/indian-express-bangla/media/media_files/2025/10/03/mirabai-chanu-2025-10-03-10-47-06.jpg)
বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মীরাবাঈ চানুর
Mirabai Chanu: ভারতের তারকা মহিলা ভারোত্তলক (Weightlifting) মীরাবাঈ চানু ২০২৫ বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপোর পদক জয় করলেন। বিশ্ব ভারোত্তলন চ্যাম্পিয়নশিপে তিনি ৪৮ কিলোগ্রাম ক্যাটেগরিতে অংশগ্রহণ করেছিলেন। তিন বছর পর আবারও এত বড় মঞ্চে পদক জয় করলেন মীরাবাঈ। বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনি মোট তিনটে পদক জয় করেছেন।
Mirabai Chanu: দেশের মুখ উজ্জ্বল করলেন এই 'অগ্নিকন্যা', ধন্য ধন্য করছেন সকলে
মোট ১৯৯ কিলোগ্রাম ওজন তুললেন মীরাবাঈ চানু
২০২৪ প্যারিস অলিম্পিক্সে কোনও পদক জিততে পারেননি মীরাবাঈ চানু। চতুর্থ স্থানে শেষ করেছিলেন তিনি। এরপর বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভাল পারফরম্য়ান্সের একটা আলাদাই চাপ তাঁর উপরে ছিল। অবশেষে সেই লক্ষ্যে তিনি সফল হয়েছেন এবং দ্বিতীয় স্থান অর্জন করেছেন। প্রসঙ্গত, স্ন্যাচ বিভাগে মীরাবাঈ মোট ৮৪ কেজি ওজন তুলেছেন। এরপর ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে তিনি মোট ১১৫ কেজি ওজন তোলেন। অর্থাৎ মোট ১৯৯ কেজি ওজন তুলে মীরাবাঈ রুপোর পদক জয় করলেন।
শুরুটা বেশ ভালই করেছিলেন মীরাবাঈ
বিশ্ব চ্যাম্পিয়নশিপের স্ন্য়াচ ক্যাটেগরিতে মীরাবাঈ চানু প্রথম প্রচেষ্টায় ৮৪ কেজি ওজন তুলেছিলেন। শুরুটা তিনি বেশ ভালই করেছিলেন। কোরিয়ার অ্যাথলিট রি সং-গম এই প্রতিযোগিতায় সোনার পদক জয় করেছেন। তিনি মোট ২১৩ (৯১ কিলোগ্রাম + ১২২ কিলোগ্রাম) ভার উত্তোলন করেছেন। এর পাশাপাশি ক্লিন অ্যান্ড জার্কে তিনি ১২২ কিলোগ্রাম ওজন তুলে বিশ্ব রেকর্ড কায়েম করেন। এর পাশাপাশি থাইল্যান্ডের থান্যাথোন সুকচারোয়েন ১৯৮ কিলোগ্রাম (৮৮ কিলোগ্রাম + ১১০ কিলোগ্রাম) ওজন তুলে ব্রোঞ্জ পদক জয় করেছেন।
IND W vs PAK W: এখনও শেষ হয়নি লড়াই, পাকিস্তানকে ফের 'বেইজ্জত' করতে প্রস্তুত টিম ইন্ডিয়া!
বিশ্ব চ্যাম্পিয়নশিপে মোট ৩ পদক জিতলেন মীরাবাঈ চানু
বিশ্ব ভারোত্তলন চ্যাম্পিয়নশিপে মীরাবাঈ চানু এই নিয়ে মোট ৩ পদক জয় করলেন। ইতিপূর্বে, ২০১৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনি সোনার পদক জয় করেন। এরপর ২০২২ সালে রুপোর পদক জিতেছিলেন। এর পাশাপাশি ২০২০ সালে আয়োজিত টোকিও অলিম্পিক্সে তিনি রুপোর পদক জিতে দেশকে গর্বিত করেছিলেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us