Mohammed Shami: ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই টিম ইন্ডিয়ায় (Indian Cricket Team) অনিয়মিত হয়ে গিয়েছেন মহম্মদ সামি। আশা করা হয়েছিল, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে এবং টি-২০ সিরিজে তিনি হয়ত টিম ইন্ডিয়ায় কামব্যাক করতে পারবেন। কিন্তু, সে গুড়ে বালি। দিনের পর দিন টিম ইন্ডিয়ায় ব্রাত্য থাকার পর অবশেষে মুখ খুললেন বাংলার এই পেস তারকা। শুধু মুখই খুললেন না, বলা ভাল ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক অজিত আগরকরকে (Ajit Agarkar) তিনি কার্যত ধুয়ে দিলেন।
Mohammed Shami Birthday: ওয়ানডে ক্রিকেটে শামির এই রেকর্ড ভাঙা 'অসম্ভব', জন্মদিনে জানুন অজানা তথ্য
আসলে কয়েকদিন আগে আগরকর বলেছিলেন, মহম্মদ সামির ফিটনেসের ব্যাপারে তাঁর কাছে কোনও আপডেট নেই। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৪ অক্টোবর) ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলে দাঁড়িয়ে সামি বললেন, 'দেখুন, আপডেট থাকার জন্য তো খবর নিতে হবে। এটা আমার দায়িত্ব নয় যে কে কাকে আপডেট দেবে। আমার কাজ হল, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যাওয়া। ম্য়াচ খেলতে বললে, সেটা খেলা। এবার উনি কেন আপডেট পাননি, সেটা দেখা আমার কাজ নয়।'
Mohammed Shami in Duleep Trophy 2025: প্রত্যাবর্তনেই মুখ থুবড়ে পড়লেন সামি, এবার পাকাপাকি বন্ধ টিম ইন্ডিয়ার দরজা?
ফিটনেস নিয়ে ধোঁয়াশা কাটালেন সামি
এদিন ফিটনেস সংক্রান্ত যাবতীয় ধোঁয়াশা কার্যত কাটিয়ে দিলেন সামি। স্পষ্ট জানিয়ে দেন, ম্য়াচ খেলার জন্য তিনি একেবারেই প্রস্তুত। কিন্তু, সীমিত ওভারের ক্রিকেটে সুযোগ পাচ্ছেন না তিনি। সঙ্গে আরও যোগ করলেন, ম্য়ানেজমেন্টের সঙ্গে ক্রিকেটারদের একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছে। বেশ জোর গলায় জানালেন, যদি ৪ দিনের রঞ্জি ম্য়াচ অনায়াসে খেলতে পারেন, তাহলে ৫০ ওভারের ক্রিকেট খেলতে কোনও অসুবিধে নেই।
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/10/08/mohammed-shami-2-2025-10-08-17-08-02.jpg)
তবে সঙ্গে এও জানিয়েছেন যে আপাতত রঞ্জি ট্রফিতেই তিনি যাবতীয় ফোকাস ধরে রাখতে চান। ২০২৫-২৬ মরশুমে বাংলার হয়ে খেলতে নামবেন সামি। আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। বাংলা ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন অভিমন্যু ঈশ্বরণ। কিন্তু, এবারের রঞ্জি ট্রফিতে কতগুলো ম্য়াচ খেলতে পারবেন সামি? খানিক মজার ছলে বললেন, 'প্রত্য়েকটা ম্য়াচেই আমাকে খেলাও না! এটা তো নির্বাচক এবং কোচকে গিয়ে জিজ্ঞাসা করুন না (হাসি)! ঈশ্বরের কৃপায় যতগুলো ম্য়াচ খেলার সুযোগ পাই, ততগুলো খেলব। আশা করব, এই মরশুমে বাংলা ক্রিকেট দলকে যতটা সম্ভব এগিয়ে নিয়ে যেতে। ট্রফিও জিততে পারি।'
Mohammed Shami News: লাখ-লাখ টাকা খোরপোশ দিতে হবে স্ত্রী হাসিনকে, মাথায় হাত মহম্মদ সামির
প্রশ্ন ওঠে, তবে কি ঘরোয়া ক্রিকেটের হাত ধরেই ফের আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করতে চাইবেন সামি? ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সর্বাধিক উইকেটশিকারী বললেন, 'তেমন কোনও ব্যাপার নয়। আসলে আপনাকে প্রত্যেকটা সিঁড়ি ভেঙেই উপরে উঠতে হয়। চোটের পর যদি কয়েকটা ম্য়াচ খেলার সুযোগ পাই, সেটা আমার পক্ষেও ভাল হবে। এই টুর্নামেন্টে আমি বেশ কয়েকটা ম্য়াচ খেলার সুযোগ পাব। আশা করছি, সেটা অবশ্য়ই কাজে লাগবে। অনেকে বলছেন, আমি নাকি দীর্ঘদিন ক্রিকেট খেলিনি। এই বছর চ্য়াম্পিয়ন্স ট্রফি খেলেছি, আইপিএল খেলেছি, দলীপ ট্রফি খেলেছি। এরপরও আমি অনুশীলন করছি যাতে ক্রিকেটের সঙ্গে যোগাযোগ একেবারে ছিন্ন না হয়ে যায়। অনুশীলন তো করেই যাচ্ছি। এরপর ম্যাচ খেলার সুযোগ পেলে, তখন খেলব।'
Mohammed Shami Dropped: সামি কি এবার 'বাতিল খুচরো'? ইংল্যান্ড সফরে ঠাঁই হল না ভারতীয় পেস তারকার
দেশের সম্মান জড়িয়ে রয়েছে: সামি
শেষকালে বললেন, 'আমি সবসময় একটাই কথা বলি, দেশের জন্য যেটা সেরা, সেই সিদ্ধান্তই গ্রহণ করা উচিত। সেক্ষেত্রে যে বোলারকে সেরা বলে মনে হবে, তাকেই নির্বাচন করা উচিত। কারণ এটার সঙ্গে দেশের সম্মান জড়িয়ে রয়েছে। দেশের জয়টাই আসল। আমাদের সকলের মুখে সাফল্য়ের হাসিটা থাকা দরকার। আমি সবসময় এই কথাটাই মনে করি। দেশের জন্য নিজেকে সবসময় প্রস্তুত রাখো। এরপর যখন সুযোগ আসবে, তখন সেরা পারফরম্য়ান্সটা উজাড় করে দাও।'
Mohammed Shami News Update: 'দেশের সম্মান জড়িয়ে আছে...', কামব্য়াক প্রসঙ্গে মন্তব্য সামির
Mohammed Shami: দীর্ঘদিন ভারতীয় ক্রিকেট দলে ডাক পড়েনি মহম্মদ সামির। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে জাতীয় দলের জার্সিতে তাঁকে আর খেলতে দেখা যায়নি। অবশেষে এই ব্যাপারে মুখ খুললেন তিনি।
Mohammed Shami: দীর্ঘদিন ভারতীয় ক্রিকেট দলে ডাক পড়েনি মহম্মদ সামির। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে জাতীয় দলের জার্সিতে তাঁকে আর খেলতে দেখা যায়নি। অবশেষে এই ব্যাপারে মুখ খুললেন তিনি।
ভারতীয় ক্রিকেট দলের পেস তারকা মহম্মদ সামি
Mohammed Shami: ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই টিম ইন্ডিয়ায় (Indian Cricket Team) অনিয়মিত হয়ে গিয়েছেন মহম্মদ সামি। আশা করা হয়েছিল, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে এবং টি-২০ সিরিজে তিনি হয়ত টিম ইন্ডিয়ায় কামব্যাক করতে পারবেন। কিন্তু, সে গুড়ে বালি। দিনের পর দিন টিম ইন্ডিয়ায় ব্রাত্য থাকার পর অবশেষে মুখ খুললেন বাংলার এই পেস তারকা। শুধু মুখই খুললেন না, বলা ভাল ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক অজিত আগরকরকে (Ajit Agarkar) তিনি কার্যত ধুয়ে দিলেন।
Mohammed Shami Birthday: ওয়ানডে ক্রিকেটে শামির এই রেকর্ড ভাঙা 'অসম্ভব', জন্মদিনে জানুন অজানা তথ্য
আসলে কয়েকদিন আগে আগরকর বলেছিলেন, মহম্মদ সামির ফিটনেসের ব্যাপারে তাঁর কাছে কোনও আপডেট নেই। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৪ অক্টোবর) ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলে দাঁড়িয়ে সামি বললেন, 'দেখুন, আপডেট থাকার জন্য তো খবর নিতে হবে। এটা আমার দায়িত্ব নয় যে কে কাকে আপডেট দেবে। আমার কাজ হল, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যাওয়া। ম্য়াচ খেলতে বললে, সেটা খেলা। এবার উনি কেন আপডেট পাননি, সেটা দেখা আমার কাজ নয়।'
Mohammed Shami in Duleep Trophy 2025: প্রত্যাবর্তনেই মুখ থুবড়ে পড়লেন সামি, এবার পাকাপাকি বন্ধ টিম ইন্ডিয়ার দরজা?
ফিটনেস নিয়ে ধোঁয়াশা কাটালেন সামি
এদিন ফিটনেস সংক্রান্ত যাবতীয় ধোঁয়াশা কার্যত কাটিয়ে দিলেন সামি। স্পষ্ট জানিয়ে দেন, ম্য়াচ খেলার জন্য তিনি একেবারেই প্রস্তুত। কিন্তু, সীমিত ওভারের ক্রিকেটে সুযোগ পাচ্ছেন না তিনি। সঙ্গে আরও যোগ করলেন, ম্য়ানেজমেন্টের সঙ্গে ক্রিকেটারদের একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছে। বেশ জোর গলায় জানালেন, যদি ৪ দিনের রঞ্জি ম্য়াচ অনায়াসে খেলতে পারেন, তাহলে ৫০ ওভারের ক্রিকেট খেলতে কোনও অসুবিধে নেই।
তবে সঙ্গে এও জানিয়েছেন যে আপাতত রঞ্জি ট্রফিতেই তিনি যাবতীয় ফোকাস ধরে রাখতে চান। ২০২৫-২৬ মরশুমে বাংলার হয়ে খেলতে নামবেন সামি। আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। বাংলা ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন অভিমন্যু ঈশ্বরণ। কিন্তু, এবারের রঞ্জি ট্রফিতে কতগুলো ম্য়াচ খেলতে পারবেন সামি? খানিক মজার ছলে বললেন, 'প্রত্য়েকটা ম্য়াচেই আমাকে খেলাও না! এটা তো নির্বাচক এবং কোচকে গিয়ে জিজ্ঞাসা করুন না (হাসি)! ঈশ্বরের কৃপায় যতগুলো ম্য়াচ খেলার সুযোগ পাই, ততগুলো খেলব। আশা করব, এই মরশুমে বাংলা ক্রিকেট দলকে যতটা সম্ভব এগিয়ে নিয়ে যেতে। ট্রফিও জিততে পারি।'
Mohammed Shami News: লাখ-লাখ টাকা খোরপোশ দিতে হবে স্ত্রী হাসিনকে, মাথায় হাত মহম্মদ সামির
প্রশ্ন ওঠে, তবে কি ঘরোয়া ক্রিকেটের হাত ধরেই ফের আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করতে চাইবেন সামি? ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সর্বাধিক উইকেটশিকারী বললেন, 'তেমন কোনও ব্যাপার নয়। আসলে আপনাকে প্রত্যেকটা সিঁড়ি ভেঙেই উপরে উঠতে হয়। চোটের পর যদি কয়েকটা ম্য়াচ খেলার সুযোগ পাই, সেটা আমার পক্ষেও ভাল হবে। এই টুর্নামেন্টে আমি বেশ কয়েকটা ম্য়াচ খেলার সুযোগ পাব। আশা করছি, সেটা অবশ্য়ই কাজে লাগবে। অনেকে বলছেন, আমি নাকি দীর্ঘদিন ক্রিকেট খেলিনি। এই বছর চ্য়াম্পিয়ন্স ট্রফি খেলেছি, আইপিএল খেলেছি, দলীপ ট্রফি খেলেছি। এরপরও আমি অনুশীলন করছি যাতে ক্রিকেটের সঙ্গে যোগাযোগ একেবারে ছিন্ন না হয়ে যায়। অনুশীলন তো করেই যাচ্ছি। এরপর ম্যাচ খেলার সুযোগ পেলে, তখন খেলব।'
Mohammed Shami Dropped: সামি কি এবার 'বাতিল খুচরো'? ইংল্যান্ড সফরে ঠাঁই হল না ভারতীয় পেস তারকার
দেশের সম্মান জড়িয়ে রয়েছে: সামি
শেষকালে বললেন, 'আমি সবসময় একটাই কথা বলি, দেশের জন্য যেটা সেরা, সেই সিদ্ধান্তই গ্রহণ করা উচিত। সেক্ষেত্রে যে বোলারকে সেরা বলে মনে হবে, তাকেই নির্বাচন করা উচিত। কারণ এটার সঙ্গে দেশের সম্মান জড়িয়ে রয়েছে। দেশের জয়টাই আসল। আমাদের সকলের মুখে সাফল্য়ের হাসিটা থাকা দরকার। আমি সবসময় এই কথাটাই মনে করি। দেশের জন্য নিজেকে সবসময় প্রস্তুত রাখো। এরপর যখন সুযোগ আসবে, তখন সেরা পারফরম্য়ান্সটা উজাড় করে দাও।'