IPL 2025: যদি টাকা দিয়ে পারফরম্যান্স...! ২৭ কোটির পন্থকে ধুয়ে দিলেন সেহওয়াগ

Rishabh Pant: এলএসজির সম্ভাবনা নিয়ে আলোচনা করতে গিয়ে বীরেন্দ্র সেহওয়াগ ও সুরেশ রায়না বিশেষভাবে ঋষভ পন্থের প্রসঙ্গ তুলেছেন। তাঁদের মতে, যদি লখনউকে প্লে-অফে পৌঁছাতে হয়, তাহলে পন্থকে ভাল খেলতেই হবে।

Rishabh Pant: এলএসজির সম্ভাবনা নিয়ে আলোচনা করতে গিয়ে বীরেন্দ্র সেহওয়াগ ও সুরেশ রায়না বিশেষভাবে ঋষভ পন্থের প্রসঙ্গ তুলেছেন। তাঁদের মতে, যদি লখনউকে প্লে-অফে পৌঁছাতে হয়, তাহলে পন্থকে ভাল খেলতেই হবে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Pant-Sehwag: সবচেয়ে দামি ক্রিকেটারকে তুমুল কটাক্ষ সেহওয়াগের

Pant-Sehwag: সবচেয়ে দামি ক্রিকেটারকে তুমুল কটাক্ষ সেহওয়াগের

Most expensive IPL player Rishabh Pant: IPL 2025 এখন শেষ ল্যাপে পৌঁছে গেছে। ১০টি দলের মধ্যে ৩টি দল ইতিমধ্যেই প্লে-অফের জন্য কোয়ালিফাই করেছে, আর ৪টি দল রেস থেকে ছিটকে গেছে। প্লে-অফের চতুর্থ স্থানের জন্য এখন মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপারজায়ান্টস (LSG)-এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এলএসজির সম্ভাবনা নিয়ে আলোচনা করতে গিয়ে বীরেন্দ্র সেহওয়াগ (Virender Sehwag) ও সুরেশ রায়না (Suresh Raina) বিশেষভাবে ঋষভ পন্থের প্রসঙ্গ তুলেছেন। তাঁদের মতে, যদি লখনউকে প্লে-অফে পৌঁছাতে হয়, তাহলে পন্থকে ভাল খেলতেই হবে।

Advertisment

লখনউ সুপারজায়ান্টস সোমবার সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে। সানরাইজার্স এই মরশুমে ৭টি ম্যাচ হেরে ইতিমধ্যেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। এলএসজি এখনও পর্যন্ত ১১টি ম্যাচের মধ্যে ৫টি জিতেছে এবং ১০ পয়েন্ট নিয়ে এখনও রেসে রয়েছে। তবে তাদের প্লে-অফের আশা তখনই টিকে থাকবে, যদি তারা পরবর্তী তিনটি ম্যাচেই জয় পায়। এমনকি তখনও তাদের ভাগ্য অন্য দলের পারফরম্যান্সের উপর নির্ভর করবে।

আরও পড়ুন IPL-এ নয়া ইতিহাস কেএল রাহুলের, প্রথম ক্রিকেটার হিসাবে অনন্য কীর্তি

লখনউ সুপারজায়ান্টসের সম্ভাবনা নিয়ে মন্তব্য করতে গিয়ে সুরেশ রায়না ঋষভ পন্থের পারফরম্যান্সের দিকে দৃষ্টি আকর্ষণ করেন। তিনি স্টার স্পোর্টসের পোস্ট-ম্যাচ শোতে বলেন, "পন্থকে অকশনে ২৭ কোটি টাকা দেওয়া হয়েছে। তাঁকে রান করতেই হবে। পন্থের উচিত লখনউর সম্মান রক্ষায় রান করা। শহরটি খুবই সুন্দর।" এ কথা শুনে বীরেন্দ্র সেহওয়াগ সঙ্গে সঙ্গে বলে ওঠেন, "ইশ! যদি টাকা দিয়ে পারফরম্যান্স কেনা যেত..."

Advertisment

আরও পড়ুন ভয়ঙ্কর জ্বর, কাঁপছে গোটা শরীর! IPL-য়ে এবার করোনার থাবা

লখনউ সুপারজায়ান্টস ঋষভ পন্থকে আইপিএল নিলামে ২৭.৫ কোটি টাকায় দলে নিয়েছে, যার ফলে তিনি আইপিএল ইতিহাসের সবচেয়ে দামী খেলোয়াড় হয়ে ওঠেন। কিন্তু এখনও পর্যন্ত তিনি দলের আস্থা রাখতে পারেননি। এলএসজির অধিনায়ক পন্থ এই মরশুমে ১১ ম্যাচে মাত্র ১২৮ রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট ১০০-এর নিচে। এ থেকেই বোঝা যায়, চলতি সিজনে তিনি কতটা নিষ্প্রভ।

আরও পড়ুন ধোনি নাকি 'দেশদ্রোহী'! প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মন্তব্যে বিতর্কের ঝড়

IPL 2025 LSG Suresh Raina Virender Sehwag Rishabh Pant