/indian-express-bangla/media/media_files/2025/08/29/national-sports-day-2025-08-29-13-24-00.jpg)
গোটা দেশজুড়ে জাতীয় ক্রীড়া দিবস পালন করা হচ্ছে
National Sports Day 2025: প্রতি বছর ২৯ অগাস্ট ভারতে জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়। এই বছরও ব্যতিক্রম নয়। এই বিশেষ দিনেই ভারতের কিংবদন্তী হকি তারকা মেজর ধ্যানচাঁদ (Major Dhyan Chand) জন্মগ্রহণ করেছিলেন। ক্রীড়া দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি দেশের বিভিন্ন খেলোয়াড়দের হাতে খেলরত্ন এবং অর্জুন পুরস্কার তুলে দেন। এর পাশাপাশি দেশের সম্মানীয় কোচেদের দ্রোণাচার্য অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়।
ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, চলতি বছর ফিট ইন্ডিয়া মিশনের নেতৃত্বে এই ক্রীড়া দিবস আয়োজন করা হবে। আরও যোগ করা হয়েছে, এই বিশেষ দিনের থিম হল 'এক ঘণ্টা খেলার মাঠে'। এই থিম অনুসারে ২৯ থেকে ৩১ অগাস্ট পর্যন্ত গোটা দেশজুড়ে খেলাধুলো এবং ফিটনেস অভিযান চালানো হবে। আসুন, এই ব্যাপারে মজাদার তথ্য জেনে নেওয়া যাক।
কে ছিলেন মেজর ধ্যানচাঁদ?
জাতীয় ক্রীড়া দিবসে গোটা দেশব্যাপী মেজর ধ্যানচাঁদ জয়ন্তী পালন করা হয়। ১৯০৫ সালের ২৯ অগাস্ট তিনি জন্মগ্রহণ করেছিলেন। ফিল্ড হকিতে দেশের সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে তাঁর নাম বিবেচনা করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে ১৯২৯ থেকে ১৯৩৬ সাল পর্যন্ত অলিম্পিক টুর্নামেন্টে যখন ভারতীয় হকি দলের একচ্ছত্র রাজত্ব ছিল, সেইসময় টিম ইন্ডিয়ার সদস্য ছিলেন তিনি।
Hockey World Cup 2018: থিম সংয়ের প্রোমো শেয়ার করলেন এআর রহমান
অবসর গ্রহণ করার পরও তাঁর রাজত্ব কায়েম ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৮ সালে আয়োজিত অলিম্পিক টুর্নামেন্টে ভারতীয় হকি দল সোনার পদক জয় করেছিল। ১৯৫২ এবং ১৯৫৬ সালেও তিনি সোনার পদক জয় করেন। ১৯৬০ সালে ফাইনাল ম্য়াচে পাকিস্তানের বিরুদ্ধে পরাজয়ের পর তিনি রুপোর পদক জয় করেছিলেন। ফের ১৯৬৪ সালে পাকিস্তানকে হারিয়েই সোনার পদক জয় করেন।
Hockey World Cup: চেন্নাই ও মাদুরাইয়ে হবে এফআইএইচ জুনিয়র পুরুষ হকি বিশ্বকাপ
'ক্রিকেটে রান করার মতোই' গোল করতেন ধ্যানচাঁদ
হকি খেলায় বল নিজের নিয়ন্ত্রণে রাখার এবং গোল করার অপরিসীম ক্ষমতা ছিল ধ্যানচাঁদের। সেকারণে হকি খেলার বাইরেও তিনি যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন। অস্ট্রেলিয়ার কিংবদন্তী ক্রিকেটার ডন ব্র্যাডম্য়ান তাঁর সম্পর্কে একবার বলেছিলেন, 'ক্রিকেটে রান করার মতোই উনি সহজে গোল করেন।' সেকারণে ধ্যানচাঁদের জন্ম জয়ন্তীকেই জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করা হয়। এর পাশাপাশি এই বিশেষ দিনেই মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারও দেওয়া হয়ে থাকে।
Hockey returns to Delhi: হকি ফিরল দিল্লিতে, বার্লিন প্রাচীর ভাঙতে ব্যর্থ হরমনপ্রীতের বাহিনী
কবে প্রথমবার জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়েছিল এবং কেনই বা পালন করা হয়?
২০১২ সালে প্রথমবার জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়েছিল। ভারতীয় খেলাধুলোকে আরও বেশি করে উৎসাহ দেওয়ার লক্ষ্যেই এই বিশেষ দিন পালন করা হয়। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই বিশেষ দিনে ভারতের রাষ্ট্রপতি দেশের খেলোয়াড়দের সাফল্যকে সম্মান জানিয়ে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করেন।
জাতীয় ক্রীড়া দিবসে কোন কোন পুরস্কার দেওয়া হয়ে থাকে?
- মেজর ধ্যানচাঁদ খেল রত্ন - দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান।
- অর্জুন পুরস্কার - দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়া সম্মান।
- দ্রোণাচার্য পুরস্কার - প্রশিক্ষকদের জন্য সর্বোচ্চ ক্রীড়া সম্মান।
- মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি - বিশ্ববিদ্যালয় স্তরে খেলোয়াড়দের পুরস্কার প্রদান।
- রাষ্ট্রীয় ক্রীড়া উৎসাহ পুরস্কার - গত তিন বছরে দেশের খেলাধুলোকে উৎসাহ দেওয়ার জন্য ব্যক্তিগত এবং সার্বজনিক সংগঠনের প্রচেষ্টাকে দেওয়া হয়ে থাকে।