DC vs LSG: শনির দশা লখনউ শিবিরে, টুর্নামেন্ট শুরুর আগেই মারাত্মক দুঃসংবাদ

Mayank Yadav LSG: ইতিমধ্যে দলের বেশ কয়েকজন পেস বোলার চোট পেয়েছেন। এবার লখনউ শিবিরে আরও একটি দুঃসংবাদ কার্যত সুনামির মতো আছড়ে পড়ল। গোটা শিবির আপাতত তটস্থ হয়ে রয়েছে।

Mayank Yadav LSG: ইতিমধ্যে দলের বেশ কয়েকজন পেস বোলার চোট পেয়েছেন। এবার লখনউ শিবিরে আরও একটি দুঃসংবাদ কার্যত সুনামির মতো আছড়ে পড়ল। গোটা শিবির আপাতত তটস্থ হয়ে রয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mayank Yadav LSG

চোটে কাহিল লখনউ সুপার জায়ান্টসের তারকা পেসার মায়াঙ্ক যাদব

Mayank Yadav Injury: ২০২৫ আইপিএল (IPL) টুর্নামেন্টে লখনউ সুপার জায়ান্ট (Lucknow Super Giants ) সোমবার (২৪ মার্চ) অভিযান শুরু করতে চলেছে। কিন্তু, যুদ্ধে নামার আগে এই দলটার সমস্যা যেন কিছুতেই কাটতে চাইছে না। ইতিমধ্যে দলের বেশ কয়েকজন পেস বোলার চোট পেয়েছেন। এবার লখনউ (LSG ) শিবিরে আরও একটি দুঃসংবাদ কার্যত সুনামির মতো আছড়ে পড়ল।

Advertisment

গত মরশুমে যে মায়াঙ্ক যাদব আগুন গতিতে সবাইকে চমকে দিয়েছিলেন, এবার টুর্নামেন্ট শুরুর আগে ফের চোটে কাহিল হয়ে পড়লেন তিনি। আশঙ্কা করা হচ্ছে, শুরুর দিকে বেশ কয়েকটা ম্য়াচে খেলতে পারবেন না তিনি। চোট সারিয়ে তারপর দলে যোগ দেবেন। ইতিমধ্যে, এই দুঃসংবাদটি শেয়ার করেছেন লখনউ সুপার জায়ান্টস দলের হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার।  

Sourav Ganguly KKR: কেকেআরের প্রথম ম্য়াচে কত রান করেছিলেন সৌরভ, মনে আছে সেকথা?

মায়াঙ্ককে নিয়ে বড়সড় আপডট

Advertisment

দিল্লি ক্য়াপিটালসের বিরুদ্ধে খেলতে নামার আগে একটি সাংবাদিক বৈঠক করেন জাস্টিন ল্যাঙ্গার। সেখানেই তিনি মায়াঙ্কের চোটের ব্যাপারে আপডেট দিয়েছেন। ল্য়াঙ্গার জানিয়েছেন, মায়াঙ্ক কামব্যাক করার আগেই ফের চোট পেয়েছেন।

IPL 2025: KL Rahul: প্রাক্তন দলের বিরুদ্ধে না-ও খেলতে পারেন কেএল রাহুল, ফাঁস হল গোপন কারণ

সেইসঙ্গে তিনি এও জানিয়েছেন, মায়াঙ্কের আঙুলে চোট লেগেছে। আপাতত মাঠে ফেরার কোনও সম্ভাবনা দেখতে পাচ্ছেন না তিনি। এরফলে লখনউ সুপার জায়ান্ট যে একটা বড়সড় ধাক্কা খাবে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে।

ল্য়াঙ্গার বললেন, '২০২৪ আইপিএল টুর্নামেন্টে মায়াঙ্ক যাদব বল হাতে যথেষ্ট ইমপ্রেস করেছিলেন। আমরা সকলেই ওর প্রত্য়াবর্তনের অপেক্ষা করছিলাম। যদিও মায়াঙ্কের আঙুলে ফের চোট লেগেছে। সেকারণে ওর আঙুলে ইনফেকশনও হয়ে গিয়েছে।

IPL 2025 Points Table: প্রথম ম্যাচে লজ্জার হার, পয়েন্ট টেবিলে কোথায় দাঁড়িয়ে রয়েছে কেকেআর?

আপাতত দু-এক সপ্তাহ পর থেকে ওর রিহ্যাব প্রসেস শুরু হবে। স্বস্তির ব্যাপার, মায়াঙ্ক আপাতত অনেকটাই সুস্থ বোধ করছে। আশা করা হচ্ছে, এই টুর্নামেন্ট শেষ হওয়ার আগে ও সুস্থ হয়ে উঠতে পারবে।'

পন্থের নেতৃত্বে খেলতে নামবে লখনউ সুপার জায়ান্ট

২০২৫ আইপিএল টুর্নামেন্টের মেগা অকশনে লখনউ সুপার জায়ান্টস ঋষভ পন্থের উপর বড় বাজি ধরেছে। পন্থকে দলে টানতে লখনউ ২৭ কোটি টাকা খরচ করেছে। ব্যাটিংয়ের পাশাপাশি এই টুর্নামেন্টে পন্থ ক্যাপ্টেন্সিও করবেন।

IPL 2025 DC বনাম LSG লাইভ স্ট্রিমিং: দিল্লি আর লখনউয়ের মধ্যে ম্যাচ কোথায় ও কীভাবে বিনামূল্যে দেখবেন?

আপাতদৃষ্টিতে লখনউয়ের ব্যাটিং অর্ডার দেখে যথেষ্ট শক্তিশালী বলেই মনে হচ্ছে। অধিনায়ক পন্থ ছাড়াও দলে রয়েছেন ডেভিড মিলার, নিকোলাস পুরান, এইডেন মারক্রাম এবং মিচেল মার্শের মতো বিধ্বংসী ব্যাটাররা। তবে দলের বোলিং ডিপার্টমেন্ট যথেষ্ট মাথাব্যথার কারণ হতে পারে। মহসিন খান চোট পাওয়ার কারণে শার্দূল ঠাকুরকে দলে নেওয়া হয়েছে।

IPL Mayank Yadav LSG Lucknow Super Giants