Moeen Ali KKR: কেন ওপেন করলেন মঈন, রাহানে নয়? দলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন

Moeen Ali Batting: কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেন করতে নেমেছিলেন মঈন আলি। ১২ বল খেলে তিনি মাত্র ৫ রান করেন। মঈন কেন ওপেন করলেন, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে।

Moeen Ali Batting: কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেন করতে নেমেছিলেন মঈন আলি। ১২ বল খেলে তিনি মাত্র ৫ রান করেন। মঈন কেন ওপেন করলেন, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে।

author-image
Koushik Biswas
New Update
Moeen Ali KKR

কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেন করলেন মঈন আলি

Moeen Ali KKR: হতে পারে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) সামনে জয়ের জন্য মাত্র ১৫২ রান দরকার। কিন্তু, তা সত্ত্বেও কেন মঈন আলিকে ওপেন করতে পাঠাল কেকেআর ম্যানেজমেন্ট তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যে পাওয়ারপ্লে শেষ হয়ে গিয়েছে। কিন্তু, প্রথম ৬ ওভারে মঈন একেবারে জ্বলে উঠতে পারলেন না। বল হাতে সুপারহিট হলেও, ব্যাট হাতে একেবারে ফ্লপ হয়ে গেলেন।

Advertisment

KKR vs RR Live Score, IPL 2025: অফ ফর্মে মঈন আলি, চাপ হালকা করছেন কুইন্টন

গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুর্দান্ত একটি হাফসেঞ্চুরি করেছিলে অধিনায়ক রাহানে (Ajinkya Rahane)। আপাতত তিনি বেশ ভালো ব্যাটিং ছন্দে রয়েছেন। কিন্তু, তা সত্ত্বেও অফ ফর্মে থাকা মঈনকে নিয়ে কেন ফাটকা খেলল নাইট ব্রিগেড, তা নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। এই ম্য়াচে ১২ বল খেলে তিনি মাত্র ৫ রান করলেন। আর সেইসঙ্গে পাওয়ার প্লে চলাকালীন রানের গতিটা (৪০-০) নষ্ট করে দেন।

Sunil Narine KKR: কেকেআর শিবিরে বড় ধাক্কা, ১,৬২৮ দিন পর অনুপস্থিত সুনীল নারিন

Advertisment

এই ম্য়াচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। নির্ধারিত ২০ ওভারে তারা ৯ উইকেট হারিয়ে ১৫১ রান করল। আর সেইসঙ্গে গড়ল এক লজ্জার রেকর্ড। চলতি মরশুমে এখনও পর্যন্ত এটাই কোনও দলের সর্বনিম্ন স্কোর। এই ম্য়াচে কেকেআর বোলাররা দুর্দান্ত পারফরম্য়ান্স করেছেন। হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা এবং মঈন আলি মিলে রাজস্থান ব্য়াটারদের কোমর ভেঙে দেন।

KKR vs RR Dream 11 Prediction: এই ফর্মুলাতেই বানান নিজের ফ্যান্টাসি টিম, এই ১১ ক্রিকেটারকে দিন সুযোগ

এই উইকেটে কলকাতা নাইট রাইডার্স কেমন ব্যাট করে, সেইদিকে সকলেই তাকিয়ে ছিলেন। কারণ প্রথম ইনিংসে স্পষ্ট দেখতে পাওয়া গিয়েছিল, উইকেটে কিন্তু বল পড়ার পর যথেষ্ট আটকাচ্ছে। সেকারণে শট খেলতে যথেষ্ট সমস্যা হয়েছে। আপাতত হাসারঙ্গা এবং রিয়ান পরাগ এই উইকেটে জ্বলে উঠতে পারেন। 

KKR vs RR Pitch Report: রানের বন্যা না বোলিং দাপট, রাজস্থানের বিরুদ্ধে কেমন উইকেটে খেলবে কেকেআর?

শুরুটা অবশ্য মন্দ করেনি রাজস্থান। পাওয়ারপ্লে চলাকালীন ৫৪ রানে তারা এক উইকেট হারায়। এরপর কলকাতার স্পিন আক্রমণের বিরুদ্ধে তারা আর এঁটে উঠতে পারেনি। পরবর্তী পাঁচ ওভারে মঈন এবং বরুণের রাজত্বে ৮২ রানে ৫ উইকেট তারা হারিয়ে ফেলে। কলকাতার এই স্পিন জুটি আট ওভারে ৪০ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। বল হাতে সুনীলের অভাব যে মঈন পুষিয়ে দিয়েছেন তা বলা যেতেই পারে।

IPL Rajasthan Royals Kolkata Knight Riders KKR Ajinkya Rahane Moeen Ali