/indian-express-bangla/media/media_files/2025/06/18/txl73ZEURpW9BlojCBeA.jpg)
আগামী ডিসেম্বর মাসে কলকাতায় আসছেন লিওনেল মেসি
Lionel Messi: বাঙালি ফুটবল সমর্থকদের কাছে এর থেকে ভাল খবর আর কীই বা হতে পারে? দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতায় পা রাখছেন কিংবদন্তী ফুটবলার লিওনেল মেসি। আটবারের ব্যালন ডি'অর খেতাবজয়ী এই ফুটবলারকে নিয়ে ইতিমধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। আগামী ১৩ ডিসেম্বর কলকাতায় পা রাখছেন লিও। তবে শুধুমাত্র কলকাতাই নয় - অহমেদাবাদ, মুম্বই এবং দিল্লিতেও যাবেন তিনি। অবশেষে ১৫ ডিসেম্বর তিনি ভারতকে বিদায় জানাবেন।
Lionel Messi India Tour 2025: মেসির ভারত সফর নিয়ে ধামাকা খবর, না পড়লে চরম মিস
ইতিমধ্যে মেসির কলকাতা আগমন নিয়ে একটা বড় আপডেট প্রকাশ্যে এসেছে। বাংলার ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত গত মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে একটি ফেসবক পোস্ট করেছেন। সেখানেই তিনি জানিয়েছেন, কলকাতায় মেসিকে নিয়ে যে অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে, সেই অনুষ্ঠানে টিকিটের কত দাম নির্ধারণ করা হয়েছে। শতদ্রু লিখেছেন, 'হাই কলকাতা, টিকিটের দাম ৩,২৫০ টাকা থেকে শুরু হচ্ছে। তবে এরসঙ্গে জিএসটি যুক্ত হবে। প্রত্যেকে সর্বাধিক চারটে করে টিকিট কাটতে পারবেন।' বুধবার থেকেই প্রথম দফার টিকিট সেল শুরু হয়েছিল। বলার অপেক্ষা রাখে না, এক ঘণ্টার মধ্যে টিকিট ফুরিয়ে গিয়েছে।
দেখে নিন সেই পোস্ট:
ভারতের প্রতি মেসির ভালবাসা যে কতখানি গভীর, সেটা আগেও তিনি একাধিকবার নিজের মুখে স্বীকার করেছেন। ২০১১ সালে শেষবার কলকাতায় এসেছিলেন মেসি। ভেনেজুয়েলার বিরুদ্ধে জাতীয় ফুটবল দলের হয়ে তিনি একটি প্রীতি ম্যাচ খেলেছিলেন। এই ম্যাচে মেসি গোল করতে না পারলেও আর্জেন্টিনা ১-০ গোলে জয়লাভ করেছিল। তবে মেসির আসন্ন সফরে শুধুমাত্র ফুটবল ম্যাচই নয়, আরও অনেক চমক অপেক্ষা করছে বলে দাবি করা হয়েছে।
Lionel Messi Retirement: দেশের হয়ে শেষ ম্যাচ খেলে ফেললেন? আর্জেন্টিনাকে জিতিয়ে কী বললেন মেসি?
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আগামী ১৩ অক্টোবর কলকাতার আইকনিক সল্টলেক স্টেডিয়াম গোট (GOAT) কনসার্ট এবং গোট কাপ আয়োজন করা হচ্ছে। এই কনসার্টে সঙ্গীতানুষ্ঠানের পাশাপাশি একটি প্রীতি ম্য়াচের আয়োজন করা হবে। শোনা যাচ্ছে, এই ম্য়াচে মেসির বিরুদ্ধে খেলতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়, বাইচুং ভুটিয়া এবং লিয়েন্ডার পেজ। বেলা ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। সন্ধ্যাবেলা মেসি তাঁর সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর তিনি অহমেদাবাদের উদ্দেশ্যে রওনা দেবেন।