Lionel Messi Retirement: দেশের হয়ে শেষ ম্যাচ খেলে ফেললেন? আর্জেন্টিনাকে জিতিয়ে কী বললেন মেসি?

Lionel Messi Retirement News: কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, শুক্রবার (৫ সেপ্টেম্বর) নাকি আর্জেন্টিনার হয়ে শেষ ম্য়াচ খেলবেন লিওনেল মেসি। অর্থাৎ আগামী ফিফা বিশ্বকাপে মেসিকে যে দেখতে পাওয়া যাবে না, সেটা কার্যত সকলেই ধরে নিয়েছিলেন।

Lionel Messi Retirement News: কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, শুক্রবার (৫ সেপ্টেম্বর) নাকি আর্জেন্টিনার হয়ে শেষ ম্য়াচ খেলবেন লিওনেল মেসি। অর্থাৎ আগামী ফিফা বিশ্বকাপে মেসিকে যে দেখতে পাওয়া যাবে না, সেটা কার্যত সকলেই ধরে নিয়েছিলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Lionel Messi (1)

আর্জেন্টিনা ফুটবল দলের অধিনায়ক লিওনেল মেসি

Lionel Messi: কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, শুক্রবার (৫ সেপ্টেম্বর) নাকি আর্জেন্টিনার (Argentina Football Team) হয়ে শেষ ম্য়াচ খেলবেন লিওনেল মেসি। অর্থাৎ আগামী ফিফা বিশ্বকাপে মেসিকে যে দেখতে পাওয়া যাবে না, সেটা কার্যত সকলেই ধরে নিয়েছিলেন। এই পরিস্থিতিতে ভারতীয় সময় অনুসারে শুক্রবার ভোরবেলা ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলতে নেমেছিল আর্জেন্টিনা। এই ম্য়াচে নীল-সাদা বাহিনী শুধুমাত্র ৩-০ গোলে জয়লাভই করেনি। এরমধ্যে জোড়া গোল করলেন স্বয়ং মেসি। খেলার শেষে এই ফুটবল কিংবদন্তীকে তাঁর অবসর সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। কী বললেন লিও, আসুন জেনে নেওয়া যাক।

Advertisment

Lionel Messi Cricket: মেসিকে নিয়ে রটানো হচ্ছে ভূয়ো খবর! সামনে এল চাঞ্চল্যকর সত্যি

কী বললেন মেসি?

প্রসঙ্গত, আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা ম্য়াচটি ভারত থেকে কোনও টেলিভিশন চ্যানেল কিংবা ওটিটি প্ল্যাটফর্মে সম্প্রচার করা হয়নি। তবে সূত্রের খবর, খেলার শেষে মেসি জানিয়েছেন যে অবসরের ব্যাপারে তিনি এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেননি। এলএম১০ বলেছেন, 'আমার বয়স অনেকটাই বেড়ে গিয়েছে। সেকারণে ২০২৬ ফিফা বিশ্বকাপ যে খেলতে পারব না, সেটাই স্বাভাবিক। তবে খেলার জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। নিজের সেরা পারফরম্য়ান্সটা উজাড় করে দিচ্ছি। এই ব্যাপারে আমি এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করিনি। গোটা বিষয়টাই ভবিষ্যৎ পারফরম্যান্সের উপর নির্ভর করছে।' মেসির এই বক্তব্যের পর তাঁর সমর্থকরা যে অনেকটাই স্বস্তিতে রয়েছেন, তা বলা যেতেই পারে।

Advertisment

Lionel Messi: ফুটবল ছেড়ে এবার ক্রিকেটে মেসি! ২২ গজে কাঁপাবেন কোহলি-ধোনিদের সঙ্গে

এবার খেলার বিবরণীতে আসা যাক। এই ম্যাচে আরও একবার আগুন পারফরম্য়ান্স করলেন লিওনেল মেসি। ম্যাচের ৩৯ মিনিটে তিনি ঠান্ডা মাথায় প্রথম গোলটি করলেন। বক্সের মধ্যে বলটা পেয়েছিলেন আলকারেজ। তাঁর কাছে গোল করার যথেষ্ট সুযোগ ছিল। কিন্তু, তিনি দলের অধিনায়কের দিকে বলটা বাড়িয়ে দেন। মেসি খুব সহজেই নিজের দায়িত্বটা পালন করলেন। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি।

Lionel Messi vs Cristiano Ronaldo: রোনাল্ডোর এই রেকর্ড অধরাই রইল মেসির, কোনওদিন আর ভাঙতে পারবেন না!

দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে আসে আর্জেন্টিনার দ্বিতীয় গোল। এবার গোল করলেন লাউতারো মার্টিনেজ। মেসির ফ্রি-কিক বিপক্ষের ডিফেন্স প্রাচীরে ফাটল ধরিয়েছিল। বক্সের মধ্যে ছিলেন নিকো গঞ্জালেস। তিনি মার্টিনেজের দিকে ঘুরে বলটা একটা নিখুঁত পাসে বাড়িয়ে দেন। অবশেষে লাউতারোর হেড আটকানোর ক্ষমতা ছিল না ভেনেজুয়োর গোলকিপার রোমোর।

Lionel Messi Birthday: জন্মদিনেই সুখবরের সঙ্গে এল দুঃসংবাদ! মাঠেই মেজাজ হারালেন 'বার্থডে বয়' মেসি

এরপর মাত্র ৫ মিনিটের মধ্যেই ভেনেজুয়েলার কফিনে শেষ পেরেকটি পুঁতে দিলেন সেই মেসিই। বক্সের ডানদিকে বলটাকে রিসিভ করেছিলেন আলমাডা। কাকে পাসটা বাড়াবেন, প্রথমে ছকে নেন তিনি। অবশেষে মেসির দিকেই বলটা বাড়িয়ে দিলেন তিনি। এরপর বাকি কাজটা আর্জেন্টিনা অধিনায়কই করে দিলেন। সেইসঙ্গে ৩-০ গোলে জয়লাভ করল লা অ্যালবিসেলেস্তে ব্রিগেড। আগামী ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের বিরুদ্ধে খেলতে নামবে আর্জেন্টিনা। এই ম্য়াচে মেসি খেলেন কি না, সেটাই আপাতত দেখার।

Lionel Messi