/indian-express-bangla/media/media_files/2025/09/05/lionel-messi-gets-emotional-2025-09-05-10-29-32.jpg)
ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলতে নেমে কেঁদে ভাসালেন মেসি
Lionel Messi: লিওনেল মেসির পরিচয় আজ আর নতুন করে দেওয়ার দরকার পড়ে না। ফুটবল বিশ্বের অন্যতম সেরা কিংবদন্তী তিনি। আর্জেন্টাইন (Argentina Football Team) সুপারস্টারের একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে। সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, আসন্ন ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের একটি ম্য়াচ খেলতে নেমে তিনি হাউহাউ করে কাঁদছেন। বুয়েনস আয়ার্সে আয়োজিত আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা ম্য়াচটিই মেসির আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারের শেষ ম্য়াচ ছিল। সেকারণে তিনি যথেষ্ট আবেগপ্রবণ হয়ে পড়েন। যদিও এই ব্যাপারে মেসি এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানাননি। অন্যদিকে, এই ম্য়াচে আর্জেন্টিনা ৩-০ গোলে জয়লাভ করেছে।
Lionel Messi Retirement: দেশের হয়ে শেষ ম্যাচ খেলে ফেললেন? আর্জেন্টিনাকে জিতিয়ে কী বললেন মেসি?
পরিবারকে নিয়ে মাঠে এসেছিলেন মেসি
আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা ম্য়াচটি মনুমেন্টাল স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে লিওনেল মেসি গোটা পরিবারকে নিয়ে মাঠে এসেছিলেন। মেসি যখন স্টেডিয়ামে প্রবেশ করছিলেন, সেইসময় প্রায় ৮০,০০০ দর্শক তাঁকে দাঁড়িয়ে অভিবাদন জানান। আর এই দৃশ্য দেখেই মেসি আবেগপ্রবণ হয়ে পড়েন। তাঁর চোখে স্পষ্টতই জল দেখতে পাওয়া যায়। ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলতে নামার আগে অ্যাপল টিভিকে দেওয়া একটি ইন্টারভিউয়ে মেসি বলেছিলেন, 'আমার কাছে এই ম্য়াচটা খুবই স্পেশাল। কারণ এটা যোগ্যতা অর্জনকারী পর্বের অন্তিম ম্য়াচ। এরপর আর প্রীতি ম্য়াচ খেলব কি না, সেটা এখনও আমি জানি না। সেকারণেই মাঠে আমার পরিবার আসবে। আগামীদিনে কী হবে, সেই ব্যাপারে এখনই কিছু বলতে পারব না।'
Lionel Messi Cricket: মেসিকে নিয়ে রটানো হচ্ছে ভূয়ো খবর! সামনে এল চাঞ্চল্যকর সত্যি
দেখে নিন ভিডিও:
Messi can’t hold back the tears.
— TheScreenshotLad (@thescreenlad) September 4, 2025
Messi loves Argentina.
Messi loves football.
pic.twitter.com/cbzWx3mBwI
আগামী ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের বিরুদ্ধে আগামী ম্য়াচ খেলতে নামবে আর্জেন্টিনা ফুটবল দল। আর্জেন্টিনা ফুটবল দলের ফরোয়ার্ড তথা অধিনায়ক নিজেই জানিয়ে দিয়েছেন, এই ম্য়াচে নাকি তিনি খেলতে পারবেন না। ভেনেজুয়েলার বিরুদ্ধে জয়ের পর মেসি বললেন, 'আমি এই ব্যাপারে লিওর (স্কালোনি) সঙ্গে আলোচনা করেছি। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পরের ম্য়াচটা আমাকে বিশ্রাম দেওয়া হবে। একটা চোট কাটিয়ে আবারও মাঠে ফিরেছি আমি। যদিও এখন একেবারেই সুস্থ আছি। তবে আপাতত একটা ম্য়াচ খেলার জন্য যাতায়াতটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি। আগামী ভবিষ্যতে কী অপেক্ষা করছে, সেটার দিকে আমিও তাকিয়ে রয়েছি।' ফলে তিনি নিজেই যে অবসরের জল্পনা নিয়ে ধোঁয়াশা বাড়ালেন, তা নিঃসন্দেহে বলা যেতে পারে।
Lionel Messi vs Cristiano Ronaldo: রোনাল্ডোর এই রেকর্ড অধরাই রইল মেসির, কোনওদিন আর ভাঙতে পারবেন না!
জোড়া গোল করলেন লিওনেল মেসি
এই ম্য়াচটা আর্জেন্টিনা ফুটবল দলের কাছে বিশ্বকাপে যোগ্যতা অর্জনের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। কারণ ২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা ইতিমধ্যেই নিজেদের টিকিট কনফার্ম করে ফেলেছে। ঘরের মাঠে ভেনেজুয়েলার বিরুদ্ধে মেসি ২ গোল করলেন। প্রথম গোলটি করেন ৩৯ মিনিটে। আর দ্বিতীয় গোলটি আসে ৮০ মিনিটে। এই জোড়া গোলের দৌলতেই আর্জেন্টিনা ৩-০ ব্যবধানে জয়লাভ করেছে। ২০২৬ ফুটবল বিশ্বকাপের আয়োজন মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো যৌথভাবে করছে।