Mohammed Shami in Duleep Trophy 2025: প্রত্যাবর্তনেই মুখ থুবড়ে পড়লেন সামি, এবার পাকাপাকি বন্ধ টিম ইন্ডিয়ার দরজা?

Mohammed Shami: প্রথম শ্রেণীর ক্রিকেটে সামির প্রত্যাবর্তন একেবারেই নজর কাড়তে পারল না। ২০২৫ দলীপ ট্রফির কোয়ার্টার ফাইনালে তিনি কার্যত দু'হাত খুলে রান দিলেন।

Mohammed Shami: প্রথম শ্রেণীর ক্রিকেটে সামির প্রত্যাবর্তন একেবারেই নজর কাড়তে পারল না। ২০২৫ দলীপ ট্রফির কোয়ার্টার ফাইনালে তিনি কার্যত দু'হাত খুলে রান দিলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mohammed Shami

টিম ইন্ডিয়ার তারকা পেস বোলার মহম্মদ সামি

Mohammed Shami: পেস বোলার মহম্মদ সামি অনেকদিন ধরেই ভারতীয় ক্রিকেট দলে কামব্যাক করার জন্য় কঠোর পরিশ্রম করছেন। ঘরোয়া ক্রিকেটে তিনি ধারাবাহিকভাবে পারফরম্যান্স করে যাচ্ছেন। কিন্তু, প্রথম শ্রেণীর ক্রিকেটে সামির প্রত্যাবর্তন একেবারেই নজর কাড়তে পারল না। ২০২৫ দলীপ ট্রফির (Duleep Trophy) কোয়ার্টার ফাইনালে তিনি কার্যত দু'হাত খুলে রান দিলেন। ৯ মাস পর লাল বলের ক্রিকেটে সামি প্রত্য়াবর্তন করলেও, তাঁর পারফরম্য়ান্স একেবারেই প্রত্যাশা পূরণ করতে পারল না। এই টুর্নামেন্টে ইস্ট জোনের হয়ে খেলছেন সামি। নর্থ জোনের বিরুদ্ধে তিনি একটাই মাত্র উইকেট শিকার করতে পারলেন।

Advertisment

Shami daughter Ayra: মেয়ের জন্মদিনে আবেগঘন পোস্ট শামির, তেলেবেগুনে জ্বলে কী লিখলেন হাসিন?

কেমন পারফরম্য়ান্স করলেন শামি?

ডানহাতি জোরে বোলার মহম্মদ সামি ২৩ ওভারে মোট ১০০ রান খরচ করলেন। নর্থ জোনের একমাত্র সাহিল লোত্রাকেই তিনি আউট করতে পারেন। তবে ইস্ট জোনের হয়ে দুর্দান্ত বোলিং পারফরম্য়ান্স করলেন মণীষী। তিনি ২২.২ ওভারে ১১১ রান দিয়ে ছয় উইকেট শিকার করেন। এর পাশাপাশি সিরাজ সিন্ধু জয়সওয়ালও (২-৪৪) জোড়া উইকেট শিকার করেন।

Advertisment

Hasin Jahan-Shami: যৌনকর্মীদের উপর টাকা লুটিয়ে বরবাদ সামি! প্রাক্তন স্বামীকে যা-তা আক্রমণ হাসিনের

ইতিপূর্বে, মহম্মদ সামি লাল বলে রনজি ট্রফি খেলেছিলেন। সেখানে তিনি ২ ইনিংস মিলিয়ে মোট সাত উইকেট শিকার করেন। ২০২৩ বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনালে টিম ইন্ডিয়ার শেষবার তিনি লাল বলের ক্রিকেট খেলেছিলেন। ৩৪ বছর বয়সি সামি আপাতত ফিটনেস সমস্যায় জর্জরিত। সেকারণে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে যাননি।

Mohammed Shami News: লাখ-লাখ টাকা খোরপোশ দিতে হবে স্ত্রী হাসিনকে, মাথায় হাত মহম্মদ সামির

নর্থ জোনের হয়ে আয়ুশ বদৌনি (৬৩) এবং কানহাইয়া বধাবন (অপরাজিত ৪২) নজরকাড়া ব্যাটিং করলেন। এই ইনিংসের দৌলতেই তারা ৬ উইকেট হারিয়ে ৩০৮ রান করেছে। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল ইস্ট জোন। নর্থ জোনের হয়ে ওপেন করতে নামেন শুভম খাজুরিয়া এবং অধিনায়ক অঙ্কিত কুমার। তাঁদের মধ্যে ৪৯ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। ১৫ ওভারে মণীষী বল করতে এসে অঙ্কিত কুমারকে (৩০) LBW আউট করেন এবং ইস্ট জোনকে সাফল্য এনে দেন।

Mohammed Shami Dropped: সামি কি এবার 'বাতিল খুচরো'? ইংল্যান্ড সফরে ঠাঁই হল না ভারতীয় পেস তারকার

এরপর শুভম খাজুরিয়াকেও (২৬) LBW আউট করে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন। মণীষীর তৃতীয় শিকার হলেন যশ ধূল (৩৯)। যশ ধূল এবং আয়ুশ বদৌনির মধ্যে তৃতীয় উইকেটে ৬৭ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। ৪৩ ওভারে মুখতার হোসেন বল হাতে এসে আয়ুশ বদৌনিকে (৬০ বলে ৬৩ রান) বড়সড় সাফল্য এনে দেন। আয়ুশ এই ইনিংসে সাতটি বাউন্ডারি হাঁকান। নিশান্ত সিন্ধু (৪৭) এবং ১৯ রান করে আউট হয়ে যান।

বৃষ্টির কারণে দিনের খেলা নির্ধারিত সময়ের আগেই শেষ হওয়া পর্যন্ত নর্থ জোন ৭৫.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০৮ রান করেছে। কানহাইয়া বধাবন (অপরাজিত ৪২) এবং ময়াঙ্ক ডাগর (অপরাজিত ২৮ রান) উইকেটে উপস্থিত রয়েছেন। ইস্ট জোনের হয়ে মণীষী ১৯ ওভারে ৯০ রান দিয়ে তিন উইকেট শিকার করেন। মহম্মদ সামি, সুরজ সিন্ধু জয়সওয়াল এবং মুখতার হোসেন একটি করে উইকেট শিকার করেন।

Duleep Trophy Mohammed Shami