/indian-express-bangla/media/media_files/2025/10/30/mohammed-shami-2025-10-30-10-52-33.jpg)
বাংলা ক্রিকেট দলের তারকা পেসার মহম্মদ সামি
Mohammed Shami: মহম্মদ সামির সামনে টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) দরজা কার্যত বন্ধ হয়ে গিয়েছে। রনজি ট্রফিতে (Ranji Trophy) ধামাকাদার পারফরম্য়ান্সের পর আবারও তিনি ভারতীয় ক্রিকেট দলে কামব্যাক করতে চাইছেন। চলতি রনজি মরশুমে বাংলার (Bengal Cricket Team) হয়ে প্রথম ২ ম্য়াচে তিনি মোট ১৫ উইকেট শিকার করেছেন।
Mohammed Shami News Update: 'দেশের সম্মান জড়িয়ে আছে...', কামব্য়াক প্রসঙ্গে মন্তব্য সামির
এই সাফল্য শুধুমাত্র তাঁর ফিটনেসই প্রমাণ করেনি, নির্বাচকদেরও দিয়েছে কড়া জবাব। কলকাতার ইডেন গার্ডেন্সে গুজরাটের বিরুদ্ধে দ্বিতীয় রাউন্ডের রনজি ম্য়াচ খেলতে নেমেছিল বাংলা ক্রিকেট দল। এই ম্য়াচে সামি মোট ৮ উইকেট শিকার করেছেন। ম্যাচের পর ভারতীয় ক্রিকেট দলে নির্বাচন নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন মহম্মদ সামি।
Mohammed Shami Birthday: ওয়ানডে ক্রিকেটে শামির এই রেকর্ড ভাঙা 'অসম্ভব', জন্মদিনে জানুন অজানা তথ্য
টিম ইন্ডিয়ায় প্রত্যাবর্তন নিয়ে একথাই বললেন সামি
মঙ্গলবার গুজরাটের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে মহম্মদ সামি ৩৮ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার করেছেন। পাশাপাশি দলকে ১৪১ রানে জেতানোর পিছনে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ম্যাচের পর ভারতীয় ক্রিকেট দলের মুখ্য নির্বাচক অজিত আগরকরকে (Ajit Agarkar) নিয়ে করা মন্তব্য নিয়ে ফের মুখ খুললেন তিনি।
সামি বললেন, 'আমি খুব ভাল করেই জানতাম, এই প্রশ্নটা আসবে। আমি এমনিতে সবসময় কোনও না কোনও বিতর্কে থাকি। আপনারাই আমাকে ভিলেন করে দিয়েছেন। এই ব্যাপারে আর কীই বা বলতে পারি? আজ সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা ব্যাপারই ভেঙেচুরে পরিবেশন করা হয়। আমার কাজ শুধুমাত্র ভাল পারফরম্য়ান্স করা। টিম ইন্ডিয়ার জন্য আমি সবসময় আছি। যেখানেই আমি সুযোগ পাব, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। বাকিটা তো নির্বাচকদের উপর নির্ভর করছে।'
Mohammed Shami News: লাখ-লাখ টাকা খোরপোশ দিতে হবে স্ত্রী হাসিনকে, মাথায় হাত মহম্মদ সামির
এখনও আমার মধ্যে ক্রিকেট বাকি রয়েছে - সামি
সেইসঙ্গে সামি আরও যোগ করেছেন, 'একটা কঠিন সময় থেকে বেরিয়ে আসার পর ভাল পারফরম্য়ান্স করতে পারছি। এটা খুব ভাল লাগছে। বিশ্বকাপের পরবর্তী সময়টা আমার কাছে যথেষ্ট কঠিন এবং যন্ত্রণাদায়ক ছিল। এরপর আমি ফের রনজি ট্রফি, হোয়াইট-বল ক্রিকেট, আইপিএল এবং দলীপ ট্রফি খেলেছি। এবার আমি স্পষ্ট বুঝতে পারছি, এখনও আমার মধ্যে অনেকটাই ক্রিকেট বাকি রয়েছে।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us