Kuldeep Yadav Wickets: কপালটাই খারাপ কুলদীপের, অল্পের জন্য হাতছাড়া এই স্পেশাল রেকর্ড!

Kuldeep Yadav Wickets: এই ম্য়াচে সংযুক্ত আরব আমিরশাহী মাত্র ৫৭ রানে গুটিয়ে যায়। ভারতীয় বোলাররা অবশ্য দুর্দান্ত পারফরম্য়ান্স করলেন। কুলদীপ যাদব সর্বাধিক চার উইকেট শিকার করেছেন।

Kuldeep Yadav Wickets: এই ম্য়াচে সংযুক্ত আরব আমিরশাহী মাত্র ৫৭ রানে গুটিয়ে যায়। ভারতীয় বোলাররা অবশ্য দুর্দান্ত পারফরম্য়ান্স করলেন। কুলদীপ যাদব সর্বাধিক চার উইকেট শিকার করেছেন।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Kuldeep Yadav

একাই ৪ উইকেট শিকার করলেন কুলদীপ যাদব

Kuldeep Yadav: ২০২৫ টি-২০ এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতীয় ক্রিকেট দল (Indian cricket team) তাদের প্রথম ম্য়াচ সংযুক্ত আরব আমিরশাহীর (India vs UAE) বিরুদ্ধে খেলতে নেমেছে। এই ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। দলের অলরাউন্ডারদের উপরে ভরসা রেখেছিলেন তিনি। এই ম্য়াচের তারকা স্পিনার কুলদীপ যাদব দুর্দান্ত পারফরম্য়ান্স করলেন। আরবের 'আমিরি চাল' তিনি একাই কার্যত ধুলোয় মিশিয়ে দেন।

Advertisment

India Playing XI Asia Cup 2025: কার ভাগ্যে ছিঁড়ল শিকে, কে'ই বা পড়লেন বাদ? দেখে নিন, টিম ইন্ডিয়ার প্রথম একাদশ

এক ওভারেই তিন উইকেট নিলেন কুলদীপ

সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে কুলদীপ যাদব নবম ওভার করতে আসেন। আর আসতে না আসতেই তিনি দুরন্ত পারফরম্য়ান্স শুরু করেন। প্রথম বলেই তিনি রাহুল চোপড়াকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেন। এরপর দ্বিতীয় বলে ১ রান খরচ করেন তিনি। তৃতীয় বলটা ডট হয়। এরপর চতুর্থ বলে তিনি আরব আমিরশাহীর অধিনায়ক মহম্মদ ওয়াসিমের উইকেট শিকার করেন। তাঁকে LBW আউট করেন। অনেকক্ষণ ধরে তিনি উইকেটে লড়াই করে যাচ্ছিলেন। এরপর পঞ্চম বলে ২ রান আসে। আর ওভারের অন্তিম তথা ষষ্ঠ বলে কুলদীপ হর্ষিত কৌশিককে আউট করে দেন। আর এভাবেই তিনি এক ওভারে তিন উইকেট শিকার করেন। কিন্তু, পরপর তিনটে বলে তিনি এই ৩ উইকেট শিকার করতে পারেননি। সেকারণে হ্যাটট্রিক তাঁর হাতছাড়া হয়ে যায়।

Advertisment

IND vs UAE Asia Cup 2025 Live Streaming: কোথায়-কীভাবে লাইভ দেখবেন ভারত বনাম সংযুক্ত আরব আমিরশাহী ম্য়াচ? জেনে নিন সহজ উপায়

কুলদীপ যাদবের প্রথম ওভার

  • প্রথম বল - রাহুল চোপড়ার উইকেট শিকার
  • দ্বিতীয় বল - ১ রান
  • তৃতীয় বল - কোনও রান দেননি
  • চতুর্থ বল - মহম্মদ ওয়াসিমের উইকেট শিকার
  • পঞ্চম বল - ২ রান
  • ষষ্ঠ বল - হর্ষিত কৌশিকের উইকেট শিকার

Asia Cup 2025: প্রথমবার এশিয়া কাপ খেলতে নামছেন ভারতের ৭ ক্রিকেটার! পাঁচ নম্বরে রয়েছে টিম ইন্ডিয়ার তারকা

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে শিকার করেছেন ৭০-এর বেশি উইকেট

ভারতীয় ক্রিকেট দলের হয়ে কুলদীপ যাদব আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ২০১৭ সালে ডেবিউ করেছিলেন। এরপর টিম ইন্ডিয়ার হয়ে তিনি এখনও পর্যন্ত ৪১ টি-২০ ম্য়াচ খেলেছেন। শিকার করেছেন ৭২ উইকেট। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তিনি ২ বার একটি ম্য়াচে পাঁচ উইকেট শিকার করেছেন।

India vs UAE Weather Report: এশিয়া কাপে চরম সমস্যায় ভারত, প্রথম ম্য়াচই ভেস্তে যাবে বৃষ্টিতে?

দুর্দান্ত পারফরম্য়ান্স ভারতীয় বোলারদের

এই ম্য়াচে সংযুক্ত আরব আমিরশাহীর ব্যাটাররা একেবারে নজর কাড়তে পারেননি। দলের হয়ে সর্বাধিক ২২ রান করেন আলিশান শরাফু। বাকি ব্যাটাররা একেবারেই ফ্লপ হয়ে যান। গোটা দল মাত্র ৫৭ রানে গুটিয়ে যায়। ভারতীয় বোলাররা অবশ্য দুর্দান্ত পারফরম্য়ান্স করলেন। কুলদীপ যাদব সর্বাধিক চার উইকেট শিকার করেছেন। এছাড়া শিবম দুবের ঝুলিতে এসেছে ৩ উইকেট। জসপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেল এবং বরুণ চক্রবর্তী একটি করে উইকেট শিকার করেছেন।

Indian Cricket Team India vs UAE Asia Cup 2025 Kuldeep Yadav