Sourav Ganguly KKR: গত শনিবার (২২ মার্চ) থেকে শুরু হয়েছে ২০২৫ আইপিএল টুর্নামেন্ট। ১৮ বছরে পা রাখল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ২০০৮ সালে শুরু হয়েছিল এই টুর্নামেন্ট। গত ১৭ বছরে এই টুর্নামেন্টের জনপ্রিয়তা রকেট গতিতে বৃদ্ধি পেয়েছে।
এই টুর্নামেন্টে গোটা বিশ্বের অভিজ্ঞ ক্রিকেটাররা যেমন পারফরম্যান্স শানিত করেন, ঠিক তেমনই তরুণ ক্রিকেটাররা প্রতিভা দেখানোর একটা মঞ্চ পেয়ে যান। আপনারা সকলেই জানেন যে আইপিএল টুর্নামেন্টের ইতিহাসে প্রথম ম্যাচটা কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (বর্তমানে বেঙ্গালুরু) মধ্যে আয়োজন করা হয়েছিল।
IPL 2025: KL Rahul: প্রাক্তন দলের বিরুদ্ধে না-ও খেলতে পারেন কেএল রাহুল, ফাঁস হল গোপন কারণ
আইপিএল-এর প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল আরসিবি এবং কেকেআর
২০০৮ সালের ১৮ এপ্রিল। শুরু হয় ভারতীয় ক্রিকেটের এক নয়া অধ্যায়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) আগামীদিনে যে গোটা ক্রিকেট বিশ্বকে যে এভাবে শাসন করবে, সেটা কেউ কখনও ভাবতে পারেনি। যাইহোক, এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে রয়্য়াল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। ম্যাচটি বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। প্রথমে ব্যাট করতে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স।
IPL 2025 Points Table: প্রথম ম্যাচে লজ্জার হার, পয়েন্ট টেবিলে কোথায় দাঁড়িয়ে রয়েছে কেকেআর?
আইপিএল ইতিহাসের প্রথম বোলার এবং ব্যাটার
আইপিএল ইতিহাসে প্রথম বলটা করেছিলেন ভারতের প্রাক্তন ডানহাতি পেস তারকা প্রবীণ কুমার। আর উল্টোদিকে ব্যাট করেছিলেন কলকাতা নাইট রাইডার্স দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রবীণ কুমারের প্রথম বলটা ডিফেন্স করেছিলেন সৌরভ। তবে এই ম্যাচে সৌরভ খুব বেশি রান করতে পারেননি। ১২ বলে মাত্র ১০ রান করে তিনি আউট হয়ে গিয়েছিলেন।
IPL 2025 DC বনাম LSG লাইভ স্ট্রিমিং: দিল্লি আর লখনউয়ের মধ্যে ম্যাচ কোথায় ও কীভাবে বিনামূল্যে দেখবেন?
সংক্ষেপে প্রথম ম্যাচের ফলাফল
আইপিএল ইতিহাসের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স রেকর্ড স্কোর কায়েম করেছিল। নির্ধারিত ২০ ওভারে তারা ৩ উইকেট হারিয়ে ২২২ রান তোলে। ওপেনার ব্রেন্ডন ম্যাককুলাম ওই ম্যাচে ব্যাট হাতে কার্যত তাণ্ডব চালিয়েছিলেন।
KKR vs RCB Live Score, IPL 2025: কলকাতার বিরুদ্ধে ৭ উইকেটে জয় বেঙ্গালুরুর, অপরাজিত কোহলি
মাত্র ৭৩ বলে তাঁর ব্যাট থেকে ১৫৮ রানের একটি বিধ্বংসী ইনিংস বেরিয়ে আসে। তিনি ১০ চার এবং ১৩ ছক্কা হাঁকিয়েছিলেন। জয়ের জন্য ২২৩ রান তাড়া করতে নেমে আরসিবি মাত্র ৮২ রানেই অলআউট হয়ে গিয়েছিল। আর সেইসঙ্গে কেকেআর এই ম্যাচে ১৪০ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে।