Advertisment

কোহলিদের কোচ হওয়ার দৌড়ে ফেভারিট! তিনি নাকি আবেদনই করেননি

দ্বীপরাষ্ট্রের মহাতারকা বছর তিনেক আগে ইংল্যান্ডের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন। সেই অ্যাসাইনমেন্ট শেষে ২০১৭-র আইপিএলে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ হিসেবে যোগ দেন।

author-image
IE Bangla Web Desk
New Update
ravi shastri with virat kohli

কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রবি শাস্ত্রীই (ফেসবুক)

ভারতের হেড কোচ হওয়ার দৌঁড়ে এগিয়ে রবি শাস্ত্রী-ই। তা নিয়ে কোনও সন্দেহ নেই। রবি শাস্ত্রী-র সঙ্গে কোচ হওয়ার তালিকায় রয়েছে একাধিক নাম। বাছাই করা তালিকায় উঠে এসেছে মাহেলা জয়বর্ধনে, গ্যারি কার্স্টেন, টম মুডি, লালচাঁদ রাজপুতসহ একাধিক দেশি-বিদেশি কোচের নাম। বোর্ড সূত্রে জানানো হয়েছে, ২০০০-এরও বেশি আবেদন জমা পড়েছে বিসিসিআইয়ের অন্দরমহলে।

Advertisment

তবে বোর্ড সূত্রে জানানো হয়েছে, ভারতের কোচ হওয়ার জন্য অনেকেই যাঁকে ফেভারিট বাছছিলেন সেই মাহেলা জয়বর্ধনে কোহলিদের হেড স্যার হওয়ার জন্য আবেদনই করেননি। খবর এমনটাই। কোচ হওয়ার দৌড়ে সবার আগে ছিলেন দ্বীপরাষ্ট্রের জয়বর্ধনে। আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজারেরও বেশি রান ঝুলিতে থাকা জয়বর্ধনে অনেকেরই থেকেই এগিয়ে ছিলেন কোহলিদের কোচ হিসেবে।

ravi shastri and mahela jayawardene মাহেলা জয়বর্ধনের সাক্ষাৎকার নিচ্ছেন রবি শাস্ত্রী (আইপিএল ওয়েবসাইট)

আরও পড়ুন বোর্ডের নিষিদ্ধ ক্রিকেটারই খেললেন আইপিএলে! প্রকাশ্যে আসতেই শুরু হইচই

তারকা স্পিনারকে ছেড়ে দিল মুম্বই, ঠাঁই হচ্ছে সৌরভের সংসারে

পৃথ্বী শ-কে শাস্তি দিয়ে প্রচণ্ড বিপাকে বোর্ড! লাল চোখ দেখাল মোদী সরকার

দ্বীপরাষ্ট্রের মহাতারকা বছর তিনেক আগে ইংল্যান্ডের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন। সেসময় ইংল্যান্ড সংযুক্ত আরব আমিরশাহিতে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে গিয়েছিল। সেই অ্যাসাইনমেন্ট শেষে ২০১৭-র আইপিএলে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ হিসেবে যোগ দেন। রিকি পন্টিংয়ের পরিবর্তে রোহিত শর্মাদের হেড কোচ হয়েছিলেন তিনি। তাঁর কোচিংয়েই আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স সোনা ফলিয়েছে। শেষ তিনবারের মধ্য়ে দু’বার আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। বিশ্বকাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে মেন্টর হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল জয়বর্ধনেকে। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি।

সর্বভারতীয় সেই সংবাদমাধ্যমের প্রতিবেদনে লেখা হয়েছে, বোর্ড জয়বর্ধনের আবেদনের আশায় বসে থাকলেও তিনি আবেদন পত্রই জমা দেননি। জানা গিয়েছে, বর্তমানে আইপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের কোচ তিনি। সেখানেই আপাতত নিজের কোচিং পর্ব চালিয়ে যেতে চান তিনি। তিনি মোটেই আন্তর্জাতিক পর্যায়ে টিম ইন্ডিয়ার কোচ হতে আগ্রহী নন।

Mumbai Indians BCCI
Advertisment