/indian-express-bangla/media/media_files/2025/08/29/major-dhyan-chand-and-adlof-hitler-2025-08-29-14-10-25.jpg)
মেজর ধ্যানচাঁদ এবং অ্যাডলফ হিটলার
Major Dhyan Chand: ভারতে যদি হকি নিয়ে আলোচনা করা হয়, তাহলে সবার আগে একটাই নাম উঠে আসে। তিনি হলেন মেজর ধ্যানচাঁদ। শুধুমাত্র ভারতবর্ষেই নয়, গোটা বিশ্বে ধ্যানচাঁদের ম্যাজিক ছিল অব্যাহত। যাঁরা ধ্যানচাঁদের খেলা দেখেছিলেন, তাঁরাই স্বীকার করেন যে বলটা তাঁর হকি স্টিকের সঙ্গে একেবারে আটকে থাকত। মেজর ধ্যানচাঁদের পারফরম্য়ান্স এতটাই অনির্বচনীয় ছিল, তিনি শুধুমাত্র হকি খেলার দৌলতেই গোটা বিশ্বে ভারতের নাম উজ্জ্বল করেছিলেন। আর সেকারণেই প্রতি বছর ২৯ অগাস্ট মেজর ধ্যানচাঁদের জন্মদিনে জাতীয় ক্রীড়া দিবস (National Sports Day 2025) পালন করা হয়। এই বিশেষ দিনে আমাদের প্রত্যেককে মনে করিয়ে দেওয়া হয় যে জীবনে খেলাধুলো ঠিক কতখানি গুরুত্বপূর্ণ। আর ধ্যানচাঁদের মতো খেলোয়াড়দের দেশপ্রেম, শৃঙ্খলাপরায়নতা এবং পরিশ্রম আমাদের প্রত্যেককে অনুপ্রেরণা গ্রহণ করা উচিত।
National Sports Day 2025: কেন ২৯ অগাস্টই পালন করা হয় জাতীয় ক্রীড়া দিবস, জানেন সেই ইতিহাস?
ধ্যানচাঁদের হকি কেরিয়ার এবং হিটলারের অফার
মাত্র ১৪ বছর বয়স থেকেই হকি খেলা শুরু করেছিলেন মেজর ধ্যানচাঁদ। সেনায় যোগ দেওয়ার পর তিনি সেনাবাহিনীর হকি দলের হয়ে খেলতে শুরু করেন। তাঁর গতি সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল। রাতের বেলা চাঁদের আলোতেই অনুশীলন করতেন তিনি। সেকারণে তাঁর বন্ধুরা ভালবেসে 'চাঁদ' বলে ডাকত। আর এভাবেই তাঁর নাম ধ্যানচাঁদ হয়ে গিয়েছিল। গোটা হকি কেরিয়ারে তিনি মোট ১,০০০-এর বেশি গোল করেন। হকিতে ভারত কতটা শক্তিশালী, তা গোটা বিশ্বের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ১৯৩৬ সালে বার্লিনে অলিম্পিক টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। সেইসময় জার্মানির শাসক ছিলেন অ্যাডলফ হিটলার (Adlof Hitler)। স্বৈরাচারী শাসনের কারণে তাঁর যথেষ্ট বদনাম ছিল। ওই টুর্নামেন্টে ধ্যানচাঁদ এমন পারফরম্য়ান্স দেখিয়েছিলেন, সকলেই কার্যত তা মুগ্ধ হয়ে তা উপভোগ করেছিলেন। ফাইনাল ম্য়াচে জার্মানিকে ৮-১ গোলে পরাস্ত করেছিল ভারত। এরমধ্যে ধ্যানচাঁদ একাই তিনটে গোল করেছিলেন। তাঁর পারফরম্য়ান্স দেখে স্বয়ং হিটলারও উচ্ছ্বসিত হয়ে ওঠেন। জার্মানির শাসক কখনও ভাবতেও পারেননি একজন ভারতীয় হকি তারকা বল এতটাও সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারেন। ম্যাচের পর হিটলার নিজে জার্মান সেনাবাহিনীর উচ্চপদে চাকরি অফার করেন। পাশাপাশি ধ্যানচাঁদকে জার্মানির নাগরিকত্ব দেওয়ারও কথা বলেন তিনি। হিটলার চাইতেন, ধ্যানচাঁদ যেন জার্মানির হয়ে খেলেন।
Hockey World Cup: চেন্নাই ও মাদুরাইয়ে হবে এফআইএইচ জুনিয়র পুরুষ হকি বিশ্বকাপ
জার্মান নাগরিকত্বের অফার নিয়ে কী বলেছিলেন ধ্যানচাঁদ?
যখন ধ্যানচাঁদকে জার্মানির নাগরিকত্ব অফার করেছিলেন হিটলার, সেইসময় ভারতের 'হকি জাদুগর' মুখের উপর সেই অফার প্রত্যাখ্যান করে দেন। তিনি হিটলারকে স্পষ্ট বলেছিলেন, 'আমি ভারতের নুন খেয়েছি। আমার দেশ ভারত। আমি ওখানেই ঠিক আছি।' এই একটা উত্তরই প্রমাণ করে দেয়, ধ্যানচাঁদ শুধুমাত্র একজন কিংবদন্তী খেলোয়াড়ই ছিলেন না, একজন সত্যিকারের দেশপ্রেমিকও ছিলেন। হিটলারের এই প্রস্তাব প্রত্যাখান করে ধ্যানচাঁদ প্রমাণ করেছেন, একজন খেলোয়াড় শুধুমাত্র ময়দানেই নন, দেশপ্রেমেও তিনি সকলের উপরে ছিলেন। ভারত যখন পরাধীন ছিল, সেইসময় তিনিও তেরঙার স্বপ্ন দেখেছিলেন। একদিন সেই স্বপ্ন পূরণও হয়েছিল।
Hockey World Cup Schedule: দেখে নিন সম্পূর্ণ সূচি ও সময়
১৯৫৬ সালে ধ্যানচাঁদকে পদ্ম ভূষণ সম্মানে ভূষিত করা হয়। মাত্র ১৬ বছর বয়সে তিনি সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। আজকের দিনে মাত্র ৩৫ বছর বয়সেই তিনি অবসর গ্রহণ করেন। কিন্তু, ধ্যানচাঁদ ৪৩ বছর বয়স পর্যন্ত হকি খেলা চালিয়ে যান। ১৯৪৮ সালে পূর্ব আফ্রিকা সফরে তিনি ৫২ গোল করেছিলেন।