারিবিয়ান ব্য়াটাররা মাত্র ২৪৮ রানে অলআউট হয়ে যায়। আর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) ইতিমধ্যে ফলো-অন করানোর সিদ্ধান্ত নিয়েছেন। আরও একবার জঘন্য ব্যাটিংয়ের 'নজরানা' পেশ করলেন ক্যারিবিয়ান ব্যাটাররা। পাশাপাশি এই ফলো-অনের নেপথ্যে নায়ক হলেন টিম ইন্ডিয়ার রিস্ট স্পিনার কুলদীপ যাদব (Kuldeep Yadav)। প্রথম ইনিংসে কুলদীপ মোট ৫ উইকেট শিকার করলেন। বেশ কয়েক বছর পর ফের টেস্ট ক্রিকেটে কামব্যাক করেছেন কুলদীপ যাদব। এবার তাঁকে নিয়ে একটি বড়সড় মন্তব্য করে বসলেন ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তী লেগ স্পিনার অনিল কুম্বলে (Anil Kumble)।

Advertisment

IND vs WI 2nd Test Follow On: লজ্জার ব্যাটিং ক্যারিবিয়ানদের, ফলো অন করাল টিম ইন্ডিয়া

কুলদীপ সম্পর্কে কী বললেন অনিল কুম্বলে?

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আয়োজিত চলতি টেস্ট সিরিজে কুলদীপ যাদব দুর্দান্ত বল করছেন। যদিও এটা তাঁর টেস্ট কেরিয়ারের ১৫ নম্বর ম্য়াচ। প্রায় ৮-৯ বছর আগে টিম ইন্ডিয়ার হয়ে ডেবিউ করেছিলেন কুলদীপ। ইতিমধ্যে বেশ কয়েকবার তাঁকে টিম ইন্ডিয়ার টেস্ট স্কোয়াডে রাখা হলেও, প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়নি। ইতিপূর্বে, শুভমান গিলের নেতৃত্বে কুলদীপ ইংল্য়ান্ডের বিরুদ্ধে ৫ ম্য়াচের টেস্ট সিরিজে সুযোগ পেয়েছিলেন। কিন্তু, একটাও ম্য়াচে তিনি টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ পাননি। সেটা নিয়ে ইতিমধ্যে একাধিক প্রশ্ন উঠেছিল।

Advertisment

IND vs WI Test 2025: ব্যাটিংয়ে সাফল্যের পর, দুর্দান্ত ক্যাচ নিয়ে দ্বিতীয় দিনের হিরো সুদর্শন!

এবার টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক অনিল কুম্বলে বললেন, 'কুলদীপ যাদব আন্তর্জাতিক ক্রিকেটে ৮-৯ বছর আগে ডেবিউ করেছে। কিন্তু, এটা খুবই দূর্ভাগ্যজনক যে আজ পর্যন্ত ও মাত্র ১৫ টেস্ট ম্য়াচই খেলার সুযোগ পেয়েছে।' প্রসঙ্গত, এই সিরিজের আগে কুলদীপ মাত্র ১৩ টেস্ট ম্য়াচ খেলেছিলেন। সেটা নিয়ে বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার একাধিক প্রশ্নও তুলেছিলেন।

Shubman Gill Accident News: ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে শুভমান! জানলে চমকে উঠবেন

প্রথম টেস্ট ম্য়াচে ৪ উইকেট শিকার করেন কুলদীপ

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট ম্য়াচটি অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া এক ইনিংস এবং ১৪০ রানে জয়লাভ করেছিল। অহমেদাবাদ টেস্টে কুলদীপ নজরকাড়া বোলিং করেন। প্রথম টেস্ট ম্য়াচে বল হাতে তিনি মোট ৪ উইকেট শিকার করেছিলেন। দুটো ইনিংসেই তিনি দুটো করে উইকেট শিকার করেন। এরপর দিল্লি টেস্টের প্রথম ইনিংসে তিনি সর্বাধিক ৫ উইকেট শিকার করলেন।

Anil Kumble Kuldeep Yadav Shubman Gill India vs West Indies