Hasin Jahan reply on Shami Post: ভারতের তারকা পেসার মহম্মদ শামি (Mohammed Shami) বৃহস্পতিবার মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন। নিজের কন্যা আয়রার সঙ্গে পুরনো কিছু ছবি শেয়ার করে তিনি তাঁর জন্য সুখ-সমৃদ্ধির প্রার্থনা করেন। কিন্তু এই পোস্টে প্রাক্তন স্ত্রী হাসিন জাহান (Hasin Jahan) বেজায় ক্ষুব্ধ হয়েছেন। তিনি পাল্টা পোস্টে শামিকে কটাক্ষ করেন এবং “মেয়েবাজ” বলে আক্রমণ করেন।
২০১৪ সালে শামি ও হাসিন জাহান বিবাহবন্ধনে আবদ্ধ হন। এক বছর পর তাঁদের ঘর আলো করে আসে কন্যাসন্তান আয়রা। তবে ২০১৮ সাল নাগাদ তাঁদের সম্পর্ক ভেঙে যায়। এরপর থেকে আয়রা মায়ের কাছেই বড় হচ্ছে।
আরও পড়ুন লাখ-লাখ টাকা খোরপোশ দিতে হবে স্ত্রী হাসিনকে, মাথায় হাত মহম্মদ সামির
মেয়ের জন্মদিনে শামি যখন আবেগঘন বার্তা লেখেন, তখন হাসিনও সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানান। তিনি প্রথমে মেয়েকে শুভেচ্ছা দিয়ে লেখেন, “তোমার মা সর্বদা তোমার জন্য শক্ত ঢাল হয়ে থাকবে। ইনশাআল্লাহ, আদালত থেকে তোমার সমস্ত অধিকার আদায় করে দেবে। আল্লাহ্র রহমত তোমার সঙ্গে থাকুক, আমার সন্তান।”
আরও পড়ুন 'জোর করে মডেলিং ছাড়ায় সামি', আদালতে জয়ের পরই একের পর এক তোপ হাসিন জাহানের
এরপরই হাসিন জাহান মহম্মদ শামিকে আক্রমণ করে লেখেন, “না ফোন করে মেয়েকে শুভেচ্ছা জানায়, না উপহার পাঠায়, না বাবার কোনও অনুভূতি মেয়ের মনে গেঁথে দিতে চায়, কিছুই করে না। যারা তোর ভান দেখে ভাবছে তুই ভালো, তারা একদিন তোকে জুতো না মেরে ছাড়লে বলিস। ইনশাআল্লাহ। কারণ সত্যি একদিন না একদিন সামনে আসবেই।”
আরও পড়ুন যৌনকর্মীদের উপর টাকা লুটিয়ে বরবাদ সামি! প্রাক্তন স্বামীকে যা-তা আক্রমণ হাসিনের
এই ঘটনায় আবারও আলোচনায় এসেছে শামি-হসিনের জটিল সম্পর্ক ও পারিবারিক বিতর্ক।